নাগরিক-অধিকার – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-পৌরনীতি-1-5 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 921
9201. অধিকার হচ্ছে ব্যক্তির সর্বোত্তম ব্যক্তিত্ব বিকাশের উপযোগী সেসব প্রয়োজনীয় সুযোগ-সুবিধা সেগুলো রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ও সংরক্ষিত হয়।-একথা কে বলেছেন?
- ই. এম হোয়াইট
- অধ্যাপক বার্কার
- টমাস হিল গ্রিন
- বোসানকোয়েত
9202. কর্তব্য ছাড়া কোনো অধিকার নেই, অধিকার ছাড়া কোনো কর্তব্য নেই। কে বলেছেন?
- অধ্যাপক বার্কার
- হরহাউস
- অধ্যাপক গার্নার
- কার্ল মার্কস
9203. কোন অধিকার প্রতিষ্ঠা পাওয়ায় বুদ্ধদের বৌদ্ধধর্ম প্রচার করতে সক্ষম হয়েছিলেন?
- অর্থনৈতিক
- রাজনৈতিক
- ধর্মীয়
- সাংস্কৃতিক
9204. মার্কিন যুক্তরাষ্ট্রের মৌলিক অধিকারগুলো হলো-
- সম্পত্তি লাভের অধিকার
- হেবিয়াস সর্পাস রিট
- মুদ্রণের স্বাধীনতা
A,C
9205. মানবিক ধারণাটির অত্যন্ত চমৎকার বৈশিষ্ট্যৌ হলো এটিা বোঝা অত্যন্ত সহজ, সংজ্ঞায়িত করা অত্যন্ত কঠিন এবং অবজ্ঞা করা অসম্ভব।- একথা কে বলেছেন?
- ড. মুহম্মদ ইউনুস
- ড. অমর্ত্য সেন
- ড. ডি পি খান্না
- ড. গার্নার
9206. অধিকার ও কর্তব্যের সম্পর্ক কীরূপ?
- নিবিড়
- খুব নিবিড়
- সীমাবদ্ধ
- সাংঘর্ষিক
9207. নৈতিক অধিকার-
- সামাজিক বন্ধনকে মজবুত করে
- সহমর্মিতা বৃদ্ধি করে
- আইনগত অধিকারকে ত্বরান্বিত করে
A,B
9208. কোন বিষয়গুলো একই বস্তুর দুটি দিক?
- অধিকার
- কর্তব্য
- সচেতনতা
A,B
9209. পৌরনীতি মূলত নাগরিকের কোন শ্রেণির অধিকার?
- সামাজিক
- নৈতিক
- আইনগত
- অর্থনৈতিক
9210. অধিকার হচ্ছে যেসব বাহ্যিক অবস্থা যেটি মানসিক পরিপুষ্টি সাধন করে থাকে’- উক্তিটি কার?
- টি এইচ গ্রিন
- অধ্যাপক লাস্কি
- হবহাউস
- ম্যাকাইভার
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "নাগরিক-অধিকার - এইচএসসি-পৌরনীতি-1-5 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 921"