বিশ্বজুড়ে প্রতিদিন কত অদ্ভূত ঘটনাই না ঘটে যাচ্ছে কিছু ঘটনা কেউ বিশ্বাস করে আবার কোন কোন ঘটনা কেউ বিশ্বাসই করেনা । অনেকেই শখ করে বিড়াল পুষে থাকে, সাহিত্যে কুকুরের তুলনায় বিড়ালের ব্যবহার অনেক বেশি। পোষা বিড়ালের সাথে মানুষ কত কিইনা করে থাকে কেউ তাদের বাড়ীর কাজ কর্মে ব্যবহার করে, কেউ ইদুর মারতে ইদুর ধরতে বিড়ালের ব্যবহার করে থাকে, তাছাড়া অবসরে বিড়াল নিয়ে অনেকে আরও অনেক আয়োজন করে থাকে এমনই একটি আয়োজন হলো বিড়ালের ব্যান্ড দল গঠন।
ভেবে দেখুন তো, কোথাও কোনো স্টেজ শো দেখতে গেছেন, আর সেখানে কণ্ঠশিল্পী থেকে শুরু করে বেহালা বাদক, গিটারিস্ট, ড্রামার সবাই বিড়াল! আপনার কাছে এটা আজগুবি মনে হলেও মার্কিন মুল্লুকে এমন কান্ডটাই ঘটেছে। ‘রক ক্যাটস’ নামের বিড়ালের একটি ব্যান্ড দল আছে সেখানে, যে দলের সবাই বিড়াল। গিটার বাজানো থেকে শুরু করে স্টেজে উঠে নাচা নাচির সব কাজই করে থাকে ব্যান্ডের বিড়াল সদস্যরা। বিড়ালের এ ব্যান্ড দলের সব সদস্যকে বাদ্যযন্ত্র ব্যবহারের প্রশিক্ষণ দিয়েছেন এর সঙ্গে জড়িত বিড়াল প্রিয় উৎসুক কিছু জনতা ।