তরঙ্গ – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-পদার্থবিজ্ঞান ১মপত্র-9 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1366
13651. স্থির তরঙ্গের সে বিন্দুকে সুস্পন্দ বিন্দু বলা হয় যে সমস্ত বিন্দুতে লব্ধি তরঙ্গের বিস্তার –
- সর্বাধিক
- সর্বনিম্ন
- শূন্য
- অসীম
13652. নিচের কোন ক্ষেত্রে শব্দের তীব্রতা অপরিবর্তিত থাকে?
- অপবর্তন
- ব্যতিচার
- বীট
- অধিকম্প
13653. কোনো মাধ্যমের মধ্য দিয়ে একই তরঙ্গের অগ্রগতির সময় মাধ্যমের কণাগুলো –
- স্থির থাকে
- কম্পিত হয়
- তরঙ্গের সাথে অগ্রসর হয়
- নিজস্ব অবস্থান থেকে সরে যায়
13654. যখন কোনো মাধ্যমে ভিতর দিয়ে একটি সরল ছন্দিত তরঙ্গ প্রবাহিত হয় তখন মাধ্যমে সবগুলো কণা-
- একই বিস্তার এবং কম্পাঙ্ক নিয়ে কাঁপতে থাকে
- সরল ছন্দিত গতিতে গতিশীল থাকে
- সাম্যাবস্থানের এদিকে ওদিকে দোল দিতে থাকে
13655. অনুপ্রস্থ তরঙ্গ হলো –
- পানি তরঙ্গ
- আলোক তরঙ্গ
- শব্দ তরঙ্গ
13656. স্পন্দনের প্রকারভেদ অনুসারে তরঙ্গ কত প্রকার?
- দুই
- তিন
- চার
- পাঁচ
13657. স্থির তরঙ্গের নিস্পন্দ বিন্দুতে কণার বেগ –
- শূন্য
- সর্বাধিক
- সর্বনিম্ন কিন্তু শূন্য নয়
- কোনটিই নয়
13658. পানির তরঙ্গ কী ধরনের তরঙ্গ?
- লম্বিক তরঙ্গ
- আড় তরঙ্গ
- অপবর্তন তরঙ্গ
- তড়িৎ-চুম্বকীয় তরঙ্গ
13659. কোনো তরঙ্গের উপর সমদশা সম্পন্ন কণাগুলোর গতিপথকে বলে-
- তরঙ্গ দৈর্ঘ্য
- কম্পাঙ্ক
- বিস্তার
- তরঙ্গমুখ
13660. বায়ুচালিত বাদ্যযন্ত্রের খোলা বা বন্ধ বায়ুস্তরের মূল সুরের একটি নির্দিষ্ট কম্পাঙ্ক থাকে সেটি নির্ভর করে-
- নলের দৈর্ঘের ওপর
- বায়ুতে শব্দের দ্রুতির ওপর
- নলের ব্যাসের ওপর
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "তরঙ্গ - এইচএসসি-পদার্থবিজ্ঞান ১মপত্র-9 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1366"