📣চলছে প্রো-অফার!!! ইশিখন.কম দিচ্ছে সকল অনলাইন-অফলাইন কোর্সে সর্বোচ্চ ৬০% পর্যন্ত ছাড়! বিস্তারিত

Pay with:

নগদ-প্রবাহ-বিবরণী – এইচএসসি-হিসাববিজ্ঞান ২য়পত্র-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 118

নগদ-প্রবাহ-বিবরণী – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ২য়পত্র-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 118

1171. প্রকৃত নগদ নির্ণয়ের জন্য মাহিন লিমিটেড – এর করণীয় কী?

  1. অবচয়ের টাকা নিট আর্ন থেকে বিয়োগ করতে হবে
  2. অবচয়ের টাকা নিট আয়ের সাথে যোগ করতে হবে
  3. অবচয়ের টাকা কোথাও সমন্বয় করতে হবে না
  4. সবগুলোই ঠিক

1172. FASB-এর ৯৫ নং বিবরণী ও 1AS-7 অনুযায়ী নগদ প্রবাহ বিবরণীকে কয় ভাগে ভাগ করা যায়?

  1. দুই ভাগে
  2. তিন ভাগে
  3. চার ভাগে
  4. পাঁচ ভাগে

1173. ‘রয়্যালিটি ও ফিস’ নগদ অর্থের আগমনের কোন কার্যাবলির অন্তর্ভুক্ত?

  1. পরিচালন কার্যাবলি
  2. বিনিয়োগ কার্যাবলি
  3. অর্থসংস্থান কার্যাবলি
  4. অর্থায়ন কার্যাবলি

1174. নগদ প্রবাহ বিবরণীর কার্যক্রমগুলো হলো –

  1. নগদ অবস্থা জানা যায়
  2. ভবিষ্যৎ নগদ অবস্থা অনুমান করা যায়
  3. প্রতিষ্ঠানের তারল্য চিত্র পাওয়া যায়

1175. নগদ প্রবাহ প্রস্তুত করা হয় আন্তর্জাতিক হিসাব মান 1AS –

  1. ১ অনুসারে
  2. ৫ অনুসারে
  3. ৭ অনুসারে
  4. ১৩ অনুসারে

1176. বিক্রয় ২,০০,০০০ টাকা, ভূমি বিক্রয় ৫,০০,০০০ টাকা, ইকুইপমেন্ট ক্রয় ৩,৫০,০০০ টাকা, প্রতিটি ১০ টাকা দরে ১,০০,০০০ শেয়ার ইস্যু।অর্থায়ন কার্যক্রমে নগদ প্রবাহ কত?

  1. ৭০০০০০ টাকা
  2. ১০০০০০০ টাকা
  3. ৫০০০০০ টাকা
  4. ১০০০০০ টাকা

1177. বিনিয়োগ কার্যক্রমে নিট নগদের পরিমাণ কত?

  1. ৫০০০০০ টাকা
  2. ২০০০০০ টাকা
  3. ১৫০০০০ টাকা
  4. ১০০০০০ টাকা

1178. অর্থায়ন কার্যাবলিতে কোন দফা যোগ করতে হয়?

  1. সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে নগদ গ্রহণ
  2. ঋণকৃত অর্থ পুনঃপরিশোধ
  3. লভ্যাংশ পরিশোধ

1179. বাংলাদেশে কোন ধরনের কোম্পানির ক্ষেত্রে নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত বাধ্যতামূলক করা হয়েছে?

  1. প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে
  2. রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানির ক্ষেত্রে
  3. স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে
  4. স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত নয় এরূপ পাবলিক লি. কোম্পানির ক্ষেত্রে

1180. আকিব এন্ড কোং ২০১২ সালের ৩১ ডিসেম্বর তারিখে তার প্রথম বছরের ব্যবসায়িক কার্যক্রম শেষ করেছিল। তাদের প্রাথমিক আর্ন বিবরণী প্রদর্শন করা হলো। আকিব এন্ড কোং – এর আর্ন ছিল ২,৯২,০০০ টাকা এবং পরিচালন খরচ ছিল ৮৮,০০০ টাকা। প্রাপ্য হিসাব এবং প্রদেয় হিসাবের বছর শেষে জের ছিল যথাক্রমে ৭০,০০০ টাকা এবং ৩৩,০০০ টাকা। ধরে নাও, প্রদেয় হিসাব পরিচালনা খরচের সাথে সম্পর্কযুক্ত। আয়কর উপেক্ষা কর।আকিব এন্ড কোং-এর ২০১২ সালের ১ জানুয়ারি তারিখে দেনাদার/প্রাপ্য হিসাব এবং পাওনাদার/প্রদে;য় হিসাব-এর পরিমাণ কত ছিল?

  1. শূন্য
  2. ৭০০০০ টাকা
  3. ২৭০০০০ টাকা
  4. ৩৭০০০০ টাকা

আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।

   
   

0 responses on "নগদ-প্রবাহ-বিবরণী - এইচএসসি-হিসাববিজ্ঞান ২য়পত্র-3 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 118"

Leave a Message

Address

151/7, level-4, Goodluck Center, (Opposite SIBL Foundation Hospital), Panthapath Signal, Green Road, Dhanmondi, Dhaka-1205.

Phone: 09639399399 / 01948858258


DMCA.com Protection Status

Certificate Code

সবশেষ ৫টি রিভিউ

eShikhon Community
top
© eShikhon.com 2015-2024. All Right Reserved