তথ্য-ও-উপাত্ত – জেএসসি-গণিত-11 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 606
6051. উপাত্তসমূহের মধ্যে প্রচুরক কত?
- 18
- 20
- 36
- 58
6052. উপাত্তসমূহের গড় কত?
- 10
- 20
- 18
- 25
6053. কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ-
- গাণিতিক গড়
- মধ্যক
- প্রচুরক
A,B,C
6054. ২৮,৩০২৫,২৭,২৮,২৫,৩২,২৬,২৪ সংখ্যাগুলোর মধ্যে প্রচুরক কোনটি?
- 24
- 27
- ২৫ ও ২৮
- প্রচুরক নাই
6055. ২৮-৩৬ শ্রেণির সর্বোচ্চ মান কত?
- 8
- 28
- 36
- 64
6056. ৯৫, ৮২, ৮০, ৯০, ৭৫, ৮৭ উপাত্তটি কোন ধরনের উপাত্ত?
- ট্যালি উপাত্ত
- বিন্যস্ত উপাত্ত
- অবিন্যস্ত উপাত্ত
- গণসংখ্যা উপাত্ত
6057. নিম্নসীমা ২০ এবং ঊর্ধ্বসীমা ২৮ বিশিষ্ট শ্রেণি-।
- 42967
- 42794
- ২৮-৪৮
- ২০-২৮
6058. ৭০, ৮০, ৬০, ৫০, ৮৫, ৮৮ উপাত্তগুলো ৬ জন ছাত্রের গণিতে প্রাপ্ত নম্বর বর্ণিত উপাত্তসমূহকে কী বলে ?
- বিন্যস্ত উপাত্ত
- অবিন্যস্ত উপাত্ত
- শ্রেণি উপাত্ত
- কোনোটিই নয়
6059. সরাসরি উৎস থেকে সংগৃহীত উপাত্তক কি বলে?
- ট্যালি
- প্রাথমিক উপাত্ত
- মাধ্যমিক উপাত্ত
- গণসংখ্যা
6060. নিচের তথ্যগুলো লক্ষ কর:
- যে সংখ্যা বেশি বার থাকে প্রচুরক
- দৈনন্দিন জীবনে প্রচুরকের ব্যবহার সবচেয়ে বেশি
- দৈনন্দিন জীবনে গড়ের ব্যবহার সবচেয়ে বেশি
A,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "তথ্য-ও-উপাত্ত - জেএসসি-গণিত-11 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 606"