ঢাকা বিশ্ববিদ্যালয় ‘গ’ ইউনিট প্রশ্ন ২০১০- ২০১১
১. যে সকল স্বরবর্ণ উচ্চারণে মুখ সম্পূর্ণ খোলা থাকে না, আবার বাতাস একেবারে বন্ধও থাকে না, সে সকল বর্ণকে বলে:
ক) ঘোষ বর্ণ
খ) অঘোষ বর্ণ
- গ) অন্তঃস্থ বর্ণ
ঘ) বহিঃস্থ বর্ণ
ঙ) স্পৃষ্ট বর্ণ
লিঙ্ক : ধ্বনি ও বর্ণ প্রকরণ ও উচ্চারণবিধি>উচ্চারণবিধি>ব্যঞ্জনধ্বনির উচ্চারণ>অন্তঃস্থ ধ্বনি
২. ‘লঙ্ঘি এ সিন্ধুর প্রলয়ের নৃত্যে’- এ বাক্যে ‘সিন্ধুর’ কারক ও বিভক্তি হবে:
ক) অধিকরণে শূণ্য
খ) অপাদানে শূণ্য
গ) অধিকরণে সপ্তমী
ঘ) অপাদানে সপ্তমী
- ঙ) অধিকরণে ষষ্ঠী
লিঙ্ক : কারক ও বিভক্তি>অধিকরণ কারক
৩. ‘আমি যাহা বুঝি না, তাহা শিখাইতে গেলে কেবল কপটতা শেখানো হইবে’- এ উক্তিটি করেছেন:
ক) বনমালী বাবু
খ) অপু
গ) শিশির
- ঘ) গৌরীশংকর
ঙ) মার্টিনো
লিঙ্ক : হৈমন্তী
৪. ‘দুঃসময়ের মুখোমুখি’ কাব্যগ্রন্থের লেখক:
ক) সুফিয়া কামাল
খ) সুকান্ত ভট্টাচার্য
গ) আল মাহমুদ
ঘ) অমিয় চক্রবর্তী
- ঙ) শামসুর রাহমান
লিঙ্ক : একটি ফটোগ্রাফ>লেখক পরিচিতি
৫. ‘অবরোধবাসিনী’ গ্রন্থটির লেখক:
ক) শওকত ওসমান
- খ) রোকেয়া সাখাওয়াত হোসেন
গ) কাজী নজরুল ইসলাম
ঘ) সুফিয়া কামাল
ঙ) সৈয়দ ওয়ালীউল্লাহ
লিঙ্ক : অর্ধাঙ্গী>লেখক পরিচিতি
৬. মুসলিম জাগরণের কবি:
ক) কাজী নজরুল ইসলাম
খ) সৈয়দ আলী আহসান
গ) শামসুর রাহমান
ঘ) আলাওল
- ঙ) ফররুখ আহমদ
লিঙ্ক : পাঞ্জেরী>লেখক পরিচিতি
৭. ‘সমুদ্র’ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
ক) সাগর
খ) পারাবার
- গ) স্রোতস্বতী
ঘ) অর্ণব
ঙ) রত্নাকর
লিঙ্ক : সমার্থক শব্দ
ব্যাখ্যা : শব্দে ‘স্রোত’ থাকলে তা সাধারণত ‘নদী’কে বোঝায়। যেমন- স্রোতস্বতী, স্রোতস্বিনী।
৮. নিচের কোনটি পারিভাষিক শব্দ?
- ক) ডাকঘর
খ) পাসপোর্ট
গ) ডাস্টার
ঘ) পোস্টার
ঙ) পিকনিক
ব্যাখ্যা : অন্যগুলো বিদেশি শব্দ। বিদেশি শব্দের বাংলা অনুবাদ করে যে সব নতুন শব্দ তৈরি করা হয়, সেগুলোকে পরিভাষা, পারিভাষিক শব্দ বা নবসৃষ্ট শব্দ বলে। কিন্তু বিদেশি শব্দ পারিভাষিক শব্দ নয়।
৯. ‘তিনি বললেন, দয়া করে ভিতরে আসুন’- বাক্যটি কিসের উদাহরণ?
ক) কর্ম বাচ্যের
খ) পরোক্ষ উক্তির
- গ) প্রত্যক্ষ উক্তির
ঘ) কর্তৃবাচ্যের
ঙ) সবগুলো
লিঙ্ক : উক্তি
১০. মৌলিক শব্দ কোনটি?
ক) দেশান্তর
খ) গায়ে হলুদ
- গ) নাক
ঘ) অগ্নিবীণা
ঙ) বাড়ি
লিঙ্ক : শব্দের শ্রেণীবিভাগ>শব্দের গঠনমূলক শ্রেণীবিভাগ>মৌলিক শব্দ
ব্যাখ্যা : বাড়ি অর্ধ-তৎসম শব্দ, বাটি ˂ বাড়ি
১১. ‘ব্যর্থ’ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক) ব্য+অর্থ
খ) ব+অর্থ
- গ) বি+অর্থ
ঘ) ব্যা+অর্থ
ঙ) বী+অর্থ
লিঙ্ক : সন্ধি>স্বরসন্ধি (নিয়ম ৯)
ব্যাখ্যা : ‘ই/ঈ’+‘ই/ঈ ছাড়া অন্য স্বরধ্বনি’ = ‘য-ফলা’। তাই, বি+অর্থ = ব্যর্থ
১২. বাংলা ভাষার উদ্ভব ও বিকাশের বিস্তৃত ইতিহাস রচনা করেন:
- ক) ড. সুনীতি কুমার চট্টোপাধ্যায়
খ) ড. মুহম্মদ শহীদুল্লাহ
গ) ড. এনামুল হক
ঘ) ড. আলাউদ্দিন আল আজাদ
ঙ) কায়কোবাদ
১৩. ‘কবর’ শব্দটি কোন ভাষা থেকে আগত?
ক) সংস্কৃত
খ) পালি
গ) ফারসি
- ঘ) আরবি
ঙ) উর্দু
লিঙ্ক : শব্দের শ্রেণীবিভাগ>উৎপত্তি অনুসারে শব্দের শ্রেণীবিভাগ>বিদেশি শব্দ>আরবি শব্দ (কবর)
১৪. ‘যৌবনের গান’ কি ধরনের সাহিত্য কর্ম?
ক) কবিতা
খ) গান
গ) গল্প
- ঘ) প্রবন্ধ
ঙ) কাব্যগ্রন্থ
লিঙ্ক : যৌবনের গান
১৫. ‘কর্মীর চেয়ে কর্ম অধিক প্রত্যাশিত’- এটি কোন কবিতার ভাবার্থ?
ক) জীবন বন্দনা
খ) বঙ্গভাষা
গ) কবর
ঘ) পাঞ্জেরী
- ঙ) সোনার তরী
লিঙ্ক : সোনার তরী
১৬. বাক্যের কোন উক্তি অসমাপ্ত রাখার ইঙ্গিতে কিংবা বাক্যের একটি অংশের কোন বক্তব্য ব্যাখ্যা করে বোঝাতে যে বিরাম চিহ্ন ব্যবহার করা হয়, তাকে বলে:
ক) কমা
খ) কোলন
গ) সেমিকোলন
ঘ) প্রশ্নবোধক চিহ্ন
- ঙ) ড্যাশ
লিঙ্ক : বিরাম চিহ্ন, ড্যাশ
১৭. ‘লেখক ও পাঠকের মধ্যে এখন স্কুল মাস্টার দণ্ডায়মান’- এ উক্তিটি করেছেন:
- ক) প্রমথ চৌধুরী
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
গ) কাজী নজরুল ইসলাম
ঘ) সৈয়দ ওয়ালীউল্লাহ
ঙ) সৈয়দ মুজতবা আলী
লিঙ্ক : সাহিত্যে খেলা
১৮. ‘প্রণয়’- কোন উপসর্গ?
ক) দেশী
খ) বিদেশী
- গ) সংস্কৃত
ঘ) খাঁটি বাংলা
ঙ) ফরাসি
লিঙ্ক : উপসর্গ
ব্যাখ্যা : প্র+ণয়, এখানে ‘প্র’ উপসর্গ। এটি সংস্কৃত উপসর্গ।
১৯. ‘মৃগাঙ্ক’ শব্দটির অর্থ হল?
ক) হরিণ শিশু
- খ) চন্দ্র
গ) চিত্রা হরিণ
ঘ) বল্গা হরিণ
ঙ) হরিণ শিকার
২০. ‘কারও মনোরঞ্জন করা সাহিত্যের কাজ নয়।’- এ মন্তব্য করেছেন?
- ক) প্রমথ চৌধুরী
খ) আবু জাফর শামসুদ্দীন
গ) রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ) মুহম্মদ আব্দুল হাই
ঙ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
লিঙ্ক : সাহিত্যে খেলা
২১. ‘যাক, তাহার দুঃখের কাহিনীটা আর বাড়াইব না।’- এ কথা কার প্রসঙ্গে বলা হয়েছে?
- ক) বিলাসী
খ) কলিমদ্দি দফাদার
গ) আব্দুল মজিদ
ঘ) হৈমন্তী
ঙ) রেনু
লিঙ্ক : বিলাসী
২২. ‘ধর্মের কল বাতাসে নড়ে’- ধর্মের কল’- এর কারক ও বিভক্তি:
ক) করণে সপ্তমী
খ) অধিকরণে সপ্তমী
গ) সম্প্রদানে সপ্তমী
ঘ) অপাদানে সপ্তমী
- ঙ) কর্মে সপ্তমী
(শুদ্ধ উত্তর : কর্মে শূণ্য)
লিঙ্ক : কারক ও বিভক্তি>কর্মকারক
ব্যাখ্যা : কী নড়ে?- ধর্মের কল নড়ে। অর্থাৎ, ‘ধর্মের কল’ কর্ম কারক। আর শব্দাংশটির শেষ শব্দ ‘কল’, তাতে কোনো বিভক্তি যুক্ত নেই। তাই এখানে শূণ্য বিভক্তি হবে। কিন্তু যেহেতু এখানে শুদ্ধ উত্তরটি দেয়া নেই, তাই কাছাকাছি শুদ্ধতম উত্তরটি দিতে হবে। অর্থাৎ, এখানে উত্তর করতে হবে ‘কর্মে সপ্তমী’।
২৩. বাংলা সাহিত্যে চলিত গদ্য রীতির প্রবর্তক:
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
- খ) প্রমথ চৌধুরী
গ) কাজী নজরুল ইসলাম
ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ঙ) মীর মশাররফ হোসেন
লিঙ্ক : সাহিত্যে খেলা
২৪. ‘আমার পূর্ব বাংলা’- কবিতাটি সৈয়দ আলী আহসানের কোন কাব্য গ্রন্থের অন্তর্গত?
ক) অনেক আকাশ
খ) সহসা সচকিত
গ) আমার প্রতিদিনের শব্দ
ঘ) সমুদ্রেই যাবো
- ঙ) একক সন্ধ্যায় বসন্ত
লিঙ্ক : আমার পূর্ব বাংলা
২৫. ‘গম্ভীর ধ্বনি’- এর বাক্য সংকোচন?
ক) মন্ত্র
- খ) মন্দ্র
গ) মর্মর
ঘ) মর্মন্তুদ
ঙ) মধুপ
লিঙ্ক : বাক্য সংকোচন
English
Answer questions 1-5 based on the following passage :
Pahela Baishakh is perhaps the single biggest celebration for the Bengalees. On this morning everybody is happy, and relaxed, and everybody has a smile on their lips. Greetings are exchanged, gifts given and received, and sweets distributed. Violence and despair do not figure on this day they are things done away with, and it is only the joy and happiness of the moment that unite the Bengalees. Tragedy and absurdity take leave, to be replaced by hopes and dreams. For are we not what we dream? And on Pahela Baishakh, the Bengalees dream and sing, and we are left wondering, in a quiet moment by ourselves, how a nation which is so fond of music and songs, which has created and produced amongst the best poets and singers of the world, can stoop to such of moral depravity. It must not be allowed to flourish.
On this first day of Bengali New Year, the resolution should be one of unity, of love and compassion, not one of hate and discord. Let us all attempt to rise above our selfseeking selves, to unite together. For once, let us not allow our petty differences to rule our hearts: the Bengalees are capable of far better, far superior things as has been proven over and over again. Let us all say on Pahela Baishakh, with determination, “Where the mind is without fear and the head is held high, where knowledge is free, where words come out from the depths of truth-into that heaven of freedom, my Father, let my country awake”.
1. An apt title for the above passage would be
a. A Day in the life of a Bengalee
b. New Year’s Resolution
c. Bengali Culture
d. Bangla New Year
- e. Pahela Baishakh-Effect on Bengali Culture
2. The writer suggests that on Pahela Baishakh Bengalees should do the following except :
a. Exchange greetings and gifts
b. Shed violence and despair
c. Spread love and happiness
- d. Share petty differences
e. Dream for a better future
3. According to the writer, the most unifying factor for the Bengalees is :
a. The hopes and dreams for a better future
- b. The joy and happiness of Pahela Baishakh
c.The month of Ramadan and Eid-ul-Fitr
d. The petty differences that rule our hearts
e. The tradegy and calamity that we are in
4. The writer is making the following statements, except :
a. We are self-seekers
b. We have petty differences
- c. We encourage hatred and discord
d. We are capable of better things
e. We are a nation that can stoop to moral depravity
5. From the quotation at the end of the passage, we get a picture of the country which is :
a.Communist
- b. Democratic
c. Socialist
d. Idealistic
e. Anarchist
Find the correct sentences (questions 6 -8)
6.
- He is eligible for the post
b. No money is due to me from him
c. He deeply engrossed to his studies
d. He is easy to access
e. The tiger emerged from the jungle into the open field.
7.
- a. I still adhere to my plan
b. The meeting was adjourned for a week
c. He is alarmed for any safety
d. He has been alienated to his friend
e. There is an affinity between two languages
8.
a. We stayed for a short period of time in the hotel.
- b. We stayed for a short period in the hotel.
c. We stayed during a short period in the hotel.
d. We were stayed for a short period in the hotel.
e. We did stayed for a short period of time in the hotel.
Choose the best option (s) to replace the underlined part(s) of the sentences (s) (questions 9-10)
9. If one begins to smoke at an early age, it is likely that he will go on smoking further.
a. it is likely that he will go on smoking further
b. he will probably keep smoking more and more
c. it is hard to stop him from smoking more v
- d. he is likely to continue smoking
e. he will have a tendency to continue smoking
10. Ratan maintained that his scholarship record was better or at least as good as hers.
a. was better or at least as good as hers
b. at its least was as good as hers
c.was as good or better than hers
- d. was better than or at least as good as hers
e. was better or at least as good as hers scholastic record.
Fill in the blanks (questions 11-15) :
11. I wish that I ______ enough time to work.
a. have
b. have had
- c. had
d. have not
e. have to have
12. Companies often need to recognize their business and marketing _____ significant changes in the business environment.
a. as a result of
b. in terms of
c. in support of
- d. in response of
e. because of
13. It is always _____ when you misunderstand the customs of other countries.
a. discouraging
- b. embarrassing
c. peculiar
d. singular
e. attitude
14. In _____ nothing much happened at the meeting.
a. briefly
b. a short
c. shortly
d. quick
- e. short
15. Fortune never smiles _____ the lazy.
- on
b. at
c. for
d. after
e. to
Find the synonyms of the following (questions 16-18)
16. ADULTERATION
a. refining
b. sanitization
- c. contamination
d. adulthood
e. pessimism
17. ABORTIVE
a. fruitful
b. successful
c. consuming
- d. unsuccessful
e. miserable
18. VOLATILE
- fluctuating
b. friendly
c. temporary
d. beautiful
e. docile
Find the antonyms of the following (questions 19-21)
19. FALLACTIOUS
a. safe
b. energetic
c. diverted
- d. valid
e. persuasive
20. ALTRUISM
a. amity
b. base
- c. selfishness
d. chaos
e. concern
21. BLUNT
a. timid
b. fickle
- c. sharp
d. shallow
e. ugly
22. White elephant
a. an elephant of white color
b. an elephant of black color
c. c boar
d. a black marketer
- e. a very costly and troublesome possession
23. Mainden speech
a. last speech
b. early speech
c. final speech
- d. first speech
e. middle speech
24. CANDEL : TALOW
a. banana : peel
- b. statue : bronze
c. furniture : polish
d. fire : ashes
e. temple : preacher
25. MASTER: SERVENT
a. judge : jurry
b. capital : labour
- c. monarch : subject
d. Landlord : tenant
e. serf : peasant
১. বাংলাদেশে আর্থিক বিবরণী প্রস্তুতের ক্ষেত্রে নিচের কোনটি অনুসরণ করা হয়?
ক. বাংলাদেশ অডিটিং স্ট্যান্ডার্ডস
খ. ইন্টারন্যাশনাল একাউন্টিং স্ট্যান্ডার্ডস
- গ. বাংলাদেশ ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস
ঘ. এসইসি রুলস- ১৯৮৭ এবং এসইসি অর্ডিন্যান্স- ১৯৬৯
ঙ.ইবিআরডিপি সার্কুলার
লিঙ্ক : হিসাব বিজ্ঞানের ধারণা সংক্রান্ত কাঠামো
২. নিচের কোনটি চলতি মূলধনের অংশ নয়?
ক. স্বল্পমেয়াদী ব্যাংক লোন
খ. প্রাপ্য বিল
- গ. গ্যাস লাইনের জন্য সিকিউরিটি জমা
ঘ. প্রদেয় লভ্যাংশ
ঙ.এডভান্স, প্রিডেইড এবং প্রিপেমেন্টস
লিঙ্ক : অনুপাত
ব্যাখ্যা : চলতি মূলধন হল ব্যবসায়ের চলতি সম্পদ ও চলতি দায়ের পার্থক্য। গ্যাস লাইনের জন্য সিকিউরিটি জমা একটি প্রাথমিক খরচ/অলীক সম্পত্তি। এটি চলতি মূলধনের অংশ নয়।
৩. নিচের কোনটি আর্থিক বিবরণীর গুণগত বৈশিষ্ট্য নয়?
ক. প্রাসঙ্গিকতা
খ. বিশ্বাসযোগ্যতা
গ. পূর্ণমান মূল্য
ঘ. নির্ভরযোগ্য বর্ণনা
- ঙ.ঐতিহাসিক ব্যয়
লিঙ্ক : হিসাব বিজ্ঞানের ধারণা সংক্রান্ত কাঠামো
৪. টাকায় প্রদত্ত নিম্নোক্ত তথ্যের ভিত্তিতে উৎপাদিত পণ্যের ব্যয় নির্ণয় করঃ
প্রত্যক্ষ কাঁচামাল ৭০,০০০, প্রত্যক্ষ মজুরী ২০,০০০, পরিবহন ১২,০০০, বহিঃ পরিবহন ৫,০০০, তত্ত্বাবধায়কের বেতন ১০,০০০, মেশিনের অবচয় ১৭,০০০, প্রারম্ভিক চলতি কার্য ২৫,০০০, সমাপনী চলতি কার্য ৩৩,০০০, সমাপনী মজুদ পণ্য ২০,০০০।
- ক. ১,১১,০০০
খ. ১,০৬,০০০
গ. ১,০১,০০০
ঘ. ৮৯,০০০
ঙ.৯১,০০০
লিঙ্ক : উৎপাদন ব্যয় হিসাব
ব্যাখ্যা : উৎপাদন ব্যয় = প্রত্যক্ষ কাঁচামাল+প্রত্যক্ষ শ্রম বা মজুরি+উৎপাদন উপরিব্যয়
= (৭০,০০০+২০,০০০+২৯,০০০)
=১,১৯,০০০
উৎপাদন ব্যয় হিসাব = প্রারম্ভিক চলতি কার্যর মজুদ+উৎপাদন ব্যয়-সমাপনী চলতি কার্যর মজুদ
= (২৫,০০০+১,১৯,০০০-৩৩,০০০)
=১,১১,০০০
৫. ব্যবসায়ের কাজের জন্য ব্যাংক থেকে টাকা তোলা হ’ল। এর জাবেদা হবেঃ
ক. ব্যাংক ডেবিট, নগদান ক্রেডিট
খ. ব্যাংক ডেবিট, নগদান ক্রেডিট
গ. নগদান ডেবিট, ব্যাংক ডেবিট
- ঘ. নগদান ডেবিট, ব্যাংক ক্রেডিট
ঙ.ব্যাংক ক্রেডিট, নগদান ক্রেডিট
লিঙ্ক : জাবেদা
ব্যাখ্যা : নগদ টাকা বৃদ্ধি পায় ও ব্যাংকে জমা হ্রাস পায়।
৬. মেশিনের অবচয় নির্ধারণের জন্য একটি ব্যবসায় প্রতিষ্ঠান প্রতি বছরই মেশিনের ক্রমহ্রাসমান জের পদ্ধতি ব্যবহার করে। পদ্ধতির কোন পরিবর্তন করে না। এ প্রয়োগ হিসাব বিজ্ঞানের কোন নীতির উপর নির্ভরশীল।
ক. চলমান ব্যবসায়
খ. মিলকরণ
- গ. সামঞ্জস্যতা
ঘ. পূর্ণ প্রকাশ
ঙ.ঐতিহাসিক ব্যয়
লিঙ্ক : হিসাব বিজ্ঞানের ধারণা সংক্রান্ত কাঠামো
৭. একটি কোম্পানির লাভ-ক্ষতি হিসাবের প্রধান সীমাবদ্ধতা হল:
ক. প্রস্তুত করা অত্যন্ত কঠিন
খ. অডিট করা অত্যন্ত কঠিন
গ. এক্রুয়াল পদ্ধতিতে করা হয়
ঘ. নগদ পদ্ধতিতে করা হয়
- ঙ.অনেক অনুমান ভিত্তিক হিসাব থাকে
৮. প্রারম্ভিক মূলধন ২,০০,০০০ টাকা, বছরের মাঝখানে বিনিয়োগ ৩,০০,০০০ টাকা, মালিকের উত্তোলন ৫০,০০০ টাকা এবং বছরের শেষে মূলধন ৭,০০,০০০ টাকা। বছরের মুনাফা কত টাকা?
- ক. ২,৫০,০০০
খ. ২,০০,০০০
গ. ৫,০০,০০০
ঘ. ১,৫০,০০০
ঙ.৪,০০,০০০
লিঙ্ক : অংশীদারী ব্যবসায়
ব্যাখ্যা : মুনাফা = সমাপনী মূলধন+উত্তোলন-প্রারম্ভিক মূলধন-বিনিয়োগ
= (৭,০০,০০০+৫০,০০০-২,০০,০০০-৩,০০,০০০)
=২,৫০,০০০
৯. দেনাদার সঞ্চিতির প্রারম্ভিক জের ক্রেডিট ১০,০০০ টাকা। এ বছর আরও ১৫,০০০ টাকা অবচয় সঞ্চিতি ধরা হ’ল। একজন দেনাদার থেকে ১৩,০০০ টাকা আর পাওয়া যাবে না। বছর শেষে দেনাদার সঞ্চিতির জের টাকায় হবে:
ক. ৮,০০০ ক্রেডিট
- খ. ১২,০০০ ক্রেডিট
গ. ১৮,০০০ ক্রেডিট
ঘ. ৩৮,০০০ ক্রেডিট
ঙ.২৮,০০০ ক্রেডিট
লিঙ্ক : সঞ্চিতি
ব্যাখ্যা : দেনাদার সঞ্চিতির সমাপনী জের = দেনাদার সঞ্চিতির প্রারম্ভিক জের+নতুন সঞ্চিতি-অনাদায়ী পাওনা
=(১০,০০০+১৫,০০০-১৩,০০০)
=১২,০০০
১০. কোনটি উৎপাদন ব্যয়?
ক. বিজ্ঞাপন
খ. অফিসের বাতি
- গ. কারখানার ভাড়া
ঘ. আয়কর
ঙ. হিসাব রক্ষণের বেতন
লিঙ্ক : উৎপাদন ব্যয়
ব্যাখ্যা : এটি একটি কারখানা কেন্দ্রীক প্রত্যক্ষ ব্যয়।
১১. একজন আসবাবপত্র ব্যবসায়ী আসবাবপত্র ক্রয়, মাল ক্রয় হিসাবে ডেবিট করেছেন। এটা কোন ধরনের ভুল?
ক. লেখার ভুল
খ. নীতির ভুল
গ. পরিপূরক ভুল
ঘ. বাদ পড়ার ভুল
- ঙ.কোন ভুল হয়নি
লিঙ্ক : রেওয়ামিল
১২. বিক্রয়কারীর কাছে ভ্যাট হল:
- ক. দায়
খ. আয়
গ. ব্যয়
ঘ. সম্পদ
ঙ.মুনাফা
লিঙ্ক : জাবেদা
ব্যাখ্যা : বিক্রেতা ক্রেতার নিকট থেকে ভ্যাট আদায় করে পরবর্তীতে তা সরকারের নিকট প্রদানে দায়বদ্ধ থাকে।
১৩. নিচের কোনটি মুনাফা অনুপাত?
ক. সম্পদ আবর্তন
খ. চলতি অনুপাত
গ. তরল অনুপাত
- ঘ. সম্পদের আয়ের হার
ঙ.প্রাপ্য হিসাব আবর্তন
লিঙ্ক : অনুপাত
১৪. যদি বাকিতে বিক্রিত পণ্য ক্রেতার নিকট হতে ফেরত আসে, তবে সাধারণত যে বহিতে লিপিবদ্ধ করা হয় তা হল:
ক. নগদ প্রধান জাবেদা
খ. বিক্রয় জাবেদা
- গ. সাধারণ জাবেদা
ঘ. নগদ প্রাপ্তি জাবেদা
ঙ.ক্রয় জাবেদা
লিঙ্ক : জাবেদা
১৫. চলতি সম্পত্তি লিপিবদ্ধ করা হয়:
- ক. তারল্যের ভিত্তিতে
খ. গুরুত্বের ভিত্তিতে
গ. স্থায়ীত্বের ভিত্তিতে
ঘ. বর্ণমালার ভিত্তিতে
ঙ.জাবেদার ভিত্তিতে
লিঙ্ক : অনুপাত
১৬. যে আর্থিক বিবরণীতে সম্পত্তি, দায় ও সত্ত্বাধিকারী লিপিবদ্ধ করা হয়, তা হল:
ক. আয় বিবরণী
খ. সত্ত্বাধিকারী
- গ. উদ্বর্তপত্র
ঘ. ব্যয় বিবরণী
ঙ.নগদ প্রবাহ
১৭. অভ্যন্তরীণ সত্ত্বা হল:
ক. দায়
খ. সম্পত্তি
গ. খরচ
ঘ. আয়
- ঙ.মূলধন
লিঙ্ক : হিসাববিজ্ঞানের ধারণা সংক্রান্ত কাঠামো
১৮. ৩১ ডিসেম্বর ২০১০ স্টোনল্যান্ড কোম্পানির সম্পত্তি ৩,৫০০ টাকা এবং সত্ত্বাধিকারী ২,০০০ টাকা। স্টোনল্যান্ড কোম্পানির ৩১ ডিসেম্বর ২০১০ এর দায় টাকায় কত হবে?
- ক. ১,৫০০ টাকা
খ. ১,০০০ টাকা
গ. ২,৫০০ টাকা
ঘ. ২,০০০ টাকা
ঙ.৩,০০০ টাকা
লিঙ্ক : হিসাব সমীকরণ
ব্যাখ্যা : A = L + OE
সুতরাং, OE = A – L
= ৩,৫০০-২,০০০
= ১,৫০০
১৯. সমাপনী দাখিলা জাবেদা এবং খতিয়ানভুক্ত করার পর কোন হিসাবটির ব্যালেন্স শূণ্য হয়?
- ক. সেবা আয়
খ. দালানকোঠা
গ. অগ্রিম বীমা
ঘ. বিজ্ঞাপন সরবরাহ
ঙ.পুঞ্জিভূত অবচয়
লিঙ্ক : অব্যবসায়ী
২০. আর্থিক বিবরণী প্রস্তুতের পূর্বে যদি হিসাবের সমন্বয় করা না হয়, তাহলে আয়ের উপর তার প্রভাব হবে:
ক. নিট আয় বাড়বে
খ. দালানকোঠা
গ. মোট আয় বাড়বে
ঘ. মোট আয় কমবে
- ঙ.নিট আয় বাড়তে বা কমতে পারে
লিঙ্ক : জাবেদা
ব্যাখ্যা : (সমন্বয় জাবেদা অংশ)
২১. নিম্নের কোনটি একটি কোম্পানির মালিকানা স্বত্ত্বকে পরিবর্তন করবে না?
ক. প্রস্তাবিত লভ্যাংশ
খ. বোনাস শেয়ার বিতরণ
- গ. লভ্যাংশ প্রদান
ঘ. রাইট শেয়ার বিতরণ
ঙ.ইক্যুইটি শেয়ার ইস্যুকরণ
লিঙ্ক : শেয়ার ও শেয়ার ইস্যু
ব্যাখ্যা : লভ্যাংশ প্রদানের ফলে ব্যবসায়ের চলতি দায় হ্রাস পায়।
২২. অবিরত মজুদ পদ্ধতিতে একটি ক্রয়-বিক্রয় প্রতিষ্ঠানের রেওয়ামিলে নিম্নের কোন হিসাবের জের থাকবে না?
- ক. প্রারম্ভিক মজুদ
খ. বিক্রয় ফেরত
গ. বিক্রয় রেয়াত
ঘ. বিক্রয় পণ্যের ব্যয়
ঙ.বিক্রয়
২৩. কোম্পানির উদ্বর্তপত্রের ছক তৈরির ক্ষেত্রে ‘ফরম-এফ’ এর ব্যবহার কত সালের কোম্পানি আইনে রহিত করা হয়?
ক. ১৯১৩
খ. ১৯৩৪
গ. ১৯৭২
ঘ. ১৯৮৪
- ঙ.১৯৯৪
২৪. নিচের কোনটি অব্যবসায়ী প্রতিষ্ঠানের বিশেষ তহবিলের উদাহরণ নয়?
- ক. উন্নয়ন তহবিল
খ. আপ্যায়ন তহবিল
গ. মূলধন তহবিল
ঘ. টুর্নামেন্ট তহবিল
ঙ.বৃত্তি তহবিল
লিঙ্ক : অব্যবসায়ী প্রতিষ্ঠান
২৫. যদি ব্যবসায় থেকে নগদ ১০০ টাকা চুরি হয়, তবে হিসাবে এটির প্রভাব কি হবে?
- ক. নগদ কমবে, খরচ বাড়বে
খ. নগদ বাড়বে, খরচ বাড়বে
গ. নগদ কমবে, খরচ কমবে
ঘ. নগদ বাড়বে, খরচ কমবে
ঙ.কোন প্রভাব পড়বে না
লিঙ্ক : জাবেদা
১. লক্ষ্য অর্জনের জন্য মানুষকে প্রভাবিত করার পক্রিয়াটি হচ্ছে :
ক. পরিকল্পনা
- খ. নেতৃত্ব
গ. সংর্ঠন
ঘ. প্রেষণা
ঙ. নিয়ন্ত্রণ
লিঙ্ক : নির্দেশনা
২. আধুনিক কর্মী ব্যবস্থাপনার জনক কে?
ক. এ্যাডাম স্মিথ
- খ. রবার্ট ওয়েন
গ. হেনরি ফেওল
ঘ. এফ ডব্লিউ টেইলর
ঙ. এলটন ম্যাও
লিঙ্ক : ব্যবস্থাপনা
৩. ফেওল ব্যবস্থাপনার কয়টি নীতি প্রদান করেছেন?
ক. ১০
খ. ১২
- গ. ১৪
ঘ. ১৬
ঙ. ১৮
লিঙ্ক : ব্যবস্থাপনা
৪. কোনটি স্মারকলিপির ধারা নয়?
ক. উদ্দেশ্য
খ. দায়
গ. মূলধন
ঘ. নাম
- ঙ. ন্যূনতম চাঁদা
লিঙ্ক : কোম্পানি
৫. আইন শৃঙ্খলা পরিস্থিতি কারবারের কোন ধরনের পরিবেশের মধ্যে পড়ে?
ক. সামাজিক পরিবেশ
খ. আইনগত পরিবেশ
- গ. রাজনৈতিক পরিবেশ
ঘ. সাংস্কৃতিক পরিবেশ
ঙ.অর্থনৈতিক পরিবেশ
লিঙ্ক : ব্যবসায়
৬. বাংলাদেশ ও মায়ানমারের মধ্যে বাণিজ্যের জন্য কোন নদী অতিক্রম করতে হয়?
ক. মেঘনা
খ. ডাকাতিয়া
গ. কর্ণফুলী
ঘ. মুহুরী
- ঙ. নাফ
৭. পরিকল্পনা কি?
- ক. মনন-চিন্তার প্রক্রিয়া
খ. শারীরিক প্রক্রিয়া
গ. বাহ্যিক প্রক্রিয়া
ঘ. অন্তর্মূখী প্রক্রিয়া
ঙ. কাল্পনিক প্রক্রিয়া
লিঙ্ক : পরিকল্পনা
৮. কোনটি উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্য?
- ক. সুস্পষ্ট উদ্দেশ্য
খ. বিশেষ উদ্দেশ্য
গ. ঝুঁকিহীন উদ্দেশ্য
ঘ. প্রাসঙ্গিক উদ্দেশ্য
ঙ. উত্তম উদ্দেশ্য
লিঙ্ক : পরিকল্পনা
৯. নিচের কোনটি ব্যবসায়ের উদ্দেশ্য নয়?
ক. মুনাফা
খ. টিকে থাকা
গ. ব্যবসায়িক প্রবৃদ্ধি
ঘ. সামাজিক দায়িত্ব
- ঙ. গতিশীল দৃষ্টিভঙ্গি
লিঙ্ক : ব্যবসায়
১০. রপ্তানির জন্য কোন দলিলটি অপ্রয়োজনীয়?
ক. চালানি রশিদ
খ. রপ্তানি চালান
গ. সার্টিফিকেট অব অরিজিন
ঘ. নৌ-বীমাপত্র
- ঙ. বাণিজ্যিক দূতের প্রত্যায়িত চালান
লিঙ্ক : আন্তর্জাতিক ব্যবসায়
১১. ঢাকা স্টক এক্সচেঞ্জের ট্রেডিং কার্যক্রমে ‘অটোমেটেড অনলাইন’ পদ্ধতি কখন চালু হয়?
- ক. ১৯৯৬
খ. ১৯৯৮
গ. ১৯৮৭
ঘ. ২০০২
ঙ. ২০০৪
লিঙ্ক : ব্যবসায় অর্থসংস্থান ও শেয়ার বাজার
১২. কোনটি কোম্পানির উপাদান নয়?
ক. শেয়ার
খ. চিরন্তন অস্তিত্ব
- গ. অসীম দায়
ঘ. কৃত্তিম ব্যক্তিসত্তা
ঙ. আইন সৃষ্ট
লিঙ্ক : কোম্পানি
১৩. জীবন যাত্রার ব্যয় সূচক পরিমাপ করে :
- ক. জীবনযাত্রার মান
খ. জীবনের গুণগত মান
গ. অর্থনৈতিক সমৃদ্ধি
ঘ. জিডিপি বৃদ্ধির হার
ঙ. দেশের সার্বিক উন্নয়ন
১৪. ব্যবহৃত জাহাজি দলিলসমূহের মধ্যে গুরুত্বপূর্ণ হল :
- ক. ফরমায়েশ পত্র
খ. চার্টার পার্টি
গ. আগামপত্র
ঘ. চালানি রশিদ
ঙ. নমুনা চালান
লিঙ্ক : আন্তর্জাতিক ব্যবসায়
১৫. কোনটি খুচরা কারবারের কাজ নয়?
ক. ঝুঁকি গ্রহণ
খ. অর্থসংস্থান
- গ. পর্যায়িতকরণ
ঘ. হিসাবরক্ষণ
ঙ. চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ
লিঙ্ক : বাজারজাতকরণ
১৬. MICR চেক বলতে বোঝায় :
- ক. Magnetic Ink Character Recognition
খ. Magnetic Ink Character Realization
গ. Magnetic Information Character Recognition
ঘ. Magnetic Ink Cheque Recognition
ঙ. Magnetic Ink Cheque Realization
লিঙ্ক : বাণিজ্যিক ব্যাংক
১৭. নিচের কোনটি ‘অনলাইন’ ব্যাংকিং-এর উদাহরণ?
ক. ব্যাংকের আজ্ঞাপত্র
খ. পে-অর্ডার
গ. ভ্রাম্যমাণ নোট
- ঘ. SMS ব্যাংকিং
ঙ. ভ্রমণকারীর চেক
লিঙ্ক : ব্যাংকিং
১৮. বাংলাদেশে সর্বপ্রথম ATM কার্ড প্রবর্তন করে কোন ব্যাংক?
ক. ডাচ বাংলা ব্যাংক
খ. সোনালী ব্যাংক
গ. জনতা ব্যাংক
ঘ. আরব বাংলাদেশ ব্যাংক
- ঙ. স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক
লিঙ্ক : ব্যাংকিং
১৯. ব্যাংক হার হ্রাস পেলে অর্থ সরবরাহ :
- ক. বৃদ্ধি পায়
খ. অপরিবর্তিত থাকে
গ. হ্রাস পায়
ঘ. উঠানামা করে
ঙ. নির্ণয় করা সহজ নয়
লিঙ্ক : কেন্দ্রীয় ব্যাংক
২০. ব্যাংকের কোন ধরনের হিসাব গ্রাহকরা জমাতিরিক্ত ঋণের সুবিধা পেয়ে থাকে?
- ক. চলতি হিসাব
খ. সঞ্চয়ী হিসাব
গ. স্থায়ী হিসাব
ঘ. যৌথ হিসাব
ঙ. বিশেষ ধরনের হিসাব
লিঙ্ক : ব্যাংক হিসাব
২১. কোনটি বীমাযোগ্য স্বার্থের মূল উপাদান?
- ক. আর্থিক স্বার্থ
খ. পাবলিক স্বার্থ
গ. আইন বিরুদ্ধ স্বার্থ
ঘ. বিষয়বস্তুর স্বার্থ
ঙ. পলিসি গ্রহীতার স্বার্থ
লিঙ্ক : বীমা
২২. নিম্নের কোন চুক্তিতে বীমাযোগ্য স্বার্থ আবশ্যক নয়?
ক. নৌ-বীমা
খ. জীবন বীমা
গ. অগ্নিবীমা
ঘ. দুর্ঘটনা বীমা
- ঙ. বাজি চুক্তি
লিঙ্ক : বীমা
২৩. ‘বীমাচুক্তি ক্ষতিপূরণের চুক্তি’- কথাটি প্রযোজ্য নয় :
- ক. জীবন বীমা
খ. নৌ-বীমায়
গ. অগ্নি বীমায়
ঘ. শস্য
ঙ. ক্ষতিপূরণ বীমায়
লিঙ্ক : জীবন বীমা
২৪. কোনটি বীমার কাজ নয়?
ক. ঝুঁকি বণ্টন
- খ. ঋণ নিয়ন্ত্রণ
গ. ক্ষতি প্রতিরোধ
ঘ. নিশ্চয়তা প্রদান
ঙ. প্রতিরক্ষা বিধান
লিঙ্ক : বীমা
২৫. কোনটি নৌ-বীমা চুক্তির অপ্রকাশিত শর্ত?
ক. সমুদ্র যাত্রার তারিখ
- খ. যাত্রার বৈধতা
গ. বীমাকৃত সম্পদের বৈধতা
ঘ. রক্ষী বহর সাথে রাখা
ঙ. গন্তব্যস্থল ও পৌছানোর তারিখ
লিঙ্ক : নৌ বীমা
সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন ব্যাঙ্ক পেতে এখানে যান: এখানে যান
আরো পড়ুনঃ
ঢাকা বিশ্ববিদ্যালয় ’ক’ ইউনিট প্রশ্ন সমাধান ২০১০-১১
ঢাকা বিশ্ববিদ্যালয় ‘খ’ ইউনিট প্রশ্ন সমাধান ২০১২-১৩
0 responses on "ঢাকা বিশ্ববিদ্যালয় গ ইউনিট প্রশ্ন ২০১০ ২০১১"