
বর্তমানে ৩টি কলেজকে নিজস্ব উপায়ে ও ভর্তি পরীক্ষা নিয়ে একাদশ শ্রেণিতে ভর্তির অনুমোদন দিয়েছে, সরকার। তা হল, নটরডেম কলেজ, হলিক্রস ও সেন্ট যোসেফ কলেজ। প্রতিটি কলেজের ভর্তি প্রক্রিয়া ইশিখন.কম এ দেওয়া আছে।
নটর ডেম কলেজ – এর ভর্তিপরীক্ষার দিক নির্দেশনাঃ
লেখাটার উদ্দেশ্য হল- যারা নটর ডেম কলেজে ভর্তি পরীক্ষা দিতে যাবে তাদের সামান্য সাহায্য করা। এই লেখা পড়ে একজন নটর ডেম কলেজে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী বিনা মূল্যে সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়া জেনে যেতে পারবেন। এই লেখাটায় থাকবে নটরডেম কলেজে ভর্তির দিক নিদের্শনা ও সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নোত্তর
ঢাকার বাইরে থেকে এসে এই কলেজে পড়তে গেলে থাকা-খাওয়া নিয়ে কি সমস্যা হবে?
– এই প্রশ্নটা খুব কমন প্রশ্ন। থাকার সমস্যার কথা চিন্তা করে ঢাকার বাইরের অনেকেই এই কলেজে ভর্তি পরীক্ষার অনলাইনে আবেদন ফর্ম পুরণ করে না। কলেজের নিজস্ব ছাত্রাবাসে থাকা না গেলেও কলেজের পাশেই আরামবাগে অনেক শিক্ষার্থী হোস্টেল আছে। যেখানে নটর ডেম কলেজের অধিকাংশ শিক্ষার্থী থাকে। সেখানে থাকা খাওয়ার ব্যবস্থা খুবই ভাল। এসব হোস্টেল কলেজের একেবারে সাথেই বলা চলে। হোস্টেল থেকে কলেজে যেতে ২ মিনিট সময় লাগে। তাই এই ব্যাপারে চিন্তার কোন কারণ নেই।
নটরডেম কলেজে ভর্তি পরীক্ষা কারা দিতে পারবে?
– ভর্তি পরীক্ষা দেওয়ার আগে নির্ধারিত অনলাইনে আবেদন ফর্ম পুরণ করতে হবে এবং তারপর সেই ফর্ম জমা দেয়ার পর জানা যাবে ভর্তি পরীক্ষা কবে হবে এবং কখন হবে। এর জন্য ইশিখন.কম সাইটে নিয়মিত আপডেট দেখবে। অনলাইনে আবেদন ফর্ম পুরণের পর কলেজ থেকে একটি তালিকা প্রকাশ করা হবে। সেখানে যারা পরীক্ষা দিতে পারবে তাদের রোল নাম্বার দেয়া থাকবে। ২০১৫ সালে বিজ্ঞানের কোন বিষয়ে এবং ইংরেজীতে এ+ মিস গেলে তাদের পরীক্ষা দিতে দেয়া হয় নি। বাংলা, সমাজ, ধর্ম- এই বিষয়গুলোতে যাদের এ+ আসেনি তারা পরীক্ষা দিতে পেরেছিল গতবছর। বাংলা, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ধর্ম, শারীরিক শিক্ষা, ক্যারিয়ার শিক্ষা- এই বিষয়গুলোতে যদি কারও এ+ না আসে তাহলে তারাও অবশ্যই অনলাইনে আবেদন ফর্ম পুরণ করবে।
.
গতবছর অনেকে সব বিষয়ে এ+ পায় নি বলে অনলাইনে আবেদন ফর্ম পুরণ করেনি কিন্তু তারা পরীক্ষা দিলে হয়ত অনেকেই চান্স পেয়ে যেতে পারত। গতবছর অনেকেই এজন্য আফসোস করেছিল। তুমি তো আগেই জেনে গেলে। আশা করি, তোমার আফসোস করতে হবে না।
নটরডেম কলেজে ভর্তি পরীক্ষার ফর্ম কবে দেয়া হবে? পরীক্ষা কবে হবে?
– নটর ডেম কলেজের ভর্তি পরীক্ষার ফর্ম কবে ছাড়া হবে- সেটা এখনও কলেজ কর্তৃপক্ষজানায়নি। প্রথমে ফর্ম ছাড়ার সময় জানানো হবে। এজন্যে ইশিখন.কম ব্লগে কিংবা ফ্যানপেইজ চোখ রাখতে হবে। কিংবা www.notredamecollege-dhaka.com এ। অনলাইনে আবেদন ফর্ম পুরণ করে না জমা দেয়ার পর জানতে পারবে পরীক্ষার তারিখ এবং সময়। ইতোমধ্যে নটরডেম কলেজের ওয়েবসাইটে ও ইশিখন.কম এ ভর্তি বিজ্ঞপ্তি ও কিভাবে ভর্তি হবেন তার বিস্তারিত দেওয়া হবে।
নটরডেম কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি ২০১৭
নটরডেম কলেজে ভর্তির আবেদন করার নিয়মাবলি দেখে নিন ইশিখন.কম এর এই পোস্ট থেকে
নটরডেম কলেজে ভর্তি পরীক্ষার ফর্ম কি অন্যরা পূরণ করতে পারবেন?
