নোবেল পুরস্কার

নোবেল পুরস্কারের প্রবর্তক- আলফ্রেড নোবেল

নোবেল পুরস্কার দেয়া হয়- ১৯০১ সাল

প্রথমে নোবেল পুরস্কার দেয়া হত- ৫ টি ক্ষেত্রে : পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসা শাস্ত্র, শান্তি ও সাহিত্য)

বর্তমানে নোবেল পুরস্কার প্রদান করা হয় – ৬ টি ক্ষেত্রে : পদার্থ, রসায়ন, চিকিৎসা শাস্ত্র, শান্তি ও সাহিত্য ও অর্থনীতিতে (পরে অর্থনীতি যোগ করা হয়)

অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রদান করা হয়- ১৯৬৯ সালে

প্রতি বছর নোবেল পুরস্কার আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়- ১০ ডিসেম্বর

নোবেল পুরস্কারের অর্থমূল্য- ১ কোটি সুইডিশ ক্রোনার (১৪ লক্ষ ২০ হাজার ডলার)

নোবেল পুরস্কার প্রদানকারী সংস্থা- ৪ টি। যথা :

(ক) নোবেল কমিটি অব দি নরওয়েজিয়ান পার্লামেন্ট (নরওয়ে)- শান্তি

(খ) সুইডিশ একাডেমি (সুইডেন)- সাহিত্য

(গ) রয়েল সুইডিশ একাডেমি অব সায়েন্স (সুইডেন)- পদার্থ, রসায়ন ও অর্থনীতি

(ঘ) ক্যারোনিস্কা ইনস্টিটিউট (সুইডেন)- চিকিৎসা শাস্ত্র

শান্তিতে নোবেল পুরস্কার দেয়া হয়- নরওয়েতে

এ পর্যন্ত নোবেল পুরস্কার দেয়া হয়নি যেসব সালে- ১৯৪০, ১৯৪১, ১৯৪২ সাল (দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে)

শান্তিতে সর্বাধিক তিনবার নোবেল পাওয়া সংস্থা- রেড ক্রস (১৯১৭, ১৯৪৪, ১৯৬৩)

কতিপয় গুরুত্বপূর্ণ ব্যক্তির নোবেল পুরস্কার প্রাপ্তি :

ব্যক্তির নাম সাল দেশ

সাহিত্য

রবীন্দ্রনাথ ঠাকুর

নোবেল পান- গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য

প্রথম বাঙালি নোবেল বিজয়ী

এশিয়া ও উপমহাদেশের প্রথম নোবেল বিজয়ী

১৯১৩ ভারত
বার্ট্রান্ড রাসেল

দার্শনিক হয়ে সাহিত্যে নোবেল পান

১৯৫০ ব্রিটেন
উইন্সটন চার্চিল

রাজনীতিবিদ হয়ে সাহিত্যে নোবেল পান

১৯৫৩ ব্রিটেন
স্যামুয়েলসন ১৯৭০

শান্তি

হেনরী ডুনান্ট

রেড ক্রসের স্বপ্নদ্রষ্টা

১৯০১ সুইজারল্যান্ড
আনোয়ার সাদাত

প্রথম মুসলিম নোবেল বিজয়ী

১৯৭৮ মিসর
মাদার তেরেসা ১৯৭৯ ভারত
দালাই লামা

তিব্বতের ধর্মীয় নেতা

১৯৮৯ তিব্বত
অংসান সুচি ১৯৯১ মায়ানমার
ইয়াসির আরাফাত ১৯৯৪ ফিলিস্তিন
আইজ্যাক রবিন ইসরায়েল
শিমন পেরেজ ইসরায়েল
কফি আনান ২০০১ ঘানা
শিরিন এবাদি ২০০৩ ইরান
ড. মুহম্মদ ইউনুস

প্রথম বাংলাদেশি নোবেল বিজয়ী

২০০৬ বাংলাদেশ
এলেন জনসন সির্লফ

লাইবেরিয়ার প্রেসিডেন্ট পদে থাকাকালীন নোবেল পান

২০১১ লাইবেরিয়া
লেইমাহ বোয়ি ২০১১ লাইবেরিয়া
তাওয়াক্কুল কারমান

প্রথম আরব নারী হিসেবে নোবেল পান

২০১১ ইয়েমেন

অর্থনীতি

অমর্ত্যসেন ১৯৯৮ ভারত
এলিনর অসট্রম

অর্থনীতিতে প্রথম মহিলা নোবেল বিজয়ী

২০০৯ যুক্তরাষ্ট্র

পদার্থবিজ্ঞান

মাদাম কুরী ১৯০৩ পোল্যান্ড
আবদুস সালাম ১৯৯৮ পাকিস্তান

রসায়ন

মাদাম কুরী ১৯১১ পোল্যান্ড

নোবেল পুরস্কারে নারী :

নারীদের নোবেল বিজয়- ৪৪ বার

নোবেল বিজয়ী নারী- ৪৩ জন

দুইবার নোবেল জয়ী একমাত্র নারী- মাদাম কুরী (পদার্থবিজ্ঞানে- ১৯০৩; রসায়নে- ১৯১১)

অর্থনীতিতে একমাত্র নোবেল বিজয়ী নারী- এলিনর অস্ট্রম (২০১০)

নারীরা সর্বাধিক নোবেল জয় করেছে- শান্তিতে (১৫ জন)

 

নারীদের নোবেল বিজয়ের সংক্ষিপ্ত খতিয়ান :

বিষয় মোট বিজয়ী গুরুত্বপূর্ণ তথ্য
পদার্থবিজ্ঞান ২ বার মাদাম কুরী- ১৯০৩ সালে (নারীদের প্রথম নোবেল বিজয়)
রসায়ন ৪ বার মাদাম কুরী- ১৯১১ সালে (নারীদের একমাত্র ২ বার নোবেল জয়ের ঘটনা)
চিকিৎসাবিজ্ঞান ১০ বার
সাহিত্য ১২ বার সাহিত্যে সর্বশেষ নোবেল বিজয়ী নারী- হের্টা মুয়েলার, ২০০৯
শান্তি ১৫ বার ২০১১ সালে নারীদের হাতে নোবেল গেছে- শান্তিতে

২০১১ সালে নোবেল বিজয়ী নারী/শান্তিতে নোবেল বিজয়ী- ৩ জন

এলেন জনসন সির্লফ (লাইবেরিয়া)

লেইমাহ বোয়ি (লাইবেরিয়া)

তাওয়াক্কুল কারমান (ইয়েমেন)

এলেন জনসন সির্লফ লাইবেরিয়ার বর্তমান প্রেসিডেন্ট (২৪তম)

নোবেল বিজয়ী প্রথম আরব নারী- তাওয়াক্কুল কারমান

নোবেল বিজয়ী প্রথম ইয়েমেনি- তাওয়াক্কুল কারমান

তাওয়াক্কুল কারমানকে ইয়েমেনে বলে- লৌহমানবী (Irom women & Mother of Revolution)

অর্থনীতি ১ বার একমাত্র নোবেল বিজয়ী নারী- এলিনর অস্ট্রম, ২০০৯ সালে
নোবেল প্রাইজের অফিশিয়াল ওয়েবসাইট : www.nobelprize.org

সাধারণ জ্ঞান সকল অধ্যায় দেখতে এখানে যান

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline