নগদ-প্রবাহ-বিবরণী – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ২য়পত্র-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 117
1161. ক্রেতার কাছ থেকে নগদ প্রাপ্তির পরিমাণ কত?
- ৩৩০০০ টাকা
- ৭০০০০ টাকা
- ২২২০০০ টাকা
- ২৯২০০০ টাকা
1162. ইউরো কোম্পানি লি. FASB ও 1AS অনুযায়ী তাপের আর্থিক অবস্তার বিবরণী প্রস্তুত করে থাকে এবং তারা প্রতিষ্ঠানের নগদ অর্থের আগমন ও বহির্গমনের হিসাব রাখে। ফলে তার প্রতিষ্ঠানের ভবিষ্যৎ নিট নগদ প্রবাহের সামর্থ্য, দায় পরিশোধের ক্ষমতা, লভ্যাংশ প্রদানের সামর্থ্য ইত্যাদি যাচাই করতে পারে, যেটি প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনে সহায়তা করে।ইউরো কোম্পানি লি. কীভাবে তার ভবিষ্যত নগদ প্রবাহের সামর্থ্য যাচাই করে থাকে?
- নগদ প্রবাহ বিবরণী তৈরি করে
- আর্থিক অবস্থার বিবরণী তৈরি করে
- বিশদ আর্ন বিবরণী তৈরি করে
- রক্ষিত আর্ন বিবরণী তৈরি করে
1163. নগদ প্রবাহ বিবরণীর অংশ কয়টি?
- দুইটি অংশ
- তিনটি অংশ
- চারটি অংশ
- পাঁচটি অংশ
1164. সমাপনী� সংরক্ষিত আয়+লভ্যাংশ-প্রারম্ভিক সংরক্ষিত আর্ন দ্বারা কী বোঝানো হয়?
- নগদ বৃদ্ধি
- নগদ হ্রাস
- মোট লাভ
- নিট লাভ
1165. কোন কার্যাবলী হতে আগত নগদ প্রবাহকে সবচেয়ে উৎকৃষ্ট নগদ প্রাপ্তি বলা হয়?
- পরিচালন কার্যাবলি
- বিনিয়োগ কার্যাবলি
- অর্থায়ন কার্যাবলি
- বাণিজ্যিক কার্যাবলি
1166. কোথায় তারল্যের অবস্থার মূল্যায়ন করা হয়?
- নগদ প্রবাহ বিবরণীতে
- আয় বিবরণীতে
- নগদ প্রাপ্তি ও প্রদান হিসাবে
- ব্যাংক সমন্বয় বিবরণীতে
1167. কোথায় প্রত্যেকটি কার্যাবলির মোট নগদ আগম ও নির্গমন পৃথকভাবে উপস্থাপন করা হয়?
- প্রত্যক্ষ পদ্ধতিতে
- পরোক্ষ পদ্ধতিতে
- মোট পদ্ধতিতে
- মিশ্র পদ্ধতিতে
1168. শেয়ার ঋণপত্র ক্রয়-বিক্রয় কোথায় অন্তর্ভুক্ত হয়?
- পরিচালন কার্যাবলিতে
- বিনিয়োগ কার্যাবলিতে
- অর্থায়ন কার্যাবলিতে
- বাণিজ্যিক কার্যাবলিতে
1169. মাহিন লিমিটেডের ২,৫০,০০০ টাকার আসবাবপত্র ছিল। যার ওপর অবচয় ধার্য করা হয় ১০%।‘অবচয়’ আর্ন বিবরণীতে কোন অংশে প্রদর্শিত হয়?
- ডেবিট পার্শ্বে
- ক্রেডিট পার্শ্বে
- পৃথক আকারে
- প্রদর্শিত হয় না
1170. ‘অবচয়’ নিট আয়ের ওপর কীরূপ প্রভাব ফেলে?
- নিট আর্ন হ্রাস পায়
- নিট আর্ন বৃদ্ধি পায়
- নিট আয়ের পরিমাণ সমান থাকে
- কোনো প্রভাব ফেলে না
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "নগদ-প্রবাহ-বিবরণী - এইচএসসি-হিসাববিজ্ঞান ২য়পত্র-3 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 117"