নাগরিক-অধিকার – এইচএসসি-পৌরনীতি-1-5 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 925

নাগরিক-অধিকার – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-পৌরনীতি-1-5 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 925

9241. ভোট দেওয়ার অধিকার জনগণের কোন ধরনের অধিকার?

  1. নৈতিক অধিকার
  2. ধর্মীয় অধিকার
  3. রাজনৈতিক অধিকার
  4. বৈধ অধিকার

9242. বিশ্বায়নের প্রধান চালিকাশক্তি কোনটি?

  1. তথ্যপ্রযুক্তি
  2. পরিবেশ
  3. আন্তজার্তিক বাণিজ্য ও বিনিয়োগ
  4. সংস্কৃতি

9243. কর্তব্যের দাবি কীসের সীমা নির্ধারিত করে?

  1. স্বাধীনতার
  2. ভালোবাসার
  3. অধিকারের
  4. সম্প্রীতির

9244. মিয়ানমারের জনপ্রিয় নেত্রী অং সান সু চি গত দুই দশকের বেশিরভাগ সময় গৃহবন্দী ছিলেন। শেষ দফায় সাত বছর গৃহবন্দী থাকার পর ২০১০ সালের নভেম্বরে তিনি মুক্তি পান। আগামী এপ্রিল ২০১২ তে অনুষ্ঠিত উপ-নির্বাচনে তার প্রতিদ্বন্ধিতা করার কথা রয়েছে।অনুচ্ছেদে বর্ণিত সময়ে সু চি কোন অধিকার থেকে বঞ্চিত হয়েছেন?

  1. অর্থনৈতিক
  2. সাংস্কৃতিক
  3. রাজনৈতিক
  4. সামাজিক

9245. অং সান সুচি চির নির্বাচনে অংশগ্রহণ মায়ানমারের জন্যে কী বার্তা বহন করে?

  1. সামাজিক নিরাপত্তা নিশ্চিত করে
  2. গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত করে
  3. অর্থনৈতিক সাম্য কায়েম করে
  4. রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করে

9246. লর্ড ব্রাইন এর মতে সুনাগরিকের গুনাবলি হলো-

  1. বৃদ্ধি
  2. বিবেক
  3. আত্মসংযম

9247. নাগরিকের আইনগত অধিকার হলো-

  1. সামাজিক অধিকার
  2. রাজনৈতিক অধিকার
  3. অর্থনৈতিক অধিকার

9248. মানবধিকার সুনিশ্চিত করতে শাসন পদ্ধতি প্রয়োজন?

  1. রাজতন্ত্র
  2. সমাজতন্ত্র
  3. স্বৈরতন্ত্র
  4. গণতন্ত্র

9249. মানবধিকারের জন্ম হয়েছে কেন?

  1. প্রেম-ভালবাসা থেকে
  2. সেহ্ন-মায়া-মমতা থেকে
  3. ভ্রাতৃত্ববোধ থেকে
  4. মানুষের প্রতি মানুষের শ্রদ্ধাবোধ থেকে

9250. তথ্য অধিকার আইনের উদ্দেশ্য হলো-

  1. তথ্য প্রবাহ অবাধ করা
  2. স্বচ্ছতা আনয়ন করা
  3. দুর্নীতি রোধ করে

আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline