তথ্য-ও-উপাত্ত – জেএসসি-গণিত-11 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 608
6071. ৭,৮,৯,১৫,১৮,২০,২২ সংখ্যাগুলোর মধ্যক পদটি কত তম?
- ৩য়
- ৪র্থ
- ৫ম
- ৬ষ্ঠ
6072. ২৫-৩১ শ্রেণির নিম্নসীমা কত?
- 5
- 7
- 25
- 31
6073. খবরের কাগজ থেকে প্রাপ্ত তথ্য কি ধরনের উপাত্ত?
- প্রাথমিক উপাত
- উপাত্ত
- তথ্য
- মাধ্যমিক উপাত্ত
6074. ২৮, ৩৯, ৪০, ৪০, ৪৬, ৫৫, ৫৫ উপাত্তটি কোন ধরনের উপাত্ত?
- গণসংখ্যা উপাত্ত
- ট্যালি উপাত্ত
- অবিন্যস্ত উপাত্ত
- বিন্যস্ত উপাত্ত
6075. কোনো উপাত্তের সর্বোচ্চ মান ৫০ এবং সর্বনিম্ন মান ২০ হলে পরিসর কত হবে?
- 30
- 31
- 10
- 70
6076. ২২,১৬,২০,৩০,২৫,৩৬,৩৫,৩৭ সংখ্যাগুলোর গড় কত?
- 26.625
- 27.625
- 28
- 28.5
6077. তথ্য ও উপাত্ত উপস্থাপনের ফলে কোনটির ব্যবহার ব্যাপকতা লাভ করেছে?
- পরিসংখ্যানের
- বিজ্ঞানের
- ভাষার
- সংখ্যার
6078. কেন্দ্রীয় প্রবণতা কয়ভাবে পরিমাপ করা যায়?
- 1
- 2
- 3
- 4
6079. কোন পরিসংখ্যা ৩৬০০ এর অংশ হিসেবে উপস্থাপিত হলে তা কোন ধরনের চিত্র?
- আয়তলেখ
- রেখাচিত্র
- পাইচিত্র
- ওজিভ রেখা
6080. কোনো উপাত্তে যে সংখ্যাটি সবচেয়ে বেশিবার থাকে তাকে কী বলে?
- মধ্যক
- প্রচুরক
- ক্রমযোজিত গণসংখ্যা
- গড়
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "তথ্য-ও-উপাত্ত - জেএসসি-গণিত-11- কুইজ মডেল টেস্ট অনুশীলন - 608"