নাগরিক-অধিকার – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-পৌরনীতি-1-5 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 930
9291. �টকর চীন থেকে বাংলাদেশে সেতু নির্মাণের ইঞ্জিনিয়া হিসেবে নিয়োগ পেয়ে পরিবারসহ প্রায় ত্রিশ বছর আগে এসে বর্তমানে বাংলাদেশে বসবাসরত রয়েছ সে এদেশে জমি ক্রয় করে, বাড়ি তৈরি করেছেন। টকর সাহেবের ছেলে টনি ২০ বছর আগে বাংলাদেশে জন্মগ্রহন করেছিলেন। তারা উভয়ে এখন বাংলাদেশের নাগরিক।টকর কোন সূত্রে বাংলাদেশের নাগরিকত্ব পেয়েছে?
- জন্মসূত্রে
- অনুমোদনসূত্রে
- বৈবাহিক সূত্রে
- উপরের সবগুলো সঠিক
9292. টনি কোন সূত্রে বাংলাদোমের নাগরিকত্ব পেয়েছে?
- জন্মসূত্রে
- অনুমোদনসূত্রে
- বৈবাহিকসূত্রে
- সম্পত্তি ক্রয়ের মাধ্যমে
9293. জনগণের কোনটি নৈতিক কর্তব্যের ভিত্তি?
- অসচেতনতা
- অনৈতিকতা
- নৈতিকতা
- দায়িত্ব
9294. অবকাশ লাভের অধিকার’- নাগরিকরে কী ধরনের অধিকার?
- সামাজিক অধিকার
- অর্থনৈতিক অধিকার
- রাজনৈতিক অধিকার
- কর্মের অধিকার
9295. ২০০১ ও ২০০৩ সালে আমেরিকা যথাক্রমে আফগানিস্তান ও ইরাকে আগ্রাসন চালায়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতে, আফগানিস্তান ও ইরাকে মার্কিন যুক্তরাষ্ট্র ব্যাপকভাবে মানবধিকার লঙ্ঘন করেছে।মার্কিন যুক্তরাষ্ট্র ইরাক ও আফগানিস্তানে মানবধিকার লঙ্ঘন করেছে-
- পূর্বের শাসকদের পতন ঘটেয়ে
- সার্বভৌমত্ব ধ্বংস করে
- মানবিক বিপর্যয় তৈরি করে
B,C
9296. যুক্তরাষ্ট্র উদ্দীপকে উল্লিখিত দেশ দূটিতে মানবধিকার প্রতিষ্ঠায় অবলম্বন করতে পারে-
- সেনা প্রত্যহার করে
- সে দেশের জনগণের ক্ষমতায়নের মাধ্যমে
- পুনর্গর্ঠমূলক ব্যবস্থার মাধ্যমে
A,B,C
9297. সম্মোহনী নেতৃত্বের ধারণা দেন কে?
- কিম্বল ইয়ং
- ম্যাক্স ওয়েবার
- খোমেনী
- গান্ধী
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "নাগরিক-অধিকার - এইচএসসি-পৌরনীতি-1-5 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 930"