এসএসসি হিসাববিজ্ঞান মডেল টেস্ট অনুশীলন – 130
1291. বাট্টা প্রদান করে কে?
- ক্রেতা
- বিক্রেতা
- মালিক
- ক্রেতা ও বিক্রেতা
1292. কোনটিকে আমানতকারীর ব্যাংক হিসাবের প্রতিচ্ছবি বলা হয়?
- জমা রশিদ
- স্থায়ী আমানত
- চলতি আমানত
- পাস বই
1293. কোনটি দুইঘরা নগদান বইয়ে দেখানো হয়?
- নগদ বাট্টা
- ক্রয় বাট্টা
- কারবারী বাট্টা
- ব্যাংক জমা
1294. আমানতের উপর ব্যাংক সুদ প্রদান করলে কী হয়?
- তা অবশ্যই নগদ অর্থে পরিশোধ করে
- প্রতিষ্ঠানের নগদান হিসাব বৃদ্ধি পায়
- প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব হ্রাস পায়
- প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব বৃদ্ধি পায়
1295. কাশেম ইস্পাত কোম্পানি নগদ ১০ লক্ষ এবং ৩০ লক্ষ টাকার কাঁচামাল নিয়ে ব্যবসায় আরম্ভ করে। ব্যাংকে জমা রাখে ৫ লক্ষ টাকা। প্রতিষ্ঠানটি ৫% নগদ বাট্টায় ইস্পাত বিক্রি করে। উক্ত প্রতিষ্ঠানের জন্য কোন ধরনের নগদান বই উপযুক্ত?
- একঘরা
- দুইঘরা
- তিনঘরা
- খুচরা নগদান
1296. নগদান বই হিসাবচক্রের মধ্যে না পড়ার কারণ কী?
- এর সকল বৈশিষ্ট্য জাবেদা ও খতিয়ান স্তরে আছে
- এর মাধ্যমে হিসাবের কোন গুরুত্বপূর্ণ কাজ করা যায় না
- নগদান বই সংক্রান্ত কোন হিসাব প্রতিষ্ঠানে থাকে না
- নগদান বই চক্রের উপাদান হলে চক্রটি বড় হয়ে যাবে
1297. নগদ অর্থ আগমন ও নির্গমন হিসাবভুক্ত রাখার জন্য কোনটি সংরক্ষণ করা আবশ্যক?
- রেওয়ামিল
- জাবেদা বই
- নগদান বই
- আর্থিক বিবরণী
1298. তিনঘরা নগদান বইতে কোন ধরনের লেনদেনের জের টানার দরকার নেই?
- ব্যাংক সংক্রান্ত
- নগদ সংক্রান্ত
- বাট্টা সংক্রান্ত
- নগদ ও ব্যাংক সংক্রান্ত
1299. নগদ প্রাপ্তি জাবেদায় কোন হিসাব খাতসমূহ হিসাবভুক্ত করা হয়?
- ডেবিট
- ক্রেডিট
- ডেবিট ও ক্রেডিট
- ক্রয় হিসাব
1300. তিনঘরা নগদান বই – এ টাকার ঘর কয়টি?
- তিনটি
- চারটি
- পাঁচটি
- ছয়টি
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আরো দেখুনঃ
0 responses on ""নগদান বই" এসএসসি হিসাববিজ্ঞান মডেল টেস্ট অনুশীলন - 130"