দেশপ্রেম-ও-জাতীয়তা – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-পৌরনীতি-1-10 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 892
8911. দেশপ্রেম হচ্ছে-
- মাতৃভূমির প্রতি মমত্ববোধ
- মাতৃভূমির প্রতি ভালোবাসা
- মাতৃভূমির প্রতি দায়িত্বশীলতা
A,B
8912. মুসোলিনী কোন দেশের শাসক?
- ইতালি
- জার্মানি
- গ্রিস
- ফ্রান্স
8913. কোন অর্থে- জাতীয়তা হচ্ছে সেই জনসমষ্টি যেটি জম্ন ন্সূত্রে ঐক্যবদ্ধ?
- শাব্দিক অর্থে
- বুৎপত্তিগত অর্থে
- সংকীর্ণ অর্থে
- সীমাবদ্ধ অর্থে
8914. নিচের কোনটি ক্ষুদ্র নৃগোষ্ঠী নয়?
- চাকমা
- বৌদ্ধ
- মারমা
- গারো
8915. এক মার্কিন গবেষক দেশপ্রেম সর্ম্পকে যে ধারণা দিয়েছিল তাহলো-
- দেশপ্রেম সমাজ এবঙ রাষ্ট্রের উন্নয়ন কাজ করতে শক্তি যোগায়
- দেশপ্রেম মানুষকে প্রকৃত ভালোবাসতে শেখায়
- দেশপ্রেম অন্যের বিপদকে নিজের মনে করতে শেখায়
A,B,C
8916. বাংলাদেমের সংবিধানে ‘বাঙালি জাতীয়তা নির্ধারিত হয় কত সালে?জ
- 1974
- 1975
- 1976
- 1977
8917. ফরাসি বিপ্লব ঘটায় কারা?
- রাজা
- অভিজাতশ্রেণি
- চার্চ
- জনগণ
8918. জাতি হচ্ছে-
- ধর্মের বন্ধন
- ভাষার বন্ধন
- সাংস্কৃতিক বন্ধন
A,B,C
8919. নিচের কোনটি বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি নয়?
- ভাষাগত ঐক্য
- মুক্তিযুদ্ধ
- সাংস্কৃতিক ঐক্য
- প্রবৃদ্ধি
8920. একটি জাতীয়তা ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা অর্জনের মাধ্যমে জাতিকে পরিণত হয়। বলেছেন-
- হায়েস
- রেঁনাস
- বেন্থাম
- ম্যাকইভার
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "দেশপ্রেম-ও-জাতীয়তা - এইচএসসি-পৌরনীতি-1-10 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 892"