ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের অধীন ‘খ’ ইউনিট ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। এ সময় উপাচার্য বলেন, এ পরীক্ষায় ৪০ হাজার ৫৬৫ জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র তিন হাজার ৮৭৪ জন পাস করেছেন। পাসের হার ৯.৫৫ শতাংশ। ত্রুটিপূর্ণ সেট ও নিয়মবহির্ভূত উত্তরপত্রের জন্য এক হাজার ৪১১ জনের উত্তরপত্র বাতিল করা হয়েছে।
মোবাইল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের ফলাফল দেখার নিয়মঃ

অনলাইনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের ফলাফল দেখার নিয়মঃ
অনলাইনে ফলাফল দেখতে নিচে আপনার উচ্চমাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম পাসের সন এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বরের মাধ্যমে লগইন করঃ
এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের মোট আসন সংখ্যা ২ হাজার ২২১টি।
এবারের খ ইউনিটে ভর্তি পরীক্ষায় ২০০ নম্বরের মধ্যে ১৬৮.৯৮ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন আ. রহমান মজুমদার।
দ্বিতীয় হয়েছেন আবির হোসেন। তার প্রাপ্ত নম্বর মোট ১৬৫.০৮।
আর তৃতীয় হয়েছেন জান্নাতুল ফেরদৌস। তার প্রাপ্ত নম্বর ১৬২.২।
ইশিখন.কম এর পক্ষ থেকে উত্তীর্ণদের জন্য ফুলেল শুভেচ্ছা,
বি:দ্র: উ্ত্তরে কোন ভুল-ত্রুটি থাকলে কমেন্ট করে জানান।