“নগদান বই” এসএসসি হিসাববিজ্ঞান মডেল টেস্ট অনুশীলন – 126
1251. নগদ বাট্টার উদ্ভব হয় কখন?
- নগদে প্রাপ্তি ঘটলে
- নগদে দেনা-পাওনা পরিশোধ করলে
- ধারে পণ্য ক্রয়-বিক্রয় করলে
- নগদে পণ্য ক্রয়-বিক্রয় করলে
1252. বিপরীত দাখিলা দ্বারা প্রভাবিত হয় –
- বাট্টা হিসাব
- নগদান হিসাব
- ব্যাংক হিসাব
- উপরের সবগুলো
B,C
1253. আমানতকারীর ব্যাংক হিসাবে লেনদেনের পূর্ণ বিবরণ উল্লেখ করে ব্যাংক যে বিবরণী প্রস্তুত করে তাকে কী বলা হয়?
- ব্যাংক সমন্বয়
- ব্যাংক বিবরণী
- ব্যাংক উদ্বৃত্ত
- ব্যাংক হিসাব
1254. প্রতিষ্ঠানকে প্রদত্ত চেক কখনোই –
- বাহক চেক হয় না
- খোলা চেক হয় না
- দাগকাটা চেক হয় না
- ক ও গ
A,B
1255. নগদ প্রাপ্তি ও প্রদান জাবেদা প্রস্তুতের মাধ্যমে জানা যায় –
- মোট নগদে প্রাপ্তির পরিমাণ
- মোট নগদে প্রদানের পরিমাণ
- মোট ব্যাংক জমাতিরিক্ত
- উপরের সবগুলো
A,B
1256. বাহক চেক পেয়ে সেদিনই ব্যাংকে জমা না দিলে কী হবে?
- ব্যাংক হিসাব ডেবিট হবে
- নগদান হিসাব ডেবিট হবে
- ব্যাংক হিসাব ক্রেডিট হবে
- চেক হিসাব ক্রেডিট হবে
1257. অফিসের জন্য ১০,০০০ টাকা উত্তোলন, পথে ১,০০০ টাকা হারিয়ে গেলে নগদান হিসাবে কত লিখতে হবে?
- ১০০০ টাকা
- ৯০০০ টাকা
- ১০০০০ টাকা
- ১১০০০ টাকা
1258. ব্যাংক হিসাবের ক্রেডিট দিকের যোগফল ৫০,০০০ টাকা ও ডেবিট দিকের যোগফল ৩৫,০০০ টাকা হলে –
- ব্যাংক জমাতিরিক্ত ১৫০০০ টাকা ডেবিট দিকে ব্যাংক কলামে ব্যালেন্স সি/ডি ১৫
- ০০০ টাকা হয় ব্যাংক জমার উদ্বৃত্ত ১৫০০০ টাকা হয়
- ০০০ টাকা হয়
- কোনটিই নয়
A,B
1259. ব্যাংকে জমাকৃত অর্থের পরিমাণ বৃদ্ধি পেলে দুইঘরা নগদান বইতে কীভাবে লিপিবদ্ধ হবে?
- ডেবিট দিকে নগদ কলামে
- ডেবিট দিকে ব্যাংক কলামে
- ক্রেডিট দিকে নগদ কলামে
- ক্রেডিট দিকে ব্যাংক কলামে
1260. ধারে বিক্রিত পণ্যের অর্থ দ্রুত আদায়ের জন্য বিক্রেতা ক্রেতাকে কোনটি প্রদান করে?
- প্রাপ্ত বাট্টা
- কারবারি বাট্টা
- প্রদত্ত বাট্টা
- প্রদেয় বাট্টা
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আরো দেখুনঃ
এসএসসি পদার্থ বিজ্ঞান মডেল টেস্ট
এসএসসি বাংলাদেশের ইতিহাস মডেল টেস্ট
এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচিতি মডেল টেস্ট
0 responses on ""নগদান বই" এসএসসি হিসাববিজ্ঞান মডেল টেস্ট অনুশীলন - 126"