জেনে নিন আমের এ্যানথ্রাকনোজ রোগ দমন

আম বাংলাদেশের সর্বাপেক্ষা জনপ্রিয় ও উপাদেয় ফল । আমকে ফলের রাজা বলে অবিহিত করা হয়ে থাকে । বাংলাদেশে প্রায় সব জেলাতেই আমের চাষ হয় । আমের প্রধান প্রধান রোগগুলির মধ্যে এনথ্রাক রোগ অন্যতম । এ রোগের আক্রমনে প্রতি বছর আমের একটা বড় নষ্ট হয়ে থাকে ।
এ্যানথ্রাকনোজ রোগের আক্রমনে গাছের পাতা,কান্ড, মুকুল ও ফলে ধুসর বাদামি  রংয়ের  দাহ পড়ে । এ রোগে আক্রান্ত  মুকুল ঝরে যায়, আমের গায়ে কালচে দাগ হয়্ এবং আম পচে যায । কুয়াশা, মেঘচ্ছন্ন ও  ভিজা আবহাওয়ায় এ রোগ ব্যাপকভাবে বিস্তর লাভ করে  এবং সমস্ত মুকুল ঝরে যায়।

  • প্রতিকার
    ১। আমের মৌসুম শেষে গাছের মরা ডালপালা কেটে পুড়ে ফেরতে হবে । কাটা অংশে বরদোপেষ্ট (প্রতি লিটার পিানিতে ১০০ গ্রাম তুঁতে ও ১০০ গ্রাম চুন) লাগাতে হবে।
    ২।গাছের নিচের মরা পাতা পুড়ে ফেলতে হবে ।
    ৩। গাছে মুকুল আসার পর কিন্তু ফুল ফোটার পূর্বে টিল্ট-২৫০ ইসি প্রতি লিটার পানিতে ০.৫ মিলি অথবা ডাইথেন এম-৪৫, ২ গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে । আমের আকার মটর দানার মত হলে ২য় বার স্প্রে করতে হবে ।

 

আরও পড়ুনঃ

জেনে নিন আলুর আগাম ধ্বসা বা আর্লি রোগ দমন

জেনে নিন তিলের কান্ড পচা রোগ দমন

জেনে নিন সরিষার জাব পোকা দমন

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline