নাগরিক-অধিকার – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-পৌরনীতি-1-5 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 923
9221. তথ্য হচ্ছে-
- কোনো প্রতিষ্ঠানের গর্ঠন কাঠামো
- কোনো প্রতিষ্ঠানের হিসাব বিবরনী
- কোনো প্রতিষ্ঠানের তথ্য-উপাত্ত
A,B,C
9222. নাগরিকের রাজনৈতিক অধিকার কোনটি?
- ভোট দেবার অধিকার
- মত প্রকাশের অধিকার
- জীবনধারণের অধিকার
- চলাফেরা করার অধিকার
9223. ম্যাগনাকার্টা ঘোষণা করা হয় কত সালে?
- 1212
- 1214
- 1215
- 1216
9224. কর্তব্যের দাবি কিসের সীমা নির্ধারিত করে?
- স্বাধীনতার
- ভালোবাসার
- অধিকারের
- সম্প্রীতির
9225. মানবধিকার ঘোষিত হয়েছে জাতিসংঘের কোন পরিষদে?
- নিরাপত্তা পরিষদ
- সাধারণ পরিষদ
- অছি পরিষদ
- আন্তজার্তিক পরিষদ
9226. মৌলিক অধিকারের রক্ষক কে?
- বিচার বিভাগ
- ন্যায়পাল
- সংবিধান
- প্রধানমন্ত্রী
9227. কোন দেশে মৌলিক অধিকার সংবিধান সন্নিবেশিত নেই?
- ভারতে
- ব্রিটেনে
- ফ্রান্সে
- মার্কিন যুক্তরাষ্ট্রে
9228. যেসব সুবিধা ছাড়া ব্যক্তিজীবনের স্বয়ংসম্পূর্ণতা হয় না তাকে কী বলা যায়?
- মূল্যবোধ
- কর্তব্য
- মানবাধিকার
- অধিকার
9229. ব্যক্তির অর্থনৈতিক মুক্তির জন্যৌ কোন ধরনের অধিকার প্রতিষ্ঠা পাওয়া একান্ত জরুরি?
- নৈতিক
- সামাজিক
- রাজনৈতিক
- অর্থনৈতিক
9230. জাতিসংঘ ঘোষিত মানবাধিকার ঘোষণার মূল কারণ কী বলে তুমি মনে কর?
- বিশ্ব অর্থনৈতিক মন্দা দূরীক্ষণ
- বিশ্বে মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করা
- উন্নত বিশ্বের প্রাধান্য রক্ষা করা
- অর্থনৈতিক সাম্য রক্ষা করা
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "নাগরিক-অধিকার - এইচএসসি-পৌরনীতি-1-5 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 923"