জেনে নিন ভুট্টার কান্ড পচা রোগ ও তার প্রতিকার

ভুট্টা একটি অধিক ফলনশীল দানা শস্য । এর গাছ বর্ষজীবি গুল্ম । ভুট্টা গ্রামিনী গোত্রের ফসল, বৈঞ্জানিক নাম Zea Mays L একই গাছে পুরুষ ফুল ও স্ত্রী ফুল জন্মে । পুরুষ ফুল একটি মঞ্জুরী দন্ডে বিন্যস্ত হয়ে গাছের মাথায় বের হয় ।
বিভিন্ন প্রজাতীর ছত্রাক যথা ডিপ্লোডিয়া মেডিস, ফিউজেরিয়াম মনিলিফরমি-এর কারনে এ রোগ হয়ে থাকে । প্রাথমিক লক্ষন হিসেবে গাছের কান্ড পচে যায় এবং গাছ মাটিতে ভেংগে পরে ।
আমাদের দেশে খরিপ মৌসুমে এ রোগটি বেশি হয়ে থাকে । জমিতে নাইট্রোজেনের পরিমান বেশি এবং পটাশের পরিমান কম হলে ছত্রাকজনিত কান্ড পচা রোগ বেশি হয় ।

  • প্রতিকার
    ১। ছত্রাক নাশক ভিটাভেক্স-২০০ দিয়ে বীজ শোধন করে লাগাতে হবে ।
    ২। সুষম হারে সার ব্যবহার করতে হবে, বিশেষ করে নাইট্রোজেন ও পটাশ পরিমিত মাত্রায় প্রয়োগ করতে হবে ।
    ৩। ভুট্টা কাটার পর পরিত্যক্ত অংশ পুরিয়ে ফেলতে হবে ।
    ৪। শিকড় ও কান্ড আক্রমনকারী পোকা-মাকড় দমন করতে হবে ।
    ৫। আক্রান্ত জমিতে অনুমোদিত ছত্রাক নাশক ২-৩ বার স্প্রে করতে হবে ।

 

আরও পড়ুনঃ

জেনে নিন আলুর আগাম ধ্বসা বা আর্লি রোগ দমন

জেনে নিন চীনাবাদামের পাতার দাগ রোগ দমন

জেনে নিন তিলের কান্ড পচা রোগ দমন

জেনে নিন সরিষার জাব পোকা দমন

 

 

মন্তব্য করুন