“দুতরফা দাখিলা পদ্ধতি” এসএসসি হিসাববিজ্ঞান মডেল টেস্ট অনুশীলন – 71

অণুজীব

“দুতরফা দাখিলা পদ্ধতি” এসএসসি হিসাববিজ্ঞান মডেল টেস্ট অনুশীলন

এসএসসি হিসাববিজ্ঞান মডেল টেস্ট – 71

701. আসবাবপত্র ক্রয়ের ফলে আসবাবপত্র হিসাব ডেবিট হবে কেন?

  1. ব্যয় বৃদ্ধি পাওয়ায়
  2. সম্পদ বৃদ্ধি পাওয়ায়
  3. মালকানাস্বত্ব বৃদ্ধি পাওয়ায়
  4. সম্পদ হ্রাস পাওয়ায়

702. দুতরফা দাখিলা পদ্ধতিতে লেনদেন প্রভাবিত হয়-

  1. একটি হিসাব খাত দ্বারা
  2. দুটি হিসাব খাত দ্বারা
  3. দু তারিখের দুটি হিসাব খাত দ্বারা
  4. কোন হিসাব খাত দ্বারা নয়

703. সম্পদের সাথে দায়ের সম্পর্ক কীরূপ?

  1. সম্পর্কহীন
  2. বিপরীত
  3. সমার্থক
  4. একমুখী

704. মালিকানাস্বত্বে প্রভাব বিস্তারকারী অন্যতম উপাদান হচ্ছে-

  1. দায়
  2. আয়
  3. ব্যয়
  4. উপরের সবগুলো

705. ‘ব্যবসায় প্রতিষ্ঠানের কাজ অনির্দিষ্টকাল চলবে’- এটি কোন নীতির ওপর প্রতিষ্ঠিত?

  1. ব্যবসায়িক সত্তা নীতি
  2. চলমান প্রতিষ্ঠান নীতি
  3. হিসাবকাল ধারণা
  4. দ্বৈতসত্তার নীতি

706. হিসাব পরবর্তী রেওয়ামিল হিসাবচক্রের কততম ধাপ?

  1. ৮ম ধাপ
  2. ৯ম ধাপ
  3. ১০ম ধাপ
  4. ১১তম ধাপ

707. কোন হিসাবটি পরবর্তী হিসাব বৎসরে স্থানান্তরিত হয়?

  1. নামিক
  2. বিনিয়োগের সুদ
  3. ঋণের সুদ
  4. প্রাপ্য সুদ

708. হিসাবের ধারাবাহিকতা রক্ষার মাধ্যম কোনটি?

  1. সংশোধনী দাখিলা
  2. বিপরীত দাখিলা
  3. সমাপনী দাখিলা
  4. প্রারম্ভিক দাখিলা

709. ব্যবসায়ী যেকোনো সময় তাঁর ব্যবসায়ের আর্থিক অবস্থা কীভাবে জানতে পারে?

  1. সুষ্ঠু
  2. সহজ ও সুশৃঙ্খলভাবে হিসাব লিপিবদ্ধ করে সুষ্ঠু ও সহজ সরলভাবে হিসাব লিপিবদ্ধ না করে
  3. নগদ টাকা দেখে
  4. নগদ টাকা এবং বাকি হিসাব দেখে

710. নিচের কোন এটি দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধার সাথে সামঞ্জস্যপূর্ণ?

  1. এটি লেনদেনের পরিপূর্ণ হিসাব
  2. গাণিতিক শুদ্ধতা যাচাই করা যায়
  3. লাভ-লোকসান নির্ণয় করা যায় না
  4. কোনটিই নয়

আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।

আরো দেখুনঃ

এসএসসি বাংলা মডেল টেস্ট

এসএসসি সাধারণ বিজ্ঞান মডেল টেস্ট

এসএসসি বাংলাদেশের ইতিহাস মডেল টেস্ট 

 

 

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline