তিসি একটি তেল জাতীয় ফসল, এতে তেল ছাড়াও আশ পাওয়া যায় । তেল ফসল হিসাবে জমির পরিমানের দিক থেকে সরিষা,তিল এবং সয়াবিনের পর তিসির স্থান । ফরিদপুর, পাবনা, যশোর, রাজশাহী, কুমিল্লা ও টাংগাইলে তিসি বেশী জন্মে । তিসির তেল ভোজ্য তেল নয় । তিসির তেল ইন্ডাস্ট্রিয়াল অয়েল হিসাবে ব্যাবহৃত হয় ।

মাটি
এটেল মাটি তিসি চাষের জন্য সবচেয়ে উপযোগী । পলি দোআশ ও এটেল দোআশ মাটিতে তিসির চাষ করা যায় ।
জমি তৈরি 
তিসির বীজ ছোট বলে জমিতে ৪-৫ টি আড়াআড়ি চাষ ও ২-৩ টি মই দিয়ে মসৃন ভাবে জমি তৈরি  করতে হয় ।
বপনের সময়
কার্তিক(মধ্য-অক্টোবর হতে মধ্যে-নভেম্বর)
বীজের হার
৭-৮ কেজি/হেক্টর
বপন পদ্ধতি
তিসি সাধারনত ছিটিয়ে বপন করতে হয় । তবে সারিতে বপন করা ভালো । সারি থেকে সারির দূরত্ব ৩০ সেমি রাখতে হয় ।
সারের পরিমান 
সাধারনত তিসি বিনা সারে চাষ করা হয় । তবে ইউরিয়া ৭০-৮০ কেজি, টিএসপি ১১০-১৩০ কেজি, এমওপি ৪০-৫০ কেজি প্রয়োগ করলে ভালো ফলন পাওয়া যায় ।
সার প্রয়োগ পদ্ধতি
ইউরিয়া সার অর্ধেক ও বাকি অন্যসব সার শেষ চাষের সময় জমিতে মিশিয়ে দিতে হবে । বাকি অর্ধেক ইউরিয়া বীজ বপনের ২৫-৩০ দিন পর প্রয়োগ করতে হবে ।
পরিচর্যা
জমি আগাছামুক্ত রাখতে হবে । প্রয়োজনমত ১-২ বার সেচ দিলে ফলন ভালো হয় ।
ফসল সংগ্রহ
ফল পরিপক্ক হওয়ার সময় গাছ ও ফল সোনালী বা কিছুটা তামাটে রং ধারন করে । এমন হলে ফসল কেটে মাড়াই করে এবং রোদে শুকিয়ে ফসল সংগ্রহ করতে হয় ।

 

আরও পড়ুনঃ

জেনে নিন চীনাবাদামের পাতার দাগ রোগ দমন

জেনে নিন তিলের কান্ড পচা রোগ দমন

জেনে নিন সরিষার জাব পোকা দমন

 

 

মন্তব্য করুন

Need Help? Send a WhatsApp message now

Click one of our representatives below

Jannatul Ferdous
Jannatul Ferdous

Course Counsellor

I am online

I am offline

Md. Shamim Sweet
Md. Shamim Sweet

Course Counsellor

I am online

I am offline

Mehedi Hasan
Mehedi Hasan

Technical Support

I am online

I am offline

Rezaul Hasan Sarker
Rezaul Hasan Sarker

Course Counsellor

I am online

I am offline

Ariful Islam Aquib
Ariful Islam Aquib

Course Counsellor

I am online

I am offline

Syeda Nusrat
Syeda Nusrat

Course Counsellor

I am online

I am offline