তাড়িতচৌম্বকীয়-আবেশ-ও-পরিবর্তী-প্রবাহ – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-পদার্থবিজ্ঞান ২য়পত্র-5 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1419
14186. পারস্পরিক আবেশ গুণাঙ্কের মান নির্ভর করে-
- গৌণ কুন্ডলীর পাকসংখ্যার ওপর
- কুন্ডলীদ্বয়ের আপেক্ষিক অবস্থান ও আকারের ওপর
- কুন্ডলীদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের ওপর
14187. আরমেচারের তারের কুন্ডলীর প্রান্তদ্বয় যে দুটি ধাতব আংটার সাথে যুক্ত থাকে,তাদের কী বলা হয়?
- কম্যুটেটর
- ব্রাশ
- শ্যাফট
- স্লিপ রিং
14188. উচ্চধাপী ট্রান্সফরমারের মুখ্য কুন্ডলীর চেয়ে গৌণ কুন্ডলীর পাক সংখ্যা-
- কম থাকে
- বেশি থাকে
- সমান থাকে
- কমও থাকতে পারে
14189. তড়িচ্চুকীয় আবেশের মাধ্যমে বর্তনীতে আবিষ্ট তড়িচ্চাপলক বল সৃষ্টির মূল কারণ কোনটি?
- চৌম্বক ফ্লাক্স
- চৌম্বক বলরেখা
- চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন
- সুস্থিত মানের চৌম্বক ফ্লাক্স
14190. লেঞ্জের সূত্র থেকে কোনটি জানা যায়?
- শুধু আবিষ্ট তড়িচ্চালক বল
- শুধু তড়িৎ প্রবাহর দিক
- শুধু তড়িৎ প্রবাহ
- আবিষ্ট তড়িচ্চালক বল ও তড়িৎ প্রবাহের দিক উভয়ই
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।