নাগরিক-অধিকার – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-পৌরনীতি-1-5 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 926
9251. সমাজতান্ত্রিক রাস্ট্রসমূহ কোন ধরনের অধিকারের ক্ষেত্রে গুরুত্ব দ্য়ে?
- সামাজিক
- রাজনিতক
- অর্থনৈতিক
- ব্যক্তিগত
9252. কোনটি নাগরিক অধিকার সংরক্ষণ করে?
- আইনের শাসন
- সাম্য
- নৈতিক মূল্যবোধ
- ন্যায়বিচার
9253. ভোটদানের এবং নির্বাচনে প্রার্থী হবার অধিকার কোন ধরনের অধিকার?
- সামাজিক
- রাজনৈতিক
- নৈতিক
- অর্থনৈতিক
9254. সরকারি চাকরি লাভের অধিকার’- নাগরিকের কোন ধরনের অধিকার?
- রাজনৈতিক অধিকার
- অর্থনৈতিক অধিকার
- সামাজিক অধিকার
- নৈতিক অধিকার
9255. সন্তানদের শিক্ষিত করা এটি কোন কর্তব্যের অন্তর্ভুক্ত?
- নৈতিক
- আইনগত
- রাষ্ট্রের প্রতি আনুগত্য
- সাধারণ কর্তব্যে
9256. সজাগ দৃষ্টির মাঝেই নাগরিক অধিকার নিহিত।’-এ কথা কে বলেছেন?
- অধ্যাপক গার্নার
- অধ্যাপক লাস্কি
- অধ্যাপক বার্কার
- অধ্যাপক গ্লাউড
9257. অধিকার ভোগের পূর্বশর্ত কী?
- শিক্ষাগ্রহণ
- চাকরি প্রাপ্তি
- কর্তব্য পালন
- নাগরিকত্ব অর্জন
9258. কোনটি সামাজিক অধিকার?
- চলাফেরার াধিকার
- অবকাশ লাভের অধিকার
- নির্বাচনের অধিকার
- কর্মের অধিকার
9259. অধিকারের লক্ষ্য কী?
- সকলের কল্যাণ সাধন
- স্বার্থ আদায়
- সামাজিক উন্নয়ন
- দুর্নীতি দূরীকরণ
9260. খাতিলাভের অধিকার’ নাগরিকের কী ধরনের অধিকার?
- সামাজিক অধিকার
- অর্থনৈতিক অধিকার
- রাজনৈতিক অধিকার
- ব্যক্তিগত অধিকার
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "নাগরিক-অধিকার - এইচএসসি-পৌরনীতি-1-5 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 926"