এসএসসি হিসাববিজ্ঞান মডেল টেস্ট – 125
1241. কোনটি নগদ প্রাপ্তি জাবেদায় লিপিবদ্ধ হবে?
- নগদে পণ্য ক্রয়
- নগদে পণ্য বিক্রয়
- পাওনাদারকে পরিশোধ
- বাকিতে ক্রয়
1242. কীসের মাধ্যমে লেনদেনের নিষ্পত্তি অধিক নিরাপদ?
- নগদে
- ব্যাংকের
- স্ব-শরীরে
- বিলের মাধ্যমে
1243. একঘরা নগদান বইতে বাট্টা প্রদান ও বাট্টা প্রাপ্তি কোন দিকে লিপিবদ্ধ করা হয়?
- ডেবিট দিকে
- ক্রেডিট দিকে
- বহির্ভূত থাকবে
- উভয় দিকে
1244. প্রারম্ভিক নগদ তহবিল বা উদ্বৃত্ত নগদান বইয়ের কোথায় লেখা হয়?
- ডেবিট দিকের শেষে
- ক্রেডিট দিকে
- একেবারে শেষে
- ডেবিট দিকের শুরুতে
1245. উপভাড়াটিয়ার নিকট হতে প্রাপ্তি ২,০০০ টাকা। নগদান বইতে ডেবিট দিকে কোন হিসাব লেখা হবে?
- ডেবিট দিকে নগদ কলাম
- উপভাড়া হিসাব
- ভাড়া হিসাব
- ভাড়াটিয়া হিসাব
1246. জামানের নিকট ৪,০০০ টাকা পাওনার পূর্ণ নিষ্পত্তিতে ৩,৮০০ টাকা প্রাপ্তি। নগদ প্রাপ্তি জাবেদায় দেনাদার কীভাবে লিপিবদ্ধ করতে হবে?
- দেনাদার ক্রেডিট ৪০০০ টাকা
- দেনাদার ডেবিট ৩৮০০ টাকা
- দেনাদার ক্রেডিট ৩৮০০ টাকা দেনাদার ডেবিট ৪০০০ টাকা
- ৮০০ টাকা দেনাদার ডেবিট ৪০০০ টাকা ৮০০ টাকা দেনাদার ডেবিট ৪০০০ টাকা
1247. একটি নির্দিষ্ট দিনে ব্যবসায়ে কত টাকা আছে তা কোনটি দেখে জানা যায়?
- খতিয়ান বই
- জাবেদা বই
- রেওয়ামিল
- নগদান বই
1248. কন্ট্রা এন্ট্রি লেখা হয় –
- একঘরা নগদান বইতে
- দুইঘরা নগদান বইতে
- তিনঘরা নগদান বইতে
- চারঘরা নগদান বইতে
B,C
1249. পণ্য বিক্রয় বা পাওনা আদায় বাবদ প্রতিষ্ঠান চেক পেলে তা কী হিসাবে গণ্য হবে?
- বাহক চেক
- খোলা চেক
- দাগকাটা চেক
- হুকুম চেক
1250. ব্যাংক কর্তৃক ব্যবসায়ের পাস বইয়ের উদ্বৃত্ত নির্ণয়ে ভুল হলে তা নিরীক্ষণে কোনটি প্রয়োজন?
- নগদান বইয়ের ব্যাংক উদ্বৃত্ত
- নগদ প্রদান বইয়ের যোগফল
- নগদ প্রাপ্তি বইয়ের যোগফল
- নগদান হিসাবের যোগফল
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আরো দেখুনঃ
এসএসসি সাধারণ বিজ্ঞান মডেল টেস্ট
এসএসসি Finance Banking মডেল টেস্ট
এসএসসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মডেল টেস্ট
0 responses on ""নগদান বই" এসএসসি হিসাববিজ্ঞান মডেল টেস্ট অনুশীলন - 125"