ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমুহ

ঢাকা কলেজ, ইডেন কলেজসহ ঢাকার সাতটি বড় কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ও শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত হয়েছে সাতটি সরকারি কলেজ। এখন থেকে এই কলেজগুলোর ছাত্রছাত্রীদের ভর্তিপ্রক্রিয়া ও পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিচালিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিলেবাস অনুযায়ী শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবির) অধিভুক্ত ৭ কলেজের নাম

  1. ঢাকা কলেজ
  2. ইডেন মহিলা কলেজ
  3. সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ
  4. কবি নজরুল কলেজ
  5. বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ
  6. মিরপুর সরকারি বাঙ্‌লা কলেজ
  7. সরকারি তিতুমীর কলেজ

শিক্ষার্থী ও শিক্ষক সংখ্যা:  ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবির) অধিভুক্ত ৭ কলেজে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ১ লাখ ৬৭ হাজার ২৩৬ জন শিক্ষার্থী ও ১ হাজার ১৪৯ জন শিক্ষক রয়েছেন।

ঢাকা কলেজের শিক্ষার্থী মামুন হোসেন বলেন, আমাদের ঐতিহ্যবাহী ঢাকা কলেজের আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত। আজ ঢাকা কলেজ মেধা ও ফলাফল সুনাম অক্ষুন্ন রাখতে সক্ষম হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান তলানী পৌঁছেছে। যার ফলে এখন ভাল কলেজগুলো তাদের অধীনে নিয়েছে।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, নতুন যে সাতটি কলেজ অন্তর্ভুক্ত হয়েছে তারা শুধু প্রশাসনিক সুবিধা পাবে। এর বাইরে তাদের কলেজের নামসহ অন্য সবকিছু আগের মতো ঠিক থাকবে।

যেভাবে পাঠ্যক্রম পরিচালিত হবে:

কলেজ গুলো আগের মতো স্ব স্ব কলেজের শিক্ষক দ্বারাই শিক্ষাকার্যক্রম চলবে। এখন থেকে ওইসব কলেজের ভর্তি পরীক্ষা, শিক্ষা কার্যক্রম, একাডেমিক পরীক্ষা, ফলাফল প্রণয়ন এবং সিলেবাস প্রণয়ন সবকিছুই থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে।
এসব কলেজের শিক্ষার্থীরা সনদও পাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষার্থী এবং অধিভুক্ত কলেজসমুহের শিক্ষার্থীদের সনদে পার্থক্য থাকবে।

সাতটি নতুন কলেজ যোগ হওয়ায় ঢাবির অধিভুক্ত কলেজ সংখ্যা এখন ১১১টি। অন্য কলেজগুলোর শিক্ষা কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয় যেভাবে পরিচালনা করে আসছিল এ কলেজগুলোর কার্যক্রমও সেভাবে পরিচালিত হবে।

এই সাতটি কলেজ যুক্ত হওয়ার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও ইনস্টিটিউটের শিক্ষার্থী সংখ্যা ৪০ হাজার ৬৯৮ জন, শিক্ষক ৭ হাজার ৫৯১ জন। নতুন সাতটি কলেজের মোট অনার্স ও মাস্টার্স পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থী সংখ্যা এক লাখ ৬৭ হাজার ২৩৬ এবং শিক্ষক সংখ্যা এক হাজার ১৪৯।

ফলে নিজস্ব ৩১ হাজার ৯৫৫ জন শিক্ষার্থীর বাইরে আরও ২ লাখ ৮ হাজার শিক্ষার্থীর দেখভালের দায়িত্ব এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাঁধে।

 

আলাদা ভর্তি পরীক্ষা দিয়েই ভর্তি হতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে

২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষ  ভর্তির জন্য ভর্তি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েই ভর্তি হতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ কলেজে।

ভর্তি পরীক্ষার নিয়ম, আসন সংখ্যা, বিষয় ইত্যাদি বিস্তারিত আমাদের ইশিখনে পরবর্তীতে পোস্ট করা হবে।

আরো পড়ুন:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার সময়সূচী ও কেন্দ্রতালিকা প্রকাশ

ঢাবির অধিভুক্ত ৭ কলেজের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার সময়সূচী ও কেন্দ্রতালিকা জেনে নিন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজে অনার্স ১ম বর্ষে ভর্তির আবেদন শুরু ১৬ অক্টোবর

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ কলেজের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফল প্রকাশ হয়েছে

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline