পরমাণুর-গঠন – জেএসসি-বিজ্ঞান-6 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 795
জেএসসি-বিজ্ঞান-কুইজ মডেল টেস্ট | 7941. ফ্লোরিন যৌগ গঠনকালে কয়টি ইলেকট্রন গ্রহণ করবে?
- ১টি
- ২টি
- ৩টি
- ৪টি
7942. H+ আয়নে কয়টি ইলেকট্রন আছে?
- কোন ইলেকট্রন নেই
- ১টি
- ২টি
- ৩টি
7943. ডেমোক্রিটাস ক্ষুদ্রতম কণার নাম কী দেন?
- অণু
- পরমাণু
- ইলেকট্রন
- প্রোটন
7944. কে সর্বপ্রথম পরমাণু নামকরণ করেন?
- ডাল্টন
- বার্জেলিয়াস
- ডেমোক্রিটাস
- রাদারফোর্ড
7945. আর্গনের ইলেকট্রন বিন্যাস কোনটি?
- 2,8
- 2,8,10
- 2,8,8
7946. আইসোটোপের ক্ষেত্রে-
- ভরসংখ্যা ভিন্ন হয়ে থাকে
- নিউট্রন সংখ্যা ভিন্ন হয়ে থাকে
- প্রোটন সংখ্যা অভিন্ন থাকে
A,B,C
7947. ভিন্ন মৌলের পরমাণুসমূহ আকারে, ভরে ও ধর্মে পার্থক্যের কারণ-
- প্রোটন সংখ্যার ভিন্নতা
- ইলেকট্রন সংখ্যার ভিন্নতা
- নিউট্রন সংখ্যার ভিন্নতা
A,B
7948. নিচের কোন শব্দটি থেকে এটম কথাটি গৃহীত হয়েছে?
- Atoms
- Atamas
- Atomos
- Atimus
7949. আইসোটোপের ক্ষেত্রে-
- ভৌত ধর্ম একই
- রাসায়নিক ধর্ম একই
- ভর একই
A,B
7950. কোন মৌলের পরমাণুর বৈশিষ্ট্যকে বোঝানোর জন্য কোন সংখ্যা ব্যবহার করা হয়?
- ইলেকট্রন সংখ্যা
- প্রোটন সংখ্যা
- নিউট্রন সংখ্যা
- ভর সংখ্যা
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "জেএসসি-বিজ্ঞান-কুইজ মডেল টেস্ট- 795"