এসএসসি হিসাববিজ্ঞান মডেল টেস্ট – 30
291. উৎপাদন ব্যয়ের সাথে বিক্রয় সংক্রান্ত খরচ যোগ করে কী পাওয়া যায়?
- নিট বিক্রয় ব্যয়
- বিক্রীত পণ্যের মোট ব্যয়
- মুখ্য ব্যয়
- নিট উৎপাদন ব্যয়
292. উৎপাদন ব্যয় + বিক্রয় উপরিব্যয় = কী?
- মুখ্য ব্যয়
- কারখানা ব্যয়
- মোট ব্যয়
- ক্রয়মূল্য
293. মি. সহিদুল একজন গাড়ি ব্যবসায়ী। তিনি প্রতিটি ৩০,০০০ টাকা দামে দু’টি পুরাতন অকেজো গাড়ি ক্রয় করলেন। গাড়ি দু’টি চলার উপযোগী করার জন্য বিভিন্ন যন্ত্রাংশ ক্রয় করলেন ২৫,০০০ টাকা ও মেরামত বিল দিলেন ১৫,০০০ টাকা। গাড়ি দু’টি বিক্রয়ের জন্য শোরুম ভাড়া ও বিক্রয়কর্মীর কমিশন বাবদ ৫,০০০ টাকা এবং বিজ্ঞাপন বাবদ ৩,০০০ টাকা প্রদান করেন। তার লাভ হলো ৫০,০০০ টাকা। তার মোট ক্রয়মূল্য কত?
- ৬০০০০ টাকা
- ১০০০০ টাকা
- ১৮০০০ টাকা
- ২০০০০ টাকা
294. মি. সহিদুলের মোট ব্যয় কত?
- ১০০০০ টাকা
- ১৫০০০ টাকা
- ১৮০০০ টাকা
- ২৫০০০ টাকা
295. প্রতিটি গাড়ির বিক্রয়মূল্য কত?
- ৬৭৫০০ টাকা
- ৭০০০০ টাকা
- ৭৫০০০ টাকা
- ৭৯০০০ টাকা
296. উৎপাদন ব্যয় নির্ণয়ের উদ্দেশ্য কয়টি?
- ৫টি
- ৬টি
- ৭টি
- ৮টি
297. উৎপাদন ব্যয়ের উপাদানগুলোর বিশ্লেষণ ও শ্রেণিবিভাগ করার প্রয়োজন কেন?
- মোট ব্যয় নির্ণয়ের জন্য
- যথাযথ নিয়ন্ত্রণ ও সিদ্ধান্ত গ্রহণের জন্য
- মুনাফা নির্ণয়ের জন্য
- ব্যবস্থাপনার নীতি নির্ধারণের জন্য
298. ব্যবসায় প্রতিষ্ঠানের হিসাবরক্ষণের মুখ্য উদ্দেশ্যগুলো হলো –
- আর্থিক অবস্থা নিরূপণ
- প্রকৃত লাভ লোকসান নির্ণয়
- ফলাফল নিরূপণ করা
- উপরের সবগুলো
A,B,C
299. বই প্রকাশনী প্রতিষ্ঠানে কাগজ ক্রয় –
- প্রত্যক্ষ কাঁচামাল
- পরোক্ষ কাঁচামাল
- কারখানা উপরিব্যয়
- খ ও গ
300. আপ্যায়ন খরচ হলো –
- প্রশাসনিক উপরিব্যয়
- মূলধন জাতীয়
- পরোক্ষ খরচ
- উপরের সবগুলো
A,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আরো দেখুনঃ
এসএসসি সাধারণ বিজ্ঞান মডেল টেস্ট
এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয় মডেল টেস্ট
এসএসসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মডেল টেস্ট
0 responses on ""পণ্যের ক্রয়মূল্য উৎপাদন ব্যয় ও বিক্রয়মূল্য" এসএসসি হিসাববিজ্ঞান মডেল টেস্ট - 30"