তথ্য-ও-যোগাযোগ-প্রযুক্তির-গুরুত্ব – জেএসসি-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-1 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 471
জেএসসি-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-কুইজ | 4701. ইল্টারনেটের অধিবাসীদের কী বলা হয়?
- সিটিজেন
- ইউজার
- নেটিজেন
- কিছুই বলা হয় না
4702. তথ্য বিশ্লেষণ সহজ হয়েছে কীসের মাধ্যমে?
- কম্পিউটার
- ডেটা
- ইন্টারনেট
- ওয়েবসাইট
4703. রুদ্র আউটসোসিং করতে চায়। তার প্রেয়োজন-
- কাজের দক্ষতা
- ভাষার দক্ষতা
- কম্পিউটার ও ইন্টারনেট
A,B,C
4704. উন্নত দেশগুলোর জনগণ ঘরের ভেতর যে সকল কাজ নিমিষেই করতে পারছে তা হলো-
- পাসপোর্ট প্রাপ্তি
- আয়কর প্রদান
- বিশ্ববিদ্যালয়ে ভর্তি
A,B,C
4705. সরকার মোবাইল-ফোন” target=”_blank”>মোবাইল ফোনের কোন সুবিধাটি ব্যবহার করে জনগণের নিকট সরাসরি গুরুত্বপূর্ণ ঘোষণা পৌঁছে দিচ্ছে?
- SMS
- MMS
- 3G
- 4G
4706. কী আবিষ্কারের ফলে চিকিৎসাক্ষেত্রে বিপ্লব শুরু হয়েছে?
- রোগ প্রতিরোধ টিকা
- জিনোম রহস্যভেদে
- টেলি-মেডিসিন
- ই-মেডিসিন
4707. SMS-এর পূর্ণনাম কোনটি?
- Short Message Software
- Short Messqage Service
- Shortest Message Software
- Shortest Message Service
4708. স্বয়ংক্রিয়ভাবে মনিটরিং করা যায় নিচের কোনটির সাহায্যে?
- CCTV কামেরা
- ক্যামেরা
- Setup box
- ডিজিটাল ক্যামেরা
4709. ভিডিও এডিটিং এর কাজটি নিচের কোন যন্ত্রের সহায়তায় সহজেই করা যায়?
- Compact Disk
- TV card
- রাউটার
- কম্পিউটার
4710. রফিক সাহেব তার লিখিত তথ্য ও ছবি তাৎক্ষণিকভাবে প্রেরণ করবে কী ব্যবহার করে?
- টেলিভিশন
- মোবাইল
- ফ্যাক্স
- ওয়েবসাইট
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "জেএসসি-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-কুইজ- 471"