তথ্য-ও-উপাত্ত – জেএসসি-গণিত-11 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 604
6031. কোনো শ্রেণিতে যতগুলো ট্যালি চিহ্ন পড়ে তত হবে ঐ শ্রেণির-।
- ঘটনসংখ্যা
- শ্রেণিব্যাপ্তি
- শ্রেণি ব্যবধান
- মধ্যক
6032. নিচে বামনখালী বাজারের বিভিন্ন দোকানের দৈনিক বিক্রয়ের গণসংখ্যা সারণি দেওয়া হলো- ২৩২০/২১৪০/২৭০০/২৫৫০/২২৮০ :: দোকানের সংখ্যা – ২/৩/৭/৬/৩/১ >> প্রচুরক শ্রেণির দোকানগুলোর সর্বমোট দৈনিক বিক্রি কত?
- 24980
- 14090
- 14980
- 16200
6033. প্রত্যেক শ্রেণির মাত্র একটি করে দোকানের দৈনিক বিক্রির গড় কত?
- 2349
- 2282
- 2163
- 2084
6034. প্রচুরক শ্রেণির জন্য পাইচিত্রে কত ডিগ্রি কোণ তৈরি হবে?
- 115.54
- 114.54
- 113.54
- 112.32
6035. একটি শ্রেণিতে যত গুলো উপাত্ত অন্তর্ভুক্ত হয় তার নির্দেশক নিচের কোনটি?
- শ্রেণির গণসংখ্যা
- শ্রেণির মধ্যবিন্দু
- শ্রেণিসীমা
- ক্রমযোজিত গণসংখ্যা
6036. শ্রেণিসমূহের মধ্যে সংখ্যাসূচক মান গুলো কোন চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়?
- রোমান চিহ্ন
- ট্যালি চিহ্ন
- ইচ্ছামতো
- সবগুলো
6037. যেকোনো শ্রেণির সর্বোচ্চ মানকে বলে এর-।
- ঊর্ধ্বসীমা
- নিম্নসীমা
- সর্বোচ্চ সীমা
- মধ্যসীমা
6038. দৈনিক পত্রিকা, রেডিও, টেলিভিশন জার্নাল থেকে প্রাপ্ত তথ্য-
- মাধ্যমিক তথ্য
- প্রাথমিক তথ্য
- এর নির্ভরযোগ্যতা কম
A,B
6039. আয়তলেখ অঙ্কনের জন্য ছক কাগজ-
- X ও Y অক্ষ আঁকা হয়
- X অক্ষ বরাবর শ্রেণিব্যাপ্তি নেওয়া হয়
- Y অক্ষ বরাবর গণসংখ্যা নেওয়া হয়
A,B,C
6040. অবিন্যস্ত উপাত্তসমূহ বিন্যস্ত করা হয় নিচের কোনটির সাহায্যে?
- শ্রেণি ব্যবধান
- শ্রেণি সংখ্যা
- শ্রেণিবিন্যাস
- গণসংখ্যা
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "তথ্য-ও-উপাত্ত - জেএসসি-গণিত-11 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 604"