জেনে নিন বাতাবি লেবুর উৎপাদন প্রযুক্তি

মাটি
গভীর, হালকা, দোআশ পলি নিকাশ সম্পন্ন মাটি লেবু চাষের জন্য উত্তম । মধ্যম অম্লীয় মাটিতে বাতাবীলেবু ভালো জন্মে ।
বপনের সময়
মধ্য-কার্তিক থেকে মধ্য-ফাল্গুন (মার্চ থেকে অক্টোবর) মাস ।
চাষ পদ্ধতি
গুটি,কলম ও বাডিং তৈরী করে মধ্য-বৈশাখ থেকে মধ্য-আশ্বিন(মে-সেপ্টেম্বর) মাসে ৫/৫ মি দূরত্বে রোপন করা হয় । সাধারনত ৮-১০ মাসের বাতাবিলেবুর চারা বাডিং ও গ্রাফটিংয়ের জন্য আদিজোড় হিসেবে ব্যবহারকরা হয় ।

  • সারের পরিমান
  • > ১-২ বছর ইউরিয়া ১৭৫-২২৫ গ্রাম, টিএসপি ৮০-৯০ গ্রাম, এমওপি ১৪০-১৬০ গ্রাম, গোবর ৭-১১ কেজি ।
  • > ৩-৪ বছর ইউরিয়া ২৭০-৩০০ গ্রাম, টিএসপি ১৪০-১৭০ গ্রাম, এমওপি ৪০০ গ্রাম-৫০০ গ্রাম ও গোবর ১০-২০ কেজি
  • > ৫-১০ বছর ইউরিয়া ৫০০-৬০০ গ্রাম, টিএসপি ৪০০-৫০০ গ্রাম, এমওপি ৪৫০-৫০০ গ্রাম ও গোবর ১৫-২৫ কেজি
  • > ১০ বছরের উপর ইউরিয়া ৬০০-৭০০ গ্রাম, টিএসপি ৪০০-৪৫০ গ্রাম, এমওপি ৬০০-৬৮০ গ্রাম ও ২৫-৩০ কেজি প্রয়োগ করতে হবে ।

সার প্রয়োগের সময়
সার মধ্য-মাঘ থকে মধ্য ফাল্গুন(ফেব্রুয়ারী),মধ্য-বৈশাখ থেকে মধ্য-জ্যৈষ্ট(মে) ও মধ্য- কার্তিক (অক্টোবর) মাসে প্রয়োগ করা হয় ।
অংগ ছাটাই
প্রতি বছর ফল আহরনের পর অবাঞ্চিত ডালপালা ছাটাই করতে হয় ।
পানি সেচ ও নিকাশ
শুকনা মৌসুমে২-৩ বার সেচ দিতে হয় । বর্ষার সময় গাছের গোড়ায় যাতে পানি জমতে না পারে সেজন্য পানি নিকাশের ব্যবস্থা রাখতে হবে ।
ফল সংগ্রহ
ফল কিছুটা হলদে বর্ন ধারন করলে ১লা ভাদ্র থেকে মধ্য-আশ্বিন (মধ্য-আগষ্ট থেকে অক্টোবরের ১ম সপ্তাহ) ফল সংগ্রহ করা যায়।

 

আরও পড়ুনঃ

জেনে নিন আলুর আগাম ধ্বসা বা আর্লি রোগ দমন

জেনে নিন চীনাবাদামের পাতার দাগ রোগ দমন

জেনে নিন তিলের কান্ড পচা রোগ দমন

 

 

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline