ধ্বনি-ও-বর্ণ – জেএসসি-বাংলা-2-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 425
ধ্বনি ও বর্ণ | 4243. ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে?
- কার
- ফলা
- হলন্ত বর্ণ
- সংবৃত
4244. নিচের কোনটিতে শব্দের মাঝে স্বরবর্ণের পূর্ণরূপ রয়েছে?
- উকিল
- বাউল
- মৌসুমি
- পৃথিবী
4245. যৌগিক স্বরধ্বনির প্রতীক কোনটি?
- ঔ
- ঋ
- ঈ
- অ
4246. স্বরবর্ণের প্রাথমিক রূপ কাকে বলে?
- স্বরবর্ণের স্বাধীন ব্যবহারকে
- শব্দের আদিতে স্বরবর্ণের ব্যবহারকে
- সংক্ষিপ্ত আকারে স্বরবর্ণের ব্যবহারকে
- যুগ্ম-স্বরধ্বনির ব্যবহারকে
4247. বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি?
- ৭টি
- ৮টি
- ৯টি
- ১০টি
4248. ‘ম’ অনুচ্চারিত থাকে কোন শব্দে –
- স্মার্ট
- স্মৃতি
- স্মিত
- স্মাইল
4249. স্বরবর্ণের লিখিত রূপ কয়টি?
- ২টি
- ৩টি
- ৪টি
- ৫টি
4250. কোনগুলো কন্ঠ্য ধ্বনি?
- চ ছ জ ঝ ঞ
- ক
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আমাদের অন্যান্য সেবাঃ
ডোমেইন হোস্টিংঃ http://hostbelt.com
0 responses on "ধ্বনি ও বর্ণ - জেএসসি বাংলা - 2 - 2 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 425"