ধ্বনি-ও-বর্ণ – জেএসসি-বাংলা-2-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 429
4281. যে ধ্বনি অন্য ধ্বনির সাহায্য ছাড়া নিজেই সম্পূর্ণরূপে উচ্চারিত হয় এবং যাকে আশ্রয় করে অন্য ধ্বনির সৃজন হয় তাকে বলে –
- স্বরধ্বনি
- ব্যঞ্জনধ্বনি
- যৌগিক ধ্বনি
- মৌলিক ধ্বনি
4282. স্বরধ্বনির লিখিত প্রতীক বা চিহ্নকে বলে-
- স্বররব
- স্বরবর্ণ
- স্বরস্বর
- ব্যঞ্জনবর্ণ
4283. গঠন বিচারে স্বরধ্বনিকে কয়ভাগে ভাগ করা যায়?
- দুইভাগে
- তিনভাগে
- চারভাগে
- পাঁচভাগে
4284. ‘শ্মশান’ এর শুদ্ধ উচ্চারণ কোনটি?
- শঁশান্
- শসান্
- শোশান্
- শোসান্
4285. ‘দ্বিত’ এর শুদ্ধ উচ্চারণ কোনটি?
- দিততো
- দিততোঁ
- দিতত
- দিততঁ
4286. নিচের কোন শব্দের ‘অ বর্ণের উচ্চারণ বিকৃত?
- গয়না
- মৌন
- জঞ্জাল
- ঘর
4287. মৌলিক স্বরধ্বনি কোনটি?
- উ
- ঊ
- ঐ
- ঔ
4288. ‘প’ বর্গীয় ধ্বনিগুলোর উচ্চারণ স্থান অনুযায়ী নাম কী?
- কন্ঠ্য ধ্বনি
- তালব্য ধ্বনি
- মূর্ধন্য ধ্বনি
- ওষ্ঠ্য ধ্বনি
4289. উচ্চারণ স্থান অনুযায়ী কোনগুলো তালব্য বর্ণ?
- ক খ গ
- চ ছ ঝ
- ট
4290. ধ্বনি উচ্চারণের উৎস কোনটি?
- কণ্ঠ
- শ্বাসনালী
- স্বরতন্ত্রী
- ফুসফুস
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "ধ্বনি-ও-বর্ণ - জেএসসি-বাংলা-2-2 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 429"