জ্যামিতিক-আলোকবিজ্ঞান – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-পদার্থবিজ্ঞান ২য়পত্র-6 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1431
14301. যেসব লেন্সের প্রান্তভাগ অপেক্ষা মধ্যভাগ সরু তাদেরকে কী বলে?
- স্থূল মধ্য লেন্স
- ক্ষীণ মধ্যলেন্স
- অভিসারী লেন্স
- উত্তল লেন্স
14302. টেলিস্কোপে ইন্সত বস্তু শনাক্তকরণের জন্য কোনটি ব্যবহৃত হয়?
- ফাপা নল
- নোজ্যাপিস
- ভিউফাইন্ডার
- এডজাস্টিং স্ক্রু
14303. একটি প্রিজমে কয়টি আয়তাকার তল থাকে?
- 2
- 3
- 4
- 5
14304. উত্তল প্রতিসারক তলের বক্রতার ব্যাসার্ধ কেমন হয়?
- অসীম মানের
- ক্ষুদ্রমানের
- ধনাত্মক
- ঋণাত্মক
14305. প্রিজমের ক্ষেত্রে বিচ্যুতি কোণের সর্বনিম্ন মানকে বলা হয়-
- নিম্ন বিচ্যুতি কোণ
- নিম্নতম বিচ্যুতি কোণ
- ন্যূনতম বিচ্যুতি কোণ
- বিচ্যুতির নিম্নাঙ্ক
14306. প্রতিবিম্বের দৈর্ঘ্য ও লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যের অনপিাতকে কী বলঅ হয়?
- বিবর্ধন
- প্রধান ছেদ
- বক্রতার ব্যাসার্ধ
- প্রধান ফোকাস
14307. ‘সাদা আলোর প্রকৃতি যৌগিক’ এটি কে প্রমাণ করেন?
- হাইগেন
- নিউটন
- জোহান কেপলার
- ম্যাক্সওয়েল
14308. অবতল দর্পণের ফোকাস দূরত্ব 20 cm । দর্পণ হতে কত দূরে বস্তু স্থাপন করলে চারগুণ বিবর্ধিত বাস্তব প্রতিবিম্ব পাওয়া যাবে?
- 20 cm
- 25 cm
- 30 cm
- 60 cm
14309. একটি দর্পণ হতে 6 cm দূরে একটি বস্তু রাখা হলো। বস্তুটির প্রতিবিম্ব দর্পণের একই পাশে গঠিত হলে দর্পণটি হবে-
- সমতল দর্পণ
- অবতল দর্পণ
- উত্তল দর্পণ
- কোনোটিই নয়
14310. 20cm ফোকাস দূরত্বের উত্তল লেন্সের কত সে. মি. সামনে বস্তু রাখলে সমান আকারের বিম্ব গঠিত হবে?
- 10
- 20
- 30
- 40
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "জ্যামিতিক-আলোকবিজ্ঞান - এইচএসসি-পদার্থবিজ্ঞান ২য়পত্র-6 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1431"