দেশপ্রেম-ও-জাতীয়তা – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-পৌরনীতি-1-10 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 894
8931. অধ্যাপক জিম্মার্ন জাতীয়তার সংজ্ঞার কোন এটিকে প্রাধান্য দিয়েছেন?
- মানসিক সত্তা
- নির্দিষ্ট ভূখন্ড
- ঐক্যের অনুভূতি
- একই ভাষা
8932. ৫ম সংশোধনী বাতিল হয় কত সালে?
- 2003
- 2004
- 2005
- 2006
8933. জাতীয়তাবাদী চেতনার ফসল কী?
- জাতীয়তা
- জাতি
- উপজাতি
- গোষ্ঠী
8934. জাতীয়তার ধারনা হলো মূলত ভাবগত’-উক্তিটি কার?
- লর্ড ব্রাইস
- ম্যাকাইভার
- রেঁনান
- অধ্যাপক জিম্মার্ন
8935. জাতীয়তাবাদী মূলত এক ধরণের মানসিকতা, কিন্তু জাতি-
- বাস্তব সত্তা
- বিমূর্ত ধারণা
- রাজনৈতিক গংগঠন গড়ে তোলে
B,C
8936. ধর্ম, ভাষা, সংস্কৃতির ক্ষেত্রে ঐক্যবদ্ধ মানুষই গঠন করে কী?
- সমাজ
- ভুখন্ড
- জাতি
- দেশপ্রেম
8937. রুশনীর বাড়ি খুলনায়্ সে বাংলা ভাষায় কথা বলে। তার দেশের অন্যান্য মানুষের ভাষাও বাংলা। ভাষা আন্দোলন, ৬ দফা আন্দোলন, মুক্তিযুদ্ধে রুশনীর দেশের মানুষেল গর্ব। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ রুশনীর দেশের মানুষ নিজেদেররেক অন্য জাতি থেকে পৃথক করে দেখেন।উদ্দীপকে রুশনীর দেশের জাতীয়তার অন্যতম উপাদান হলো-
- ধর্মীয় ঐক্য
- বংশগত ঐক্য
- ইতিহাস ও ঐতিহ্যর ঐক্য
- অর্থনৈতিক ঐক্য
8938. উক্ত উপাদান-
- জাতীয় ঐক্য সৃষ্টি করে
- জাতিকে পথ দেখায়
- জাতিকে একই ভুখন্ডে বসবাসে উদ্বুদ্ধ করে
A,C
8939. দার্শনিক ফিকৃটে কোন দেশের অধিবাসী ছিলেন?
- ইতালি
- গ্রিস
- জার্মানি
- ফ্রান্স
8940. জাতীয়তাবাদের আদর্শ-
- মহান
- মারাত্মক
- উন্নত
B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "দেশপ্রেম-ও-জাতীয়তা - এইচএসসি-পৌরনীতি-1-10 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 894"