নিউটনিয়ান-বলবিদ্যা – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-পদার্থবিজ্ঞান ১মপত্র-4 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1323
13221. ঘূর্ণনরত অবস্থায় নির্দিষ্ট সময়ে একটি দৃঢ় বস্তুর প্রতিটি কণার-
- কৌণিক বেগ সমান
- রৈখিক দ্রুতি সমান
- তাৎক্ষনিক দ্রুতি সমান
- সরণ সমান
13222. কোনো একটি অক্ষর সাপেক্ষে ঘূর্ণনরত একটি বস্তুর ঘূর্ণন গতির পরিবর্তনকে বাধা দেয়ার প্রয়াস কোনটি?
- মোট ভর
- আয়তন
- ঘূর্ণন জড়তা
- কৌণিক ভরবেগ
13223. যখন কোনো বস্তু বৃত্তাকার পথে ঘুরে তখন ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে ক্রিয়া করে-
- কেন্দ্রমুখী বলে
- কেন্দ্রবিমুখী বল
- কেন্দ্রমুখী ত্বরণ
13224. কোনটির কারণে দীর্ঘ লম্ফে কিছুদূর পিছন হতে দৌড় এসে লাফ দিলে বেশিদূর অগ্রসর হওয়া যায়?
- গতি জড়তা
- বাতাসের বাধা
- স্থিতি জড়তা
- ভরবেগ
13225. নিচের কোনটি সমান্তরাল অক্ষ উপাদান?
- 1 = 1x + 1y
- 1 = 1G + Mk
- 1 = 1G + Mh2
- 1G = 1 + Mk2
13226. কোনো বস্তুর জড়তার ভ্রামক নির্ভর করে –
- অক্ষরেখার অবস্থানের উপর
- ভরের বিন্যাসের উপর
- কৌণিক বেগের উপর
13227. বৃত্তাকার পথে ঘূর্ণয়ানমান কোনো কণার সরণ-
- ভেক্টর রাশি
- এর মান আদি ও শেষ অবস্থান বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণের সমান
- কে অকিক্রান্ত কৌণিক দূরত্বও বলা হয়
13228. কোন বস্তুর জড়তার ভ্রামক 200 kgm2 এবং ভরকেন্দ্রের ভর 2 kg হলে চক্রগতির ব্যাসার্ধ কত?
- 100 m
- 50 m
- 25 m
- 10 m
13229. উদ্দীপকটি পড়ো এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও:একজন ক্রিকেটার ক্যাচ লুফে নেওয়ার সময় তাঁর হাতজোড়া নিজের দিকে সামান্য পিছিয়ে নেন।উপরোক্ত ঘটনা নিউটনের গতির কোন সূত্রের সাহায্যে ব্যাখ্যা করা যায়?
- প্রথম সূত্র
- দ্বিতীয় সূত্র
- তৃতীয় সূত্র
- চতুর্থ সূত্র
13230. একজন ক্রিকেটার ক্যাচ লুফে নেওয়ার সময় তাঁর হাতজোড়া নিজের দিকে সামান্য পিছিয়ে নেন।উপরোক্ত ঘটনা নিউটনের গতির কোন সূত্রের সাহায্যে ব্যাখ্যা করা যায়? উদ্দীপকে বর্ণিত উপায় অবলম্বন না করে হাত স্থির রাখলে-
- বলের ভরবেগের পরিবর্তনের হার বিরাট মানের হতো
- ক্রিকেট বলটি থামানো যেত না
- প্রচন্ড মানের বল হাতে ক্রিয়া করতো
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।