
ফসলের পোকা দমনে বোর্দো মিক্সার একটি কার্যকরী উপাদান । ফরাসি দেশের বোর্দো বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মিলারডেট প্রায় ১০০ বছর আগে বোর্দো মিক্সার আবিষ্কার করেন। প্রফেসর বিশ্ববিদ্যালয়ের নাম অনুসারে এর নাম রাখেন বোর্দো মিক্সার। ১০০ বছর পূর্বে যেমন এটা কার্যকরী তেমনি বর্তমানেও এটা সমান ভাবে কার্যকারী। বোর্দো মিক্সার এমন একটি মিশ্রণ দ্রবণ যেটি গাছের রোগ দমনে বিশেষ ভাবে ভূমিকা রাখে। এটা তৈরী করা খুবই সহজ যেকেউ এটি তৈরী করে ব্যবহার করতে পারবে । নিচে এটির প্রস্তুত প্রনালী দেয়া হলো :
যা লাগবেঃ
১। তুতে ২। চুন ৩। পানি ৪। ২টি ছোট ও ১টি বড় মাটির পাত্র। ৫। দুটি বাস বা কাঠের কাঠি ৬।স্প্রেয়ার ৭।একটি ইস্পাতের চাকু।
প্রস্তুত প্রণালীঃ
১। তুঁতে ও চুন আলাদাভাবে মিহিকরে গুড়া করে নিতে হবে।
২। ছোট মাটির পাত্র ২টিতে ৫ লিটার করে পানি নিতে হবে।
৩। একটি মাটির পাত্রে ১০০ গ্রাম মিহি করা তুঁতে ও অন্য পাত্রে ১০০ গ্রাম মিহি করা চুন ঢেলে দিতে হবে।
৪। বাঁশের কাঠি দিয়ে দুই পাত্রের তুঁতে ও চুন ভালভাবে ঘুটে নিতে হবে। এরপর ৮-১০ ঘণ্টা ভিজিয়ে রাখুন।
৫। এরপর দু পাত্রের মিছ্রিত দ্রবণ বড় মাটির পাত্রে ঢালুন। ভাল ভাবে ঘুটে নিন। এটাই হল বোর্দো মিক্সার।
৬। বোর্দো মিক্সার টি সঠিক মাত্রায় হয়েছে কিনা তা রং দেখে বোঝাযায়। মিশ্রিত দ্রবনের রং গাড় নীল হলে বুঝতে হবে সঠিক হয়েছে। দ্রবণ সবুজ বা সাদা হলে যথাক্রমে তুঁতে ও চুন বেশি হয়েছে। পানি দিয়ে মাত্রা ঠিক করে নিন।
৭। এবার স্প্রে করার জন্য একদম তৈরি।
মনে রাখা দরকারঃ
১। তুঁতে ও চুন ভালভাবে মিহি হল কিনা দেখতে হবে।
২। দ্রবণ প্রস্তুত করার ২-৩ ঘণ্টার মধ্য স্পে করা দরকার।
৩। প্রস্তুত করা মিক্সার ইস্পাতের চাকুর অগ্রভাগ ডুবিয়ে দেখে নিন লালচে দাগ পড়ে কিনা। না পড়লে মিশ্রণ মাত্রা সঠিক হয়েছে।
তথ্যসূত্র: এগ্রোবাংলা