জেনে নিন বিনা চাষে আলু উৎপাদন

download (3)
আলু বাংলাদেশের একটি প্রধান ফসল ভাতের পরই যার স্থান । কার্তিক মাসের মাঝামাঝি থেকে অগ্রহায়ন মাসের মাঝামাঝি (অক্টোবরের শেষ থেকে নভেম্বরের শেষ) আলু রোপনের উপযুক্ত সময় । এ সময় বন্যার পানি জমি থেকে নেমে যাওয়ার পর ভিজা মাটিতে আলুর আস্ত বীজ ৫০/২৫ সেমি দূরত্বে রোপন করতে হবে । আংগুলে চাপ দিয়ে বীজ মাটিতে বসিয়ে দিতে হবে ।
বীজ বপনের আগে হেক্টর প্রতি ২৮০-২৯০ কেজি ইউরিয়া, ১৯০-২২০ কেজি টি এস পি এবং ২৬০-২৮০ কেজি এম ও পি সার প্রয়োগ করতে হবে । বীজ বপনের পর শুকানো কচুরীপানা বা ধানের খড়ের ১০-১২ সেমি পুরু আচ্ছাদন দিয়ে জমি ঢেকে দিতে হবে । এভাবে আগাম আলু উৎপাদন করা যায় । এক্ষেত্রে জমি তৈরী, সেচ, মাটি তোলা, আগাছা দমন ইত্যাদির খরচ নাই। ফলে আবাদের খরচ অনেক কম হয় । এ পদ্ধতিতে চাষ করে হেক্টর প্রতি ২৫-৩০ টন ফলন পওয়া যেতে পারে । ফসল সংগ্রহের সময় ইদুরের উপদ্রপ হতে পারে । উপযুক্ত ব্যবস্থা গ্রহন করে ইদুর দমন করা যায় । যেসব এলাকায় স্বাভাবিক নিয়মেই জমি ভিজা থাকে সেখানে এই প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে ।

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline