জেলা পরিচালক – District Admin এর করণীয়, যোগ্যতা এবং সুবিধা সমুহ

ইনফোনেট সারাদেশ অনলাইন কোর্স , ফ্রিল্যান্সিং কে তথা ই-লার্নিংকে ছড়িয়ে দিতে প্রতিটি জেলায় এডমিন নিয়োগ দিচ্ছে। এজন্য প্রতিটি জেলায় আলাদা আলাদা গ্রুপ করা হয়েছে।  এডমিনগণ স্ব স্ব জেলার গ্রুপের দায়িত্ব নিয়ে উক্ত জেলার শিক্ষিত তরুণদের ফ্রিল্যান্সিং এ সম্পৃক্ত করতে হবে। এজন্য এডমিনকে অবশ্যই ইন্টারনেট প্রফেশনাল হতে হবে। এর সাথে এসইও, এসএমএম, ব্লগিং কিংবা টিউনারদের অগ্রাধিকার দেওয়া হবে। তবে নিজ জেলার তরুণদের ফ্রিল্যান্সিং সম্পৃক্ত করতে নিজের সৃজনশীল বুদ্ধি তথা দক্ষতা কাজে লাগাবেন। তার আগে অবশ্যই এডমিনকে ইনফোনেট সর্ম্পকে ভালোভাবে জানতে হবে। ইনফোনেট সর্ম্পকে জানতে আমাদের ওয়েবসাইট, ফেসবুক গ্রুপ, ফ্যানপেইজ, নোটস,  এবং টিভি টকশো  সমুহের সাহায্য নিতে পারেন। তবে আমাদের মুল উদ্দেশ্য শুধুমাত্র ফ্রিল্যান্সিং নয়, ইনফোনেট এর মুল লক্ষ্য সারাদেশে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা ব্যবস্থাকে ই-লার্নিং অথার্ৎ অনলাইন বেইজড শিক্ষা ব্যবস্থা চালু করা, শিশুদের জন্য পড়াশুনা ভিত্তিক গেইমসহ প্রযুক্তিকে কাজে লাগিয়ে সহজে কোন বিষয় ব্যাখ্যা করা এবং শেখানো এবং এতে আমাদের বর্তমানে শিক্ষার্থীদেরই আমরা কাজে লাগাবো।
ফ্রিল্যান্সিং ছড়িয়ে দিতে সরকার এবং  কিছু বেসরকারী সংগঠন/ প্রতিষ্ঠান কাজ করছেন কিন্তু তাতে ফলাফল খুব একটা ফলপ্রসু হচ্ছে না।  তার প্রধান কারণ এখানে ফ্রিল্যান্সিং এর চেয়ে লোক দেখানো কাজই বেশি হয়। জেলাভিত্তিক কিছু তরুণকে জড়ো করে ২/৩ ঘন্টার কয়েকজনের কিছু আলোচনা, আপ্যায়ন, ৩০০/৫০০ টাকা চাঁদা আদায় এর মধ্যেই এটা সিমাদ্ধ থাকে। ফলে আগ্রহীরা কাজ না জানায় আলোচনা শুনে কিছু ধারণা লাভ করা ছাড়া খুব বেশি উপকৃত হয় না। তবে অনেকেই হয়তো শুনে নিজ উদ্যোগে শুরু করেন। আবার অনেকে ফ্রি সেমিনারে পুনার্ঙ্গ আলোচনাও করে না, তাদের দক্ষতা অনুযায়ী ভালো একটি ক্লাস নিয়ে নিজেদের প্রচারণা শুরু করেন।
আর বর্তমানে আমরা আমাদের সততা এবং দক্ষতা দিয়ে এখনো সাফল্যের সাথে এগিয়ে চলেছি এবং ইনফোনেট এর লক্ষ্য আগামী ২০২০ সালের মধ্যে সারাদেশে ফ্রিল্যান্সিং এর পাশাপাশি মাধ্যমিক স্থরের শিক্ষা-ব্যবস্থাকে অনলাইনবেইজ করা। এটা অনেকটা অনলাইন কোচিং এর মত হবে। এর এই জন্যেই সারাদেশ থেকে আমাদের দক্ষ, প্রফেশনাল এবং সময়ানুবর্তী এডমিন প্রয়োজন, যিনি ইনফোনেটকে একান্ত নিজের প্রতিষ্ঠান মনে করে ইনফোনেট এর জন্য কাজ করবেন।
এডমিনদের করণীয়:
আগেই বলা হয়েছে এডমিনদের মুল কাজ নিজ জেলার শিক্ষিত তরুণদের ফ্রিল্যান্সিং এবং প্রযুক্তিতে এগিয়ে নিতে কাজ করা। আর এটাই প্রথম এবং প্রধান কাজ এর জন্য যেই এডমিন যেভাবে পারেন কাজ করবেন। তবে আমি কিছু দিক নির্দেশনা দিচ্ছি। কোর্সের জন্য আমরা উক্ত জেলার এডমিন কর্তৃক বাছাইকৃত ৪ কে আমাদের কোর্স + ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবো। আর আর উনারাই উক্ত জেলায় আমাদের অন্য মেম্বারদের সহায়তা করবেন। তবে এডমিন নিজেও চাইলে যেকোন একটি কোর্সে অংশ নিতে পারবেন।

  • অনলাইন একটিভিটি:
  1.  গ্রুপে নিয়মিত একটিভ এবং উক্ত জেলার মেম্বারদের গ্রুপে অর্ন্তভুক্ত করানোর জন্য আইটি/ফ্রি্ল্যান্সিং এবং নিয়মিত টিউটোরিয়াল প্রদান করা।
  2. প্রতিদিন এডমিন কর্তক কম্পক্ষে ১০টি পোস্ট করা এবং পোস্টগুলো নিদির্ষ্ট সময় অন্তর অন্তর। পোস্টগুলো ফ্রিল্যান্সিং , তথ্য-প্রযুক্তি, টিউটোরিয়াল এবং ইনফোনেট সর্ম্পকিত হতে হবে।
  3. প্রতিদিন ইনফোনেট কোর্স, অনলাইন ট্রেইনিং বিভিন্ন অফার সর্ম্পকে নিয়মিত পোস্ট করা, এক্ষেত্রে ইনফোনেট ওয়েবসাইটফেসবুক গ্রুপফ্যানপেইজনোটস,  এবং টিভি টকশো  সমুহের সাহায্য নিতে পারেন।
  4. নিজের এবং বন্ধুদের সাথে ইনফোনেট এর পোস্ট, অফার এবং সেমিনার সমুহ শেয়ার করা।
  5. ইনফোনেট এর প্রশিক্ষণ, আমাদের উদ্যোগ ইত্যাদি নিজ জেলার গ্রুপ সমুহ, ব্লগ এবং কমিউনিটিতে পোস্ট করা।
  6. নিজ জেলার আঞ্চলিক পত্রিকা সমুহের সাথে যোগাযোগ করে ইনফোনেট এর উদ্যোগ সর্ম্পকে তাদের জানানো।
  7. প্রতি মাসে কম্পক্ষে একবার মেম্বারদের সাথে ফ্রিল্যান্সিং নিয়ে মিট-আপের আয়োজন করা এবং এতে নতুন নতুন মেম্বারদের অংশগ্রহণ নিশ্চিত করা।
  8. আমাদের প্রতি মাসে একটি করে ফ্রি ফ্রিল্যান্সিং সেমিনার হয়, উক্ত সেমিনারে স্ব স্ব জেলা থেকে কম্পক্ষে ৫ জন মেম্বার নিশ্চিত করা।
  9. উক্ত জেলা থেকে ৪ জন দক্ষ, পরিশ্রমী এবং মেধারী ফ্রিল্যান্সিং এ আগ্রহী তরুণ নিশ্চিত করা, যারা পরবর্তীতে ইনফোনেট এর উক্ত জেলার মেম্বারদের শেখাবেন এবং সহযোগীতা করবেন। তদুপরী ইনফোনেট এর সাথে কাজ করবেন।
  10. উক্ত জেলার উপজেলা সমুহ হতে একজন করে উপজেলা এডমিন নিশ্চিত করা। যারা উক্ত উপজেলায় ফ্রিল্যান্সিং তথা ইনফোনেট এর কাজ করবে।
  11. যারা প্রত্যন্ত অঞ্চলে বসবাস করছেন, নেটস্পীড অত্যন্ত কম (ডাউনলোড স্পীড ৪০ এর নিচে) হওয়ায় কোর্সে অংশ নিতে পারছেন না, কিংবা যাদের ইন্টারনেট কানেকশন নেই, তাদের কাছে ইনফোনেট এর টিউটোরিয়াল ডিভিডি পৌঁছে দেওয়া এবং ডিভিডি দেখে কোনটা বুঝতে সমস্যা হলে তাদের সহযোগীতা করা।
  12. বছর শেষে আমরা ৫ জন এডমিনকে ফ্রিল্যান্সিং এ তরুণদের সম্পৃক্ত করার জন্য পুরস্কৃত করবো এবং বেসিসকেও সুপারিশ করবো, তাদের পুরস্কৃত করার, আর এটা হবে, আপনার জেলার গ্রুপ মেম্বারদের ভোট এবং উক্ত জেলা থেকে কতজন ফ্রিল্যান্সিং করছেন, তার উপর।
  13. এছাড়া আরো কিছু কাজ রয়েছে যেটি আমরা নির্বাচিত মেম্বারদের নিয়ে অনুষ্ঠিত ওয়েবিনারে জানাবো।

যোগ্যতা:

  1. আগেই বলা হয়েছে এডমিনদের ইন্টারনেট প্রফেশনাল হওয়া চাই। ইন্টারনেট এবং ফেসবুকের এর উপর কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
  2. বয়স কম্পক্ষে ১৮ হতে হবে এবং সর্বনিম্ন এইচ.এস.সি পাশ হতে হবে। তবে এক্সপার্টদের ক্ষেত্রে বয়স এবং শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।
  3. নিজ জেলা শহরে স্থায়ীভাবে বসবাস করতে হবে।
  4. বাসায় অবশ্যই ইন্টারনেট সংযুক্ত কম্পিউটার অথবা ল্যাপটপ থাকতে হবে।
  5. বাংলা টাইপিং জানতে হবে এবং লেখা শুদ্ধ হতে হবে।
  6. এডমিনকে কোন বিষয় ফুটিয়ে তোলার জন্য সৃজনশীল এবং গুছিয়ে লেখার দক্ষতা থাকতে হবে।
  7. আগে কোন ফেসবুকের এডমিন এবং ফেসবুক গ্রুপ সর্ম্পকে ভালো ধারণা থাকতে হবে।
  8. ফ্রিল্যান্সিং এর উপর সর্বনিম্ন ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
  9. ইনফোনেট গ্রুপের সর্বনিম্ন ৬ মাসের পুরনো মেম্বার হতে হবে।
  10. সৎ,পরিশ্রমী, বিনয়ী, সময়ানুবর্তী এবং কোন সমস্যার তাৎক্ষনিক বুদ্ধিদীপ্ত সমাধান দেওয়ার দক্ষতা থাকতে হবে।
  11. প্রতিটি মেম্বারের সাথে বিনয়ী ও ভদ্রভাবে কথা বলতে হবে, মেম্বারদের সমস্যা গুরুত্বের সাথে দেখতে হবে এবং দ্রুত সমাধান দিতে হবে। মেম্বারদের আচরণে কোনভাবেই ক্ষুদ্ধ না হয়ে তার সমস্যার সমাধান দিতে হবে।
  12. মেম্বারদের সাথে কোনভাবেই খারাপ আচরণ করা যাবে না। কিছু কিছু মেম্বার পাওয়া যাবে, যারা ইনফোনেট নিয়ে নানা বাজে মন্তব্য, বিরোধীতা এবং কুৎসা রটাবে, তথা নানা রকম দোষ-ত্রুটি বের করার চেষ্টা করবে, যেকোন ভালো কাজের পেছনে সবসময় এই রকম কিছু আবর্জনা থাকে এবং থাকবে, এরা নিজেরা অন্যের ভালো দেখতে পারেনা। সবসময় অনিষ্টকারী হিসেবে থাকেন। আবার কিছু দেখবেন নিজের একটা ট্রেনিং সেন্টার আছে সেখানে স্টুডেন্ট কমে যাবে ইত্যাদি কারণে বিরোধীতা করবে। এদের কোন প্রকার নোটিশ ছাড়াই ব্যান করবেন। তবে যৌক্তিক সমালোচনা এবং সঠিক ত্রুটি হলে অবশ্যই সেটার দ্রুত সমাধান করবেন।

 সুবিধাসমুহ এবং সম্মানী:
ইনফোনেট একটি নন-প্রফিট অর্গানাইজেশন যার মুল লক্ষ্য সারাদেশে ই-লার্নিং চালু করা। এখানে আপনি অনেকটা স্বেচ্ছাসেবকের মত কাজ করবেন। তবে আমরা আপনাকে আপনার কাজের উপর ভিত্তি করে, কিছু সম্মানি দিবো। এটা পার্টটাইম জবের মত। আপনি এখানে ৯টা-৫টা অফিস করতে হবে না। আমরা সবাই ফেসবুক এনজয় করি, ফেসবুক ওপেন করলে লাইক কমেন্ট করেই সময় নষ্ট করি, এখানে শুধু ঔই সময়টুকু আপনার বন্ধু কিংবা আপনার জেলার প্রতিবেশীদের বেকার সমস্যা দুরীকরণে এবং তরুণদের প্রযুক্তিতে এগিয়ে নিতে কাজ করবেন। সেটা প্রতিদিন ফেসবুক চেক করার সময় ২ ঘন্টা করলেই বিশাল কিছু।
তবে নিরাশ হওয়ার কিছু নেই, আপনার জেলা থেকে কতজন আমাদের কোর্সে অংশ নিবেন এবং কতজন সিডি কিনবেন তার উপর ভিত্তি করে আপনাকে কিছু সম্মানি দিবো এবং সেটা একেবারেই ছোট নয়, আপনি যদি আপনার জেলা থেকে প্রতিমাসে ১০ জন শিক্ষার্থীকে ফ্রিল্যান্সিং শেখাতে সহায়তা করতে পারেন এবং ১০ জনকে সিডি পৌছে দিতে পারেন, তবে আপনি ৩,০০০/- থেকে ৪,০০০ টাকার মত একটা পুরস্কার সম্মানি পাবেন। (প্রতি শিক্ষার্থীর ক্ষেত্রে ২০০/- থেকে ২৫০টাকা এবং প্রতিটি অলকোর্স টিউটোরিয়াল সিডির জন্য ১০০ থেকে ১৫০ টাকা)
কিভাবে এডমিন হবেন:
এডমিন হতে হলে আপনাকে প্রথমত আমাদের ইমেইল: infonetbdorg@gmail এ আপনার এক কপি সিভি পাঠাতে হবে। এরপর আমরা আপনাকে ঔই মেইলে আপনাকে একটি রেজিস্ট্রেশন লিংক পাঠাবো, ওখানে রেজিস্ট্রেশনের পর আপনাকে ইনফোনেট নিয়ে কিছু প্রশ্ন করা হবে। প্রশ্নের উত্তরের ভিত্তিতে আপনাকে আমরা চুড়ান্তভাবে নির্বাচন করবো এবং নির্বাচিতদের নিয়ে একটি অনলাইন সেমিনার হবে। যেখানে তাদের করণীয়, কিভাবে কি করতে হবে, তাদের উপর লাইভ প্রোজেক্ট দেখানো হবে এবং পরবর্তীতে সবাইকে স্ব স্ব জেলার গ্রুপের এডমিন করা হবে। এরপর আমরা সবার ঠিকানায় কুরিয়ার করে আমাদের টিউটোরিয়াল ডিভিডি গুলো পাঠিয়ে দেবো

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline