তথ্য-ও-উপাত্ত – জেএসসি-গণিত-11 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 603
6021. মাধ্যমিক উপাত্ত সংগৃহীত হয়-।
- প্রত্যক্ষ উৎস থেকে
- পরোক্ষ উৎস থেকে
- ইচ্ছেমতো
- কোনোটিই নয়
6022. যেকোনো অনুসন্ধানলব্ধ উপাত্তের পরিসর নির্ধারণের পর প্রয়োজন হয়-।
- পরিসর নির্ধারণ
- শ্রেণিব্যাপ্তি নির্ধারণ
- ট্যালি নির্ধারণ
- সর্বনিম্ন সংখ্যা নির্ধারণ
6023. সরাসরি উৎস থেকে সংগৃহিত উপাত্তের বৈশিষ্ট্য কোনটি?
- নির্ভরযোগ্যতা বেশি
- নির্ভরযোগ্যতা কম
- তথ্য কম সঠিক
- সময় কম লাগে
6024. উপাত্তে চলকের সংখ্যা n বিজোড় হলে, কয়টি মধ্যক পাওয়া যায়?
- একটি
- দুইটি
- তিনটি
- মধ্যক থাকবে না
6025. ৮ জন লোকের বয়সের উপাত্ত ৩০, ৪৫, ৪০, ৩২, ৩৬, ৪০, ৩৩, ৩৬ কোন ধরনের উপাত্ত?
- বিন্যস্ত উপাত্ত
- অবিন্যস্ত উপাত্ত
- ট্যালি উপাত্ত
- শ্রেণি উপাত্ত
6026. ৬-১০ শ্রেণির শ্রেণিব্যাপ্তি কত?
- 4
- 5
- 6
- 16
6027. কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ করা হয় নিচের কোনটি দ্বারা?
- গড়
- মধ্যক
- প্রচুরক
- উপরের সবগুলো
6028. প্রত্যেক শ্রেণির কয়টি সর্বনিম্ন মান থাকে?
- ১০টি
- ৪টি
- ১টি
- ১০০টি
6029. উপাত্তগুলো মানের ক্রমানুসারে সাজানো থাকলে উপাত্তগুলো কোন ধরনের?
- অবিন্যস্ত উপাত্ত
- বিন্যস্ত উপাত্ত
- শ্রেণি ব্যবধান
- প্রাথমিক উপাত্ত
6030. সংগৃহীত উপাত্তকে পরিসংখ্যানের কী বলে?
- উপাত্ত
- ডাটা
- কাঁচামাল
- তথ্য
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "তথ্য-ও-উপাত্ত - জেএসসি-গণিত-11 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 603"