পদার্থের-অবস্থা-ও-চাপ – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-পদার্থ বিজ্ঞান-5 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2518
25171. চাপের এস.আই. একক কোনটি?
- Nm2
- Ncm2
- Nm-2
- Ncm-2
25172. নিচের কোনটির ঘনত্ব বেশি?
- লোহা
- রূপা
- সোনা
- পারদ
25173. লোহার ঘনত্ব কত?
- 7000kgm-3
- 7600kgm-3
- 7800kgm-3
- 7900kgm-3
25174. স্থিতিস্থাপক বস্তুর-
- উপর বল প্রয়োগ করলে বস্তুর আকার বা আকৃতির পরিবর্তন ঘটে না
- উপরকার বল অপসারণ করা হলে বস্তু তার পূর্বের অবস্থায় ফিরে যায়
- উপর প্রযুক্ত বলের মান ধীরে ধীরে বৃদ্ধি করা হলে বস্তুর আকার বা আকৃতির পরিবর্তনও বৃদ্ধি পায়
B,C
25175. এভারেস্ট পর্বতশৃঙ্গের উপরে বায়ুমন্ডলীয় চাপ ভূ-পৃষ্ঠের চাপের কত ভাগ?
- 0.3
- 0.35
- 0.37
- 0.4
25176. আণবিক তত্ত্ব অনুসারে পদার্থের কণাগুলো সর্বদা কেমন?
- স্থিতিশীল
- গতিশীল
- স্থিতিশীল ও গতিশীল
- স্থিতিস্থাপক
25177. কর্ক-এর ঘনত্ব কত (kmg-3)
- 129
- 250
- 350
- 450
25178. বল F, চাপ P এবং ক্ষেত্রফল A হলে নিচের কোন সম্পর্কটি সঠিক?
- P α A
- P α F
- P α 1/F
- F α 1/P
25179. কোনো বস্তুর ভর m এবং আয়তন V হলে বস্তুটির ঘনত্ব কোনটি?
- m/v
- m/v3
- v/m
- v3/m
25180. নিচের বিবরণগুলো লক্ষ কর:
- বায়ুর ঘনত্ব 1.29kgm-3
- হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব বায়ুর ঘনত্বের চেয়ে কম
- সঞ্চয়ী কোষে ব্যবহৃত সালফিউরিক এসিডের ঘনত্ব 1.5x103kgm-3 থেকে 1.3x103kgm-3
A,B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "পদার্থের-অবস্থা-ও-চাপ - এসএসসি-পদার্থ বিজ্ঞান-5 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2518"