– পারবে , এর আগে জটিলতা থাকলেও গতবছর ২০১৭ থেকে অনলাইনে পুরণ করার সুযোগ থাকছে। কিভাবে অনলাইনে ফর্মপুরণ করবে, তা উপরের পোস্টে বিস্তারিত বলা আছে। তবে ভালো হয় তুমি নিজে দেখে শুনে পুরণ করলে। ফর্ম পূরণের সময় বাবা-মা অথবা বড় কারও সাহায্য নিতে পারো। বন্ধুদের সাথে ফর্ম পূরণ করে একসাথে অনলাইনে সাবমিট করতে পারো। এর ফলে পরীক্ষা হলে আশেপাশে পরিচিত মুখ দেখতে পাবে। তবে পরীক্ষা হলে দেখাদেখি বা কথা বলতে পারবে না।
নটরডেম কলেজে পরীক্ষার সম্পূর্ণ প্রক্রিয়া কেমন হয়?
– এই ভর্তি পরীক্ষাটার দুইটা অংশ-
.
১। লিখিত এবং
২। মৌখিক
.
লিখিত পরীক্ষার সময়কাল ৩০ মিনিট। এই ৩০ মিনিট সময়ে প্রশ্নপত্রের সকল প্রশ্নের উত্তর দিতে হবে। তবে দেখাদেখির চেষ্টা না করাই ভাল। লিখিত পরীক্ষা শেষ হবার পরপরই মৌখিক পরীক্ষা হবে। সেখানে খুব সাধারণ কিছু প্রশ্ন করা হয়। একটা প্রশ্ন সবাইকেই করা হবে – “তুমি এই কলেজে কেন পড়তে চাও?” উত্তরে সত্য কথাটাই বলবে। উত্তরে বলতে পারো – তোমার নিজের ইচ্ছা আছে এবং সেই সাথে বাবা-মার ইচ্ছা আছে। এই কলেজটিতে কোন প্রকার রাজনৈতিক কর্মকাণ্ড নেই এবং শিক্ষার মান অনেক ভাল বলে ইচ্ছাটা আরও বেশি। পরিবারে এই কলেজের কোন শিক্ষার্থী থাকলে তার নাম উল্লেখ করে দিতে পারো।নটরডেম কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির লিখিত ও মৌখিক পরীক্ষার সাজেশন দেখে নাও এখান থেকে
নটরডেম কলেজে কেমন ড্রেসআপে যেতে হবে? ফর্মাল ড্রেস কি আবশ্যিক?
ফর্মাল ড্রেসে যেতে চাইলে যেতে পারো। সেটা খুবই ভাল; কিন্তু আবশ্যিক নয়। সাধারণ গেটআপেও যেতে পারো। খুব সাধারণ বলতে শার্ট আর এক রঙের চার পকেটের প্যান্ট পড়তে পারো। তবে জিন্স না পড়াটাই ভাল। পাঞ্জাবি পড়ে পরীক্ষা দিয়েও চান্স পাচ্ছে এখানে। অনেকের মিশনারী কলেজ। ইয়ে ভুল ধারণা থাকে যে তারা মাদ্রাসার ছাত্রদের প্রেফার করে না। এখানের শিক্ষকরা তোমার নার্ভ, আচরণ দেখে, ধর্মের পাল্লায় বিচার করা হয় না। যখন কলেজের নির্দিষ্ট ইউনিফর্ম ছিল না তখন দেশের সর্বোচ্চ সংখ্যক পাঞ্জাবী পড়া শিক্ষার্থী এখানে পড়ত। তো যারা বলে বেড়ায়, নটর ডেম মাদ্রাসার ছাত্রদের প্রেফার করে না, তাদের কথায় কান দিয়ো না।
সহজ কথায়, ভদ্র এবং মার্জিতভাবে যেতে হবে। চুল, নখ ছোট রাখতে ভুলো না।
পড়ার মত জুতা না থাকলে স্যান্ডেল পড়েও যেতে পারো। স্পঞ্জের স্যান্ডেল পড়েও চান্স পেয়েছে এমন উদাহরণও অনেক আছে। সত্যি কথা হল, স্মার্টনেস কাপড়ে থাকলেই হবে না ভেতরেও থাকতে হবে। শার্টের বুকের বোতাম লাগান না লাগানো নিয়ে অনেকের অনেক রকম প্রশ্ন থাকে। ভদ্রতা হল বুকের বোতাম লাগিয়ে যাওয়া। এ ব্যাপারে পরামর্শ থাকবে- ব্যতিক্রম হবার চেষ্টা করো না, এটা বুদ্ধিমানের কাজ হবে না।
অনেকে নিজেকে বেশি সহজ সরল সাজানোর জন্য কলারের বোতাম লাগিয়ে যায়। এটার তেমন প্রয়োজন নেই। কলারের বোতাম খুলে যাবে