
“বিসিএস এর উপর হাজার হাজার মডেল টেস্ট দিয়ে এবং বার বার প্রাকটিজ করে আপনার প্রস্তুতি সম্পন্ন করতে এখানে যান:
নিম্ন মধ্যম আয়ের দেশঃ বাংলাদেশ
বিশ্বব্যাংক কর্তৃক স্বীকৃতি লাভঃ ১ জুলাই ২০১৫
বিশ্বব্যাংক এর স্তর বিভাগঃ
১) নিম্ন আয়ের দেশ = মাথাপিছু আর্ন ১০৪৫ ডলার বা তার নিচে
২) নিম্ন মধ্যম আয়ের দেশ= মাথাপিছু আর্ন ১০৪৬ থেকে ৪১২৫ ডলার
৩) উচ্চ মধ্যম আয়ের দেশ = মাথাপিছু আর্ন ৪১২৬ থেকে ১২৭৩৬ ডলার
৪) উচ্চ আয়ের দেশ = মাথাপিছু আর্ন ১২৭৩৬ ডলারের বেশি
বিশ্বব্যাংকের তালিকা অনুযায়ী বর্তমানে, ১) নিম্ন আয়ের দেশ = ৩১ টি ২) নিম্ন মধ্যম আয়ের দেশ= ৫১ টি ৩) উচ্চ মধ্যম আয়ের দেশ = ৫৩ টি ৪) উচ্চ আয়ের দেশ = ৮০ টি
বিশ্বব্যাংকের এবারের রিপোর্টে,
:: নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নীত= বাংলাদেশ, কেনিয়া, মিয়ানমার, তাজিকিস্তান।
:: উচ্চ মধ্যম আয়ের দেশ থেকে উচ্চ আয়ের দেশে উন্নীত = আর্জেন্টিনা, হাঙ্গেরি, ভেনিজুয়েলা, সেচেলেস।
বিশ্বব্যাংকের এবারের রিপোর্টে,
:: সবচেয়ে কম মাথাপিছু আয়ের দেশ = মালায়ি
:: সবচেয়ে বেশি মাথাপিছু আয়ের দেশ = মোনাকো
বাংলাদেশ এখনো স্বল্পোন্নত দেশ (LDC) তালিকাতেই আছে। LDC থেকে বের হতে হলে তিনটি সূচক অতিক্রম করতে হবেঃ
১) অর্থনীতির নাজুকতার সূচক
২) মানব উন্নয়ন সূচক
৩) মাথাপিছু আয়ের সূচক
বিসিএস এর উপর হাজার হাজার মডেল টেস্ট দিয়ে এবং বার বার প্রাকটিজ করে আপনার প্রস্তুতি সম্পন্ন করতে এখানে যান:“