তথ্য-ও-উপাত্ত – জেএসসি-গণিত-11 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 612
তথ্য ও উপাত্ত | 6111. সামাজিক, অর্থনৈতিক ও ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে নিচের কোনটি বেশি ব্যবহৃত হয়?
- গড়
- মধ্যক
- প্রচুরক
- অনুমিত গড়
6112. পরিসর ৫৬ ও শ্রেণিব্যাপ্তি ১০ হলে শ্রেণিসংখ্যা কত?
- 5
- 5.6
- 6
- 7
6113. নিচের তথ্যগুলো লক্ষ কর:
- পরিসংখ্যান হচ্ছে তথ্য বিষয়ক বিজ্ঞান
- এলোমেলোভাবে সংগৃহীত উপাত্তকে অবিন্যস্ত উপাত্ত বলে
- পরিসংখ্যানের উপাত্ত সংখ্যায় প্রকাশ করা যায় না
A,B
6114. ০,১,২,৩,৪,৫ সংখ্যাগুলোর গড় কত?
- 2.5
- 3
- 3.5
- 4
6115. বড় আকারের কোনো অবিন্যস্ত উপাত্তকে মানের অধ:ক্রম বা উর্ধ্বক্রমে বিন্যস্ত করা-
- বেশ জটিল
- সহজ
- ভুল হওয়ার সম্ভাবনা থেকে যায়
A,C
6116. কোন লেখচিত্র অঙ্কনের জন্য প্রকৃত শ্রেণিসীমা নির্ণয় করতে হয়?
- আয়তলেখ
- পাইচিত্র
- গণসংখ্যা বহুভুজ
- রেখাচিত্র
6117. সরাসরি উৎস থেকে সংগৃহীত উপাত্তর নির্ভর্যোগ্যতা-
- কম
- অনেক কম
- একটু কম
- অনেক বেশি
6118. অবিন্যস্ত উপাত্ত থেকে গণসংখ্যা সারণি তৈরির জন্য কয়টি ধাপের প্রয়োজন?
- 1
- 2
- 3
- 4
6119. পরিসরকে যতগুলো শ্রেণিতে ভাগ করা যায় তার সংখ্যাকে কি বলে?
- শ্রেণি ব্যাপ্তি
- শ্রেণি সীমা
- শ্রেণি সংখ্যা
- শ্রেণি ব্যবধান
6120. (১৬-২০) শ্রেণিব্যাপ্তি কত?
- 20
- 15
- 10
- 5
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আমাদের অন্যান্য সেবাঃ
ডোমেইন হোস্টিংঃ http://hostbelt.com
0 responses on "তথ্য ও উপাত্ত জেএসসি গণিত মডেল টেস্ট 612"