জ্যামিতিক-আলোকবিজ্ঞান – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-পদার্থবিজ্ঞান ২য়পত্র-6 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1429
14281. 30 cm বক্রতার ব্যাসার্ধবিশিষ্ট একটি অবতল দর্পণ হতে কত দূরে বস্তু রাখলে সমশীর্ষ দ্বিগুণ আকারের প্রতিবিম্ব পাওয়া যাবে?
- দর্পণের সামনে 7.5 cm দূরে
- দর্পণের পেছনে 7.5 cm দূরে
- দর্পণের সামনে 15 cm দূরে
- দর্পণের পেছনে 15 cm দূরে
14282. দুইটি অবতাল লেন্সের সমবায়ের ক্ষমতা কীরূপ?
- ধনাত্মক
- অসীম মানের
- শূন্যের কাছাকাছি
- ঋণাত্মক
14283. কোন রঙের আলোর জন্য নির্দিষ্ট মাধ্যমের প্রতিসরণাঙ্কের মান সবচেয়ে কম?
- বেগুনি
- আসমানী
- লাল
- সবুজ
14284. 30 cm ফোকাস দূরত্ববিশিষ্ট একটি সমতল দর্পণ থেকে 50 cm দূরে একটি বস্তু আছে। প্রতিবিম্বটি কোথায় গঠিত হবে?
- 30 cm
- 50 cm
- 75 cm
- 150 cm
14285. প্রতিফলক দূরবীক্ষণ সুবিধা কোনটি?
- যন্ত্রটি আকারে বেশ বড়
- বর্ণত্রূটি বা গোলীয় ত্রূটি থাকে না
- উল্টো প্রতিবিম্ব গঠন করে
- যন্ত্রের দৃষ্টিক্ষেত্র বেশ প্রশস্ত
14286. জ্যামিতিক আলোকবিজ্ঞান আলোচনা করা হয়-
- আলোকের প্রকৃতিজনিত ধর্ম
- আলোর বেগ
- আলোক যন্ত্রপাতি
14287. প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্রে অভিলক্ষ্য কোনটি দ্বারা গলিত?
- উত্তল লেন্স
- উত্তল দর্পণ
- অবতল দর্পণ
- অবতল লেন্স
14288. নভোদূরবীক্ষণ যন্ত্রের অভিনেত্রর লেন্স কী দিয়ে তৈরি?
- পাইরেক্স কাচ
- ঘষা কাচ
- ফ্লিন্ট কাচ
- ক্রাউন কাচ
14289. নিচের কোনটিকে অবতল লেন্সের ফোকাস দূরত্ব নির্ণয়ের জন্য সহায়ক হিসেবে ব্যবহার করা হয়?
- সমতল দর্পণ
- অবতল দর্পণ
- অবতল লেন্স
- উত্তল লেন্স
14290. দর্পণ হিসেবে কাজ করে-
- পালিশ করা টেবিল
- ঘরের দেওয়াল
- পরিষ্কার পারদ পৃষ্ঠ
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "জ্যামিতিক-আলোকবিজ্ঞান - এইচএসসি-পদার্থবিজ্ঞান ২য়পত্র-6 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1429"