এসএসসি হিসাববিজ্ঞান মডেল টেস্ট – 131
1301. প্রাপ্ত চেক ব্যাংকে জমা দিলে কীভাবে লেখা হয়?
- ব্যাংক হিসাব ডেবিট হবে
- ব্যাংক হিসাব ক্রেডিট হবে
- নগদান হিসাব ডেবিট হবে
- কন্ট্রা হবে
1302. একঘরা নগদান বই ক্রমশ হ্রাস পাওয়ার কারণ কোনটি?
- ব্যবসায়ের লেনদেন বৃদ্ধি
- ব্যাংকের মাধ্যমে লেনদেন অধিক নিরাপদ
- ব্যাংকের সংখ্যা প্রতিদিন বৃদ্ধি
- খুচরা ক্রয় বিক্রয় কমে যাওয়া
1303. দুইঘরা নগদান বইয়ের মাধ্যমে জানা যায় –
- নগদ প্রাপ্তি ও প্রদান
- প্রাপ্ত বাট্টা ও প্রদত্ত বাট্টা
- ব্যাংক উদ্বৃত্ত
- কোনটিই নয়
A,C
1304. কোনো কোনো প্রতিষ্ঠানে নগদান বইকে কী বলা হয়?
- লেনদেন বই
- দৈনিক ক্রয়ের বই
- দৈনিক বিক্রয় বই
- জমা-খরচ বই
1305. কোন ধরনের চেক অন্য কাউকে হস্তান্তর করা অসম্ভব?
- বাহক চেক
- দাগকাটা চেক
- খোলা চেক
- নগদ চেক
1306. জনাব মাহমুদ নগদে ও চেকে যথাক্রমে ২,০০০ টাকা ও ৪,০০০ টাকার মাল বিক্রয় করেন। দুইঘরা নগদান বইতে কোথায় দাখিলা হবে?
- ডেবিট দিকে নগদ কলামে ২০০০ টাকা এবং ব্যাংক কলামে ৪০০০ টাকা
- ডেবিট দিকে নগদ কলামে ৬০০০ টাকা ডেবিট পাশে ব্যাংক কলামে ৬০০০ টাকা
- ডেবিট দিকে নগদ কলামে ২০০০ টাকা ডেবিট পাশে ব্যাংক কলামে ৬০০০ টাকা
- ডেবিট দিকে নগদ কলামে ২০০০ টাকা ক্রেডিট দিকে ২০০০ টাকা
1307. কোন নগদান বইতে ব্যাংক ও বাট্টা সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করা হয়?
- একঘরা নগদান বহি
- দুঘরা নগদান বহি
- তিনঘরা নগদান বহি
- খুচরা নগদান বহি
1308. প্রাপ্ত চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছিল ৭,০০০ টাকা, যেটি প্রত্যাখ্যাত হয়েছে। তিনঘরা নগদান বইয়ে এটি কীভাবে লিপিবদ্ধ হবে?
- ক্রেডিট দিকের ব্যাংক ঘরে ৫০০০ টাকা ডেবিট দিকে ব্যাংক ঘরে ৭০০০ টাকা
- ক্রেডিট দিকে নগদের ঘরে ৭০০০ টাকা ডেবিট দিকে নগদের ঘরে ৭০০০ টাকা
- ক্রেডিট দিকে নগদের ঘরে ৫০০০ টাকা ডেবিট দিকে নগদের ঘরে ৫০০০ টাকা
- ক্রেডিট দিকে নগদের ঘরে ৫০০০ টাকা ডেবিট দিকে নগদের ঘরে ৭০০০ টাকা
1309. প্রারম্ভিক জমাতিরিক্ত নগদান বইয়ের কোন দিকে লেখা হয়?
- ডেবিট দিকে নগদ কলামে
- ক্রেডিট দিকে নগদ কলামে
- ক্রেডিট দিকে ব্যাংক কলামে
- ডেবিট দিকে ব্যাংক কলামে
1310. জমাকৃত চেক প্রত্যাখ্যাত হলে নগদান বইতে কোনটিকে ক্রেডিট করতে হবে?
- জসিমকে
- নগদানকে
- ব্যাংককে
- সংশ্লিষ্ট পক্ষকে
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on ""নগদান বই" এসএসসি হিসাববিজ্ঞান মডেল টেস্ট অনুশীলন - 131"