📣চলছে প্রো-অফার!!! ইশিখন.কম দিচ্ছে সকল অনলাইন-অফলাইন কোর্সে সর্বোচ্চ ৬০% পর্যন্ত ছাড়! বিস্তারিত

Pay with:

জেনে নিন আলুর মোজাইক রোগ দমন

এখন শীতকাল বাংলাদেশের বিভিন্ন জায়গায় আলু রোপন করা হয়েছে । কোথাও কোথাও এখনও রোপন চলছে । আলুর বিভিন্ন রোগ হয়ে থাকে এর মধ্যে আলুর মোজাইক রোগ অন্যতম । পাতায় বিভিন্ন  ধরনের  ছিটে দাগ  পড়ে পাতা বিকৃত  ও ছোট হয়। ভাইরাস  এবং  আলুর জাতের  উপর নির্ভর  করে লক্ষণ ভিন্নতর  হয়।  লতা ঝুলে পড়ে এবং  পরবর্তীতে গাছ মারা যায়।
প্রতিকার:
১। সুস্থ গাছ থেকে  সংগ্রহ করতে হবে  এবং রোগমুক্ত বীজ ব্যবহার  করতে  হবে।
২। টমেটো, তামাক এবং কতিপয় সোলানেসি  গোত্রভূক্ত আগাছা এ ভাইরাসের  বিকল্প পোষক । সুতরাং আশেপাশে এ ধরনের গাছ রাখা যাবে না। আক্রান্ত গাছ আলুসহ রগিং করে ফেলতে হবে।
৩। ‍ জাব পোকা দমন পদ্ধতি অনুসরণ করতে হবে। অর্থাৎ ১ লিটার ডাইমেক্রন প্রতি লিটার পানিতে মিশিয়ে ৭-১০ দিন পর পর জমিতে স্প্রে করতে হবে।
৪। এডমায়ার ২০০ এস,এল, ১০ মিলি ১০ লিটার পানিতে  মিশিয়ে ৫ শতক জমিতে স্প্রে করতে হবে অথবা এসাটাপ ৭৫এসপি, ১০ গ্রাম ১০ লিটার পানিতে  মিশিয়ে ৫ শতক জমিতে স্প্রে করতে হবে অথবা তুন্দ্রা  ২০ এসপি,  ৫ গ্রাম ১০ লিটার পানিতে  মিশিয়ে ৫ শতক জমিতে স্প্রে করতে হবে অথবা
৫। ১০০ গ্রাম  মরিচের গুড়া + ৫০ গ্রাম ডিটারজেন্ট  পাউডার  ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতক জমিতে স্প্রে করতে হবে।

   
   

0 responses on "জেনে নিন আলুর মোজাইক রোগ দমন"

Leave a Message

Address

151/7, level-4, Goodluck Center, (Opposite SIBL Foundation Hospital), Panthapath Signal, Green Road, Dhanmondi, Dhaka-1205.

Phone: 09639399399 / 01948858258


DMCA.com Protection Status

Certificate Code

সবশেষ ৫টি রিভিউ

eShikhon Community
top
© eShikhon.com 2015-2024. All Right Reserved