তথ্য-ও-যোগাযোগ-প্রযুক্তির-গুরুত্ব – জেএসসি-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-1 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 480
4791. কম্পিউটারের সহায়তায় দক্ষতায় দক্ষতা ছাড়াও যে কাজগুলো করা যায় তা হলো-
- সফটওয়্যার ডেভেলপমেন্ট
- ফটোগ্রাফি
- ভিডিও এডিটিং
B,C
4792. বর্তমানে বাংলাদেশের কয়টি জেলার ই-সেবা কেন্দ্র থেকে জমিজমার দলিল সংগ্রহ করা যায়?
- 61
- 62
- 63
- 64
4793. এক দেশের কাজ অন্য দেশের কর্মীর মাধ্যমে সম্পন্ন করাকে কী বলে?
- ফ্রিল্যান্সার
- আউটসোর্সিং
- ব্রডকাস্ট
- মোবাইল-ব্যাংকিং
4794. যে সকল জনগণ ই-মেইলে অভ্যস্ত নয় তাদের মতামত নেওয়া হয় কীসের মাধ্যমে?
- ফ্যাক্স
- ওয়েবপেজ
- কলসেন্টার
- ইন্টারনেট
4795. যোগাযোগ করার ২য় পদ্ধতিটি কী?
- একমুখী
- বহুমুখী
- ব্রডকাস্ট
- দ্বিমুখী
4796. দ্বিমুখী যোগাযোগ পদ্ধতি ব্যবহার করা হয়-
- মোবাইলে
- টিভি চ্যানেলে
- টেলিকনফারেন্সে
A,C
4797. ঘরে বসে আয়ের সুযোগ বলতে কোন এটিকে বোঝানো হয়?
- ইন্টারনেট
- আউটসোর্সিং
- জব সার্চিং
- কম্পিউটার
4798. E-Mail- এর পূর্ণনাম কোনটি?
- Electrec Mail
- Electronic Methodology
- Electronic Mail
- Electric Method
4799. বাংলাদেশে বর্তমানে মুক্ত পেশাবীজীর সংখ্যা কত?
- দশ সহস্রাধিক
- বিশ সহস্রাধিক
- ত্রিশ সহস্রাধিক
- চল্লিশ সহস্রাধিক
4800. মোবাইল-ফোন” target=”_blank”>মোবাইল ফোনের বিস্তারের কারণে যে সকল নতুন খাতের সৃষ্টি হয়েছে তা হলো-
- সফটওয়্যার কোম্পানি
- মোবাইল ব্যাংকিং
- কল সেন্টার
B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "তথ্য-ও-যোগাযোগ-প্রযুক্তির-গুরুত্ব - জেএসসি-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-1 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 480"