জেনে নিন ইদুরের ক্ষতির ব্যাপকতা

     rat
         বাংলাদেশ কৃষি প্রধান দেশ । এ দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি কৃষি । এদেশের কৃষকের অক্লান্ত পরিশ্রম ও সরকারের সময়োপযোগী পদক্ষেপের কারনে দেশ এখন খাদ্যে সয়ংসম্পন্ন । দেশ খাদ্যে সয়ংসম্পন্ন হওয়া সত্তেও দেখা যায় প্রতি বছর কৃষকের উৎপাদিত ফসলের একটি বড় অংশ ইদুর দ্বারা নষ্ট হয় । ইদুর মাঠ থেকে শুরু করে ফসল কর্তনের পরেও গুদামজাত অবস্থায় বা গোলায় তোলার পরও ক্ষতি করে । সুতরাং ইদুর আমাদের ফসলের এমন একটি অনিষ্টকারী বালাই যেটি সর্বাবস্থায় আমাদের ক্ষতি করে ।
কৃষকের উৎপাদিত ফসলের একটি বড় অংশ ইদুর দ্বারা নষ্ট হয় । ইদুর যে পরিমান খাবার খায় তার চেয়ে বেশী কেটেকুটে নষ্ট করে । ক্রমবর্ধমান হলেও বর্ধনশীল জনসংখ্যার খাদ্যের প্রয়োজন  মেটাতে মাঠে একাধিক ফসলের চাষ হচ্ছে । এক হিসাবে দেখা গেছে প্রতি বছর ইদুরের কারনে ১০-১২ লাখ টন খাদ্য শস্য নষ্ট হয়ে থাকে । একটা ইদুর প্রতিদিন তার দেহের ওজনের ১০ ভাগ খাদ্যে গ্রহন করে এবং সমপরিমান কেটেকুটে নষ্ট করে । ইদুর ছোট প্রানী হলেও এর ক্ষতির ব্যপকতা অনেক বেশী । ইদুর শুধু ফসলের ক্ষতিই করে না এটি মানব স্বাস্থ্যর জন্য হুমকি স্বরুপ । এর মলমুত্র ও লোম আমাদের খাদ্যে দ্রব্যে মিশে টাইফয়েড, চর্মরোগ, কৃমিসহ ৬০ প্রকারের রোগ ছড়ায় । মারাত্মক প্লেগ রোগের বাহকও এই ইদুর । ইদুর মাঠের ও ঘরের  ফসল নস্ট করা ছাড়াও বৈদ্যেুতিক তার কেটে আগুনের সুত্রপাত ঘটায়, টেলিফোনের তার কেটে টেলিফোন অচল করে দেয় । কমিপউটারসহ ঘরের কাপড়চোপড়, কাগজপত্র কেটে নষ্ট করে । তাছাড়া রাস্তা, বাধ ও রেললাইনে গর্ত করার ফলে বৃষ্টি বা বন্যার সময় পানি ঢুকে রাস্তা, বাধ ও রেললাইন ভেংগে যায় ।
এক জরিপ অনুযায়ী ধানের শতকরা ৫-৭ ভাগ, গমের শতকরা ৪-১২ ভাগ, গোল আলুর শতকরা ৫-৭ ভাগ, আনারসের শতকরা ৬-৯ ভাগ এবং সেচ নালার পানি ৭-১০ ভাগ ইদুরের কারনে নষ্ট হয় । গড়ে মাঠ ফসলের ৫-৭% এবং গুদামজাত শস্য ৩-৫% ক্ষতি করে । ইরির ২০১৩ সালের এক গবেষনা মতে, এশিয়ায় ইদুর বছরে যেটি ধান চাল খেয়ে নষ্ট করে তা ১৮ কোটি মানুষের এক বছরের খাবারের সমান । আর শুধু বাংলাদেশে ইদুর ৫০-৫৪ লাখ লোকের এক বছরের খাবার নষ্ট করে ।

*** এখন সারাদেশে ইদুর দমন কর্মসূচি চলছে, আগামী ৬ নভেম্ভর পর্যন্ত চলবে । আসুন আমরা সবাই একটি করে হলেও ইদুর মারি এবং নিজের ও দেশের উপকারে এগিযে আসি ।

 

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline