ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে অনার্স ১ম বর্ষে ভর্তির বিস্তারিত তথ্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০১৫-২০১৬ সেশনের অনার্স ভর্তি পরীক্ষা আগামী ৯ অক্টোবর শুক্রবার শুরু হচ্ছে। প্রথমদিন অনুষ্ঠিত হবে ‘খ’ ইউনিটের পরীক্ষা। সকাল ১০টায় শুরু হয়ে পরীক্ষা শেষ হবে বেলা ১১টায়। অপরদিকে শনিবার ১০ অক্টোবর অনুষ্ঠিত হবে চ ইউনিটের ভর্তি পরীক্ষা।

প্রবেশপত্র ডাউনলোড করতে ও আসনবিন্যাস দেখতে এই লিঙ্কে ক্লিক করে লগিন কর
পরীক্ষার হলে ক্যালকুলেটর, মোবাইল-ফোন” target=”_blank”>মোবাইল ফোন, কিংবা টেলিযোগাযোগ করা যায় এরূপ কোনো ডিভাইস/যন্ত্র সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে এবং এ ব্যাপারে শিক্ষার্থীদের সতর্ক থাকতে বলা হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৫-২০১৬ সেশনে ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে অনলাইনের মাধ্যমে প্রার্থীদের ভর্তির আবেদন প্রক্রিয়া ২৪ আগস্ট ২০১৫ সোমবার সকাল ১০ টা থেকে শুরু হয়ে ১০ সেপ্টেম্বর ২০১৫ বৃহস্পতিবার সকাল ১০ টায় শেষ হয়।

এ বছর ৬ হাজার ৬৮৫টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহনের জন্য আবেদন করেছে ২ লাখ ৫৪ হাজার ৪০৪ জন শিক্ষার্থী অর্থাৎ প্রতিটি আসনের বিপরীতে ৩৯ জন শিক্ষার্থী লড়বেন।

চলুন জেনে নেওয়া যাক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৫-২০১৬ সেশনে অনার্স ১ম বর্ষে ভর্তির বিস্তারিত তথ্য…
 
 

২০১৫-১৬ সেশনে বিভিন্ন অনুষদের আবেদনকারীর সংখ্যাঃ

ক-ইউনিটের ১ হাজার ৬৬০টি আসনের বিপরীতে আবেদন করেছে ৭২ হাজার ১৬১ জন

প্রতি আসনের বিপরীতে লড়বে ৪৪ জন শিক্ষার্থী।

খ-ইউনিটের ২ হাজার ২৮০টি আসনের বিপরীতে আবেদন করেছে ৩১ হাজার ৪২১ জন
প্রতি আসনের বিপরীতে লড়বে ১৪ জন

গ-ইউনিটের ১ হাজার ১৭০টি আসনের বিপরীতে আবেদন করেছে ৪৩ হাজার ৮৫৭ জন
প্রতি আসনের বিপরীতে লড়বে ৩৮ জন

ঘ-ইউনিটের ১ হাজার ৪৪০টি আসনের বিপরীতে আবেদন করেছে ৯৪ হাজার ৭৯৮ জন
প্রতি আসনের বিপরীতে লড়বে ৬৬ জন

চ-ইউনিটের ১৩৫টি আসনের বিপরীতে আবেদন করেছে ১২ হাজার ১৬৭ জন
প্রতি আসনের বিপরীতে লড়বে ৯১ জন।
আবেদন ফিঃ ব্যাংক সার্ভিস চার্জ ও অনলাইন সার্ভিস ফিসহ ভর্তি পরীক্ষার ফি ৩৫০/-(তিনশত পঞ্চাশ) টাকা নির্ধারিত হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ভর্তি পরীক্ষা ও অন্যান্য গুরুত্বপূর্ণ তারিখ সমূহ

আবেদন শুরু: ২৪শে আগস্ট, ২০১৫ (সকাল ১০:০০ টা )
আবেদন শেষ : ১০ই সেপ্টেম্বর, ২০১৫ (সকাল ১০:০০ টা )
টাকা জমা দেয়ার শেষ তারিখ: ১৪ সেপ্টেম্বর, ২০১৫
প্রবেশপত্র ডাউনলোড : ১৭ই সেপ্টেম্বর, ২০১৫ বিকেল ৩টা থেকে পরীক্ষার দিন সকাল ৯টা পর্যন্ত
খ-ইউনিট পরীক্ষা: ৯ই অক্টোবর, ২০১৫
চ-ইউনিট পরীক্ষা (লিখিত ): ১০ই অক্টোবর, ২০১৫
গ-ইউনিট পরীক্ষা: ১৬ই অক্টোবর, ২০১৫
চ-ইউনিট পরীক্ষা (অঙ্কন ): ১৭ই অক্টোবর, ২০১৫
ক-ইউনিট পরীক্ষা: ৩০শে অক্টোবর, ২০১৫
ঘ -ইউনিট পরীক্ষা: ৬ই নভেম্বর, ২০১৫
  ভর্তি-পরীক্ষা এমসিকিউ (MCQ) পদ্ধতিতে গ্রহণ করা হবে এবং প্রতি ভুল উত্তরের জন্য নম্বর কাটা হবে৷

 
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ সেশনে ভর্তির আবেদনের যোগ্যতা:

 ক-ইউনিটের অধীনে ভর্তিচ্ছুদের বিজ্ঞান ও কৃষি বিজ্ঞান শাখায় উচচ মাধ্যমিক এবং মাদ্রাসা শিক্ষাবোর্ডের বিজ্ঞান শাখায় আলিম পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অথবা সমমানের পরীক্ষায় ৪র্থ বিষয়সহ প্রাপ্ত জি.পি.এ.-দ্বয়ের যোগফল অন্তত ৮.০;
উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় সর্বনিম্ন গ্রেড প্রাপ্তির শর্তাদি এবং বিভাগীয় শর্তাদি জানতে ভর্তি নির্দেশিকা দেখুনঃ
খ-ইউনিটের অধীনে ভর্তিচ্ছুদের মানবিক শাখায় মাধ্যমিক উচচ মাধ্যমিক এবং মাদ্রাসা শিক্ষাবোর্ডের মানবিক শাখায় আলিম পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অথবা সমমানের পরীক্ষায় ৪র্থ বিষয়সহ প্রাপ্ত জি.পি.এ.-দ্বয়ের যোগফল অন্তত ৭.০;
উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় সর্বনিম্ন গ্রেড প্রাপ্তির শর্তাদি এবং বিভাগীয় শর্তাদি জানতে ভর্তি নির্দেশিকা দেখুনঃ

গ-ইউনিটের অধীনে ভর্তিচ্ছুদের ব্যবসায় শিক্ষা শাখায় উচ্চ মাধ্যমিক, ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ, বিজনেস ম্যানেজমেন্ট পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অথবা সমমানের পরীক্ষায় ৪র্থ বিষয়সহ প্রাপ্ত জি.পি.এ.-দ্বয়ের যোগফল অন্তত ৭.৫;

উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় সর্বনিম্ন গ্রেড প্রাপ্তির শর্তাদি এবং বিভাগীয় শর্তাদি জানতে ভর্তি নির্দেশিকা দেখুনঃ
ঘ-ইউনিটের অধীনে ভর্তিচ্ছুদের ১। (ক) মানবিক শাখায় মাধ্যমিক উচচ মাধ্যমিক এবং মাদ্রাসা শিক্ষাবোর্ডের মানবিক শাখায় আলিম পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অথবা সমমানের পরীক্ষায় ৪র্থ বিষয়সহ প্রাপ্ত জি.পি.এ.-দ্বয়ের যোগফল অন্তত ৭.০;
(খ) বিজ্ঞান, কৃষি বিজ্ঞান, গার্হস্থ্য অর্থনীতি ও মাদ্রাসা শিক্ষাবোর্ডের বিজ্ঞান শাখা থেকে আগত প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় ৪র্থ বিষয়সহ প্রাপ্ত জি.পি.এ.-দ্বয়ের যোগফল অন্তত ৮.০;
(গ) ব্যবসায় শিক্ষা, ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ ও বিজনেস ম্যানেজমেন্ট শাখা থেকে আগত প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় ৪র্থ বিষয়সহ প্রাপ্ত জি.পি.এ.-দ্বয়ের যোগফল অন্তত ৭.৫; ২। উচ্চ মাধ্যমিক অথবা সমমানের পরীক্ষায় কোন বিষয়েই লেটার গ্রেড-বি (গ্রেড পয়েন্ট -৩) এর নীচে নয়।
উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় সর্বনিম্ন গ্রেড প্রাপ্তির শর্তাদি এবং বিভাগীয় শর্তাদি জানতে ভর্তি নির্দেশিকা দেখুনঃ
চ-ইউনিটের অধীনে ভর্তিচ্ছুদের মাধ্যমিক ও উচচ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় ৪র্থ বিষয়সহ যেকোন একটি নূন্যতম জিপিএ ৩.০ এবং উভয় পরীক্ষার জিপিএদ্বয়ের যোগফল নূন্যতম ৬.৫।
ও লেভেল পরীক্ষায় অন্তত ৫টি বিষয়ে এবং এ লেভেল পরীক্ষায় অন্তত ২টি বিষয়ের মধ্যে অর্থাৎ মোট ৭টি বিষয়ের মধ্যে ৪টি বিষয়ে কমপক্ষে বি-গ্রেড ও ৩টি বিষয়ে কমপক্ষে সি-গ্রেড প্রাপ্ত হতে হবে।
উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় সর্বনিম্ন গ্রেড প্রাপ্তির শর্তাদি এবং বিভাগীয় শর্তাদি জানতে ভর্তি নির্দেশিকা দেখুনঃ

finger[আবেদন করতে এখানে ক্লিক কর]Moving-picture-left-pointing-finger-animated-gif

admission.eis.du.ac.bd

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ সেশনে অনার্স ১ম বর্ষে আসন সংখ্যা

ক ইউনিট – ১ হাজার ৬৫০
খ ইউনিট – ২হাজার ২৫০
গ-ইউনিট – ১হাজার ১৭০
ঘ ইউনিট – ১হাজার ৪৪০
চ ইউনিট – ১৩৫টি।
৫টি ইউনিটে সর্বমোট আসন সংখ্যা ৬হাজার ৬৫৫
২০১৫-১৬ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত যে কোন তথ্য প্রকাশ হওয়া মাত্র বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের পাশাপাশি এখানে পাওয়া যাবে।
উল্লেখ্য, এবার দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে না। অর্থাৎ এ বছর নির্দিষ্ট শর্ত পুরণ সাপেক্ষে কেবলমাত্র ২০১৫ সালে উচ্চ মাধ্যমিক পাশকৃতরাই ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline