ডিজিটাল পদ্বতিতে সার সুপারিষ কর
সার নিয়ে কৃষকরা সারা বছর কত রকমই না সমস্যায় পরে থাকে । কোন ফসলে কোন সময়ে কি পরিমান সার লাগবে কতটুকু দস্তা সার কতটুকু ইউরিয়া, কতটুকু টি এস পি, কতটুকু এম ও পি লাগবে এ নিয়ে কৃষকদের সমস্যা লেগেই থাকে । কখনও না জেনে বেশী সার দিয়ে ফেলে আবার কখনও কম দিয়ে ফেলে এতে ফলনে তারতম্য হয়ে থাকে । এ ছাড়া বাংলাদেশের একেক অঞ্চলের জমির ধরন একেক রকম। ওই অঞ্চলের জমির ধরন বুঝে সার দিলেই কৃষক চাহিদামতো ফসল উৎপাদন করতে পারবে। চাষীদের এসকল সমস্যা নিরসনে কৃষি মন্ত্রণালয়ের মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট ওয়েবভিত্তিক একটি সফটওয়্যার চালু করেছে যার মাধ্যমে কখন কোন এলাকার নির্দিষ্ট জমিতে বা নির্দিষ্ট সময়ে কি পরিমান সার লাগবে তা নির্ধারন করা যাবে । আর এ সফটওয়ারটি তৈরী করেছে ই-জেনারেশন। এই ঠিকানার www.frs-bd.com ‘ডিজিটাল সার সুপারিশ সফটওয়্যার’ নামের একটি ওয়েবসাইটে সারের তথ্য জানা যাবে।এই ওয়েবসাইটের প্রথম পৃষ্ঠায় দুটি অপশন পাবেন। প্রথম অংশ srdi লিখে, দ্বিতীয় অপশনে পাসওয়ার্ড (srdi) দিয়ে সাইটে ঢোকা যাবে। এরপর দ্বিতীয় পৃষ্ঠায় ফসলের নামসহ বিস্তারিত তথ্য দেওয়া থাকবে, সেটা পূরণ করে সার্চ বক্সে ক্লিক করলেই আপনার জমির প্রয়োজনীয় সারের মাত্রা জেনে যাবেন ।
জানা গেছে, এ পদ্ধতিতে সার ব্যবহার করে ধানের উৎপাদন ২০ থেকে ২৫ শতাংশ বেড়েছে। এ পদ্বতিটি ইতিমধ্যে বাংলাদেশের অধিকাংশ উপজেলায় ব্যবহার হচ্ছে ও কৃষকরা উপকার পাচ্ছে ।