জেনে নিন টিস্যু কালচারের মাধ্যমে আনারস চারা উৎপাদন

আনারস একটি সুস্বাধু ও পুষ্টিকর ফল । বাংলাদেশে ১৪ হাজার হেক্টর জমিতে আনারস চাষ হয় এবং প্রায় ১ লক্ষ ৪৮ হাজার মেট্রিক টন আনারস উৎপাদিত হয় । সিলেট,মৌলভীবাজার, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, ময়মনসিংহ ও টাংগাইল জেলা আনারস চাষের জন্য প্রসিদ্ধ ।
আনারস উৎপাদনের মৌসুম সাধারনত মধ্য-জৈষ্ঠ থেকে মধ্য-ভাদ্র(জুন থেকে আগষ্ট) মাস পর্যন্ত । তবে কৃতিৃম উপায় হরমোন ব্যবহার করে সারা বৎসর আনারস উৎপাদন সম্ভব । আনারস অংগজ উপায়ে প্রধানত বংশ বিস্তার  করে থাকে । স্বাভাবিক ভাবে বৎসরের একটি নির্দিষ্ট সময়ে খুব সীমিত সংখ্যক চারা (Sucker) উৎপাদিত হয় । ফলে আনারস চাষের সময় চারার মূল্য বৃদ্ধি পায় ও প্রয়োজনীয় চারার অভাবে চাষের জমির পরিমান কমে যায় ।
সম্প্রতি চারা উৎপাদনের জন্য টিস্যু কালচার পদ্ধতি জনপ্রিয়তা অর্জন করেছে এবং টিস্যু কালচারের মাধ্যমে চারা উৎপাদনের পদ্ধতি উদ্ভাবিত হয়েছে।
এ পদ্ধতিতে সারা বৎসর গভেষনাগারে কৃত্রিম পরিবেশে অল্প সময়ের মধ্য প্রচুর পরিমানে চারা উৎপাদন করা সম্ভব । গুনাগুন বিচারে মাতৃগাছের অনুরুপ হয়, ফলে জাতের বিশুদ্ধতা নষ্ট হয় না । তদুপরি টিস্যু কালচারের চারা সমবয়সি ও সমান আকৃতির হয়, ফলে আনারস চাষ সহজতর হয় ।

 

আরও পড়ুনঃ

জেনে নিন আলুর আগাম ধ্বসা বা আর্লি রোগ দমন।

জেনে নিন চীনাবাদামের পাতার দাগ রোগ দমন

জেনে নিন তিলের কান্ড পচা রোগ দমন

জেনে নিন সরিষার জাব পোকা দমন

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